আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

আইসিটি’র ডাটাবেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন।

ডাটাবেজ সিস্টেম : কম্পিউটারে তথ্য বা উপাত্তকে সুসজ্জিত আকারে সংরক্ষণ করা হলো ডাটাবেজ । পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল নিয়ে গঠিত হয় ডাটাবেজ বা ডাটা ঘাটি । ডাটাবেজের ক্ষুদ্রতম একক ফিল্ড । ডাটাবেজের ফিল্ড সাত ধরনের ।

১। ডাটাবেজ মূলত কলাম ও সারি সমন্বয়ে গঠিত ।

২। কলামের হেডিং বা শিরোনাম হল ‘ ফিল্ড ’ ।

৩। পাশাপাশি কয়েকটি কলাম ব্যবহারে সারি গঠিত হয় যা ‘ রেকর্ড ’ নামে পরিচিত ।

৪। ডাটাবেজ এক ধরনের প্যাকেজ প্রোগ্রাম । কতকগুলো রেকর্ড নিয়ে গঠিত হয় একটি ডাটাবেজ ।

৫। ডাটাবেজ প্রোগ্রামগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় প্রোগ্রাম ফক্সপ্রো । ফক্সপ্রো প্রোগ্রামটির প্রাথমিক নাম ছিল ফক্সবেজ । ফক্সপ্রোম্বর সর্বশেষ ভার্সন ভিজ্যুয়াল ফক্সপ্রো ৬.০০।

৬। ওরাকল একটি ডাটাবেজ প্রোগ্রাম ।

৭। Ms – Access হচ্ছে উইন্ডোজভিত্তিক শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ।

সংক্ষিপ্ত প্রশ্ন :

প্রথম তৈরি পার্সোনাল / হোম কম্পিউটারের নাম কী এবং এটি কোন কোম্পানি তৈরি করেছিল ?
উত্তর – প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম এ্যালটেয়ার ৮৮০০। এটি তৈরি করেছিল মাইক্রো ইন্সট্রুমেন্টেশন এন্ড টেলিমেট্রি সিস্টেমস ।

কম্পিউটারের কোন কোম্পানিকে ‘ বিগ বু ’ বলা হয় ?
উত্তর -আইবিএম ( IBM )।

কম্পিউটার যাদুঘর কোথায় ?
উত্তর -বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় ।

News From Bangladesh কী ?
উত্তর- ইন্টারনেটে বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার নাম ।পত্রিকাটি ১ সেপ্টেম্বর , ‘৯৬ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে । সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর ।

প্রথম মিনি কম্পিউটার কোনটি?
উত্তর – পিডিপি -১ ।

কম্পিউটারের কার্যক্রম কেন প্রায় নির্ভুল ?
উত্তর – ইলেকট্রনিক বর্তনীর কার্যকারিতার কারণে ।

প্রোগ্রাম কী ?
উত্তর- কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কাজের নির্দেশাবলি ।

যে সব যন্ত্রের সাহায্যে কম্পিউটারের কাজের ফলাফল পাওয়া যায় তাকে কী বলে ?
উত্তর -আউটপুট ডিভাইস ।

সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি?
উত্তর -সুপার কম্পিউটার ।

এ্যাবাকাস কী ?
উত্তর -চীনে প্রাপ্ত গণনা যন্ত্র ।

চার্লস ব্যাবেজ প্রথম গণিত বিষয়ক হিসেবের জন্য একটি যন্ত্র তৈরি করেন কত সালে ?
উত্তর -১৮২২ সালে ।

মার্ক-১ কত ফুট লম্বা ছিল ?
উত্তর -৫১ ফুট ।

বিশ্বের প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক কম্পিউটারের নাম কী ?
উত্তর – ইউনিভ্যাক ।

কম্পিউটারের প্রজন্ম কতটি ?
উত্তর -৫ টি ।

বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার স্থাপিত হয় কোথায় , কত সালে ?
উত্তর -পরমাণু শক্তিকেন্দ্র , ঢাকা , ১৯৬৪ সালে ।

বাংলাদেশে দ্বিতীয় কম্পিউটার স্থাপিত হয় কোথায় ?
উত্তর -১৯৬৫ সালে আদমজী জুট মিলে ।

প্রথম গণনা যন্ত্রের নাম কী ?
উত্তর -এ্যাবাকাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button