
Current Affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরের গড় মূল্যস্ফীতি কত?
উত্তর : ৫.৫%।
প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মােট রপ্তানি আয় কত?
উত্তর : ৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর :৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
উত্তর : তৈরি পােশাক (২৭,৯৪৯.১৯ মিলিয়ন মার্কিন ডলার)।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে?
উত্তর : ৭৫০টি।
প্রশ্ন : চা রপ্তানিতে বাংলাদেশ অবস্থান বিশ্বে কততম?
উত্তর : ৬৪তম; পূর্বে ছিল ৬১তম। (সূত্র : www.worldstopexports.com]
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উত্তর : সৌদি আরব; দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?
উত্তর : বিক্রম দোরাইস্বামী।
প্রশ্ন : প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা কত?
উত্তর :২ বছর।
প্রশ্ন : প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা কত?
উত্তর : ৪ বছর।
প্রশ্ন : খেলাপি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম কী?
উত্তর : Bangladesh Asset Management Corporation (BAMCO)
প্রশ্ন : ৯ জুন ২০২০ সরকার কোন ব্যথানাশক ওষুধকে ‘মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে?
উত্তর : টাপেন্টাডল।
প্রশ্ন : দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
উত্তর : ২টি ইনসেপ্টা ফার্মা ও পপুলার ফার্মা।
প্রশ্ন : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (BJRI) উদ্ভাবিত নতুন দুটি পাটশাকের নাম কী?
উত্তর : BJRI দেশি পাটশাক-২ (ম্যাড়া লাল) ও BJRI দেশি পাটশাক-৩ (ম্যাড়া সবুজ)।
প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDC) প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১০৯তম।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : ৩০ জুন ২০২০ দেশের বেসরকারি খাতের কোন ব্যাংক এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলকে পৌছে?
উত্তর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
প্রশ্ন : দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ডায়মন্ড ওয়ার্ল্ড; ৩০ জুন ২০২০ সংযুক্ত আরব আমিরাত থেকে এ স্বর্ণ আমদানি করা হয়।
প্রশ্ন : বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে প্রথম গােল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন কে?
উত্তর : আশরাফ উদ্দিন চুন্নু।
আন্তর্জাতিক
প্রশ্ন : কাশ্মীরি ভাষায় গালওয়ান’ শব্দের অর্থ কী?
উত্তর : ডাকাত।
প্রশ্ন : মার্কিন যুদ্ধবিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম কী?
উত্তর : ম্যাডেলিন সুইগেল।
প্রশ্ন : আদিবাসী ভাষা দশকের সময়কাল কত?
উত্তর :২০২২-২০৩২ সাল।
প্রশ্ন : TikTok কোন দেশের জনপ্রিয় মােবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ?
উত্তর : চীন; প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।
প্রশ্ন : Zoom কোন দেশের তৈরিকৃত জনপ্রিয় অডিও-ভিডিও যােগাযােগের অন্যতম প্ল্যাটফর্ম
উত্তর : যুক্তরাষ্ট্র; প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান।
প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সুইডেন।
প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বাধ কোথায় অবস্থিত?
উত্তর : চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে ইয়াংজি নদীর ওপর।
প্রশ্ন : ওয়েবিনার (Webinar) কী?
উত্তর : ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলে।
বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৯
প্রশ্ন : মােট জনসংখ্যা কত?
উত্তর : ১৬৭.৪৩ মিলিয়ন; ১ জানুয়ারী ২০২০ (প্রাক্কলিত)।
প্রশ্ন : জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩২%।
প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উত্তর : ১,১২৫ জন।
প্রশ্ন : সাক্ষরতার হার (৭+) কত?
উত্তর : ৭৪.৪%।
প্রশ্ন : প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.৬%।
বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০২০
প্রশ্ন : বিশ্বের মােট জনসংখ্যা কত?
উত্তর : ৭৭৯.৫০ কোটি।
প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.১%।
প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর : নাইজার; ৬.৭ জন।
প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : আফগানিস্তান; ৩.৪%।
প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর : শ্রীলংকা; ০.৫%।