আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
জানা অজানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ নিয়ে কিছু প্রশ্নোত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থসমূহ নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষার্থী আছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কয়েকটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ‘ স্মৃতিকথা ‘ , ‘ নয়া চীন ভ্রমণ ‘ এবং ‘ আগড়তলা ষড়যন্ত্র মামলা ‘ ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীধৰ্মী গ্রন্থসমূহ ‘ কি কি?
উত্তর : অসমাপ্ত আত্মজীবনী ‘ , ‘ কারাগারের রোজনামচা ‘ এবং ‘ নয়া চীন ভ্রমণ ‘।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের প্রচ্ছদ শিল্পী ( প্রচ্ছদ এঁকেছেন যে শিল্পী ) কে?
উত্তর : সমর মজুমদার ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ – এর ভূমিকা কে লিখেছেন ?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : ফকরুল আলম ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থটি জাপানি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : কাজুহিরো ওয়াতানাবো ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ – তে বঙ্গবন্ধু তাঁর জীবনী লিপিবদ্ধ করেছেন কত সাল পর্যন্ত?
উত্তর : ১৯৫৫ সাল পর্যন্ত ।
প্রশ্ন : ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থের বর্ণনা অনুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কিসের কাজ করতেন?
উত্তর : মালির কাজ করতেন ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ এখন পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর : ১২ টি ভাষায় । [ বিগত ২৬ / ১০ / ২০১৯ ইং তারিখ পর্যন্ত ]
প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীধর্মী গ্রন্থ কোনটি?
উত্তর : ‘ কারাগারের রোজনামচা ‘ ( প্রকাশ বিগত ১৭ / ০৩ / ২০১৭ ইং তারিখ ) ।
প্রশ্ন : ‘ কারাগারের রোজনামচা ‘ গ্রন্থের প্রকাশক কে?
উত্তর : বাংলা একাডেমি ( ১৯৬৬ থেকে ১৯৬৮ সালের স্মৃতিকেন্দ্রিক )।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘ কারাগারের রোজনামচা ’এখন পর্যন্ত অনূদিত হয়েছে কতটি ভাষায়?
উত্তর : ০২ টি ভাষায় । সর্বশেষ নেপালি ভাষায় অনূদিত হয় ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘ কারাগারের রোজনামচা ‘সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?
উত্তর : নেপালি ( বিগত ১৬ / ০৫ / ২০২০ ইং তারিখে ) ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থ কোনটি?
উত্তর : ‘ আমার দেখা নয়া চীন ‘ ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘ আমার দেখা নয়াচীন ‘ যে ধরনের গ্রন্থ –
উত্তর :স্মৃতিকথামূলক ও ভ্রমণকাহিনী ।
প্রশ্ন : ‘ আমার দেখা নয়াচীন ’ গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লোগো ‘ শান্তির কপোত ’- এর চিত্রকর কে?
উত্তর : পাবলো পিকাসো ।
প্রশ্ন -‘ আমার দেখা নয়াচীন ‘ গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন?
উত্তর – শেখ হাসিনা ( ০৭ ডিসেম্বর , ২০১৯ )।
 প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘ আমার দেখা নয়াচীন ’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
 উত্তর : অধ্যাপক ড . ফকরুল আলম ।
প্রশ্ন : প্রকাশিতব্য ‘ বঙ্গবন্ধুর স্মৃতিকথা ‘ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button