আন্তর্জাতিক বিষয়াবলীপিডিএফ ডাউনলোডসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আসা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। সাধারণ জ্ঞান বিষয়ক আরো লেখা পেতে কমেন্টের মাধ্যমে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে
উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে
উত্তর : এন্টার্কটিকা।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ
উত্তর : বাের্নিও।

প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু
উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।

প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়
উত্তর : ২০০৬ সালে।

প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ
উত্তর : পাকিস্তান।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি ছিল
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল
উত্তর : ফিলিপাইন।

প্রশ্ন : মিয়ানমারের রােহিঙ্গারা নাগরিকত্ব হারায়
উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : বান্দা আচেহ যে দেশে অবস্থিত
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : Terracotta Army যে দেশের প্রত্নবস্তু
উত্তর : চীন।

প্রশ্ন : যে সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্ধ রয়েছে
উত্তর : দক্ষিণ চীন সাগর।

প্রশ্ন : ইউরেশিয়ান সিটি বলা হয় যে শহরকে
উত্তর : ইস্তানবুল।

প্রশ্ন : কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি
উত্তর : কান্ত বিমান ঘাঁটি।

প্রশ্ন : মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

প্রশ্ন : ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে
উত্তর : নানকিং চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : জাপান থেকে কোরিয়াকে পৃথক করেছে
উত্তর : কোরিয়া প্রণালি।

প্রশ্ন : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা
উত্তর : UNRWA।

প্রশ্ন : ইসরাইলের আইনসভার সদস্য সংখ্যা
উত্তর : ১২০।

প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়
উত্তর : ওয়াশিংটন ডিসি; ১৫ সেপ্টেম্বর ২০২০।

প্রশ্ন : ব্যাবিলনের শূন্যউদ্যান ধ্বংস হয়
উত্তর : পারস্য রাজ্যের সাথে যুদ্ধে; ৫১৪ : খ্রিস্টাব্দে।

প্রশ্ন : উনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৬৩ সালে।

প্রশ্ন : মানবদেহের জন্য একই সাথে উপকারী ও অপকারী
উত্তর : ওজোন গ্যাস।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী
উত্তর : সিতারাম নদী, ইন্দোনেশিয়া।

প্রশ্ন : UNEP-এর সদর দপ্তর
উত্তর : নাইরােবি, কেনিয়া।

প্রশ্ন : সিয়েরা ক্লাব যে দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ভার্সাই চুক্তি কার্যকর হয়
উত্তর : ১০ জানুয়ারি ১৯২০।

প্রশ্ন : জাতিসংঘের রেডিও ওয়েভসাইটে খবর প্রচার করা হয়
উত্তর : ৯টি ভাষায়।

প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
উত্তর : দ্যাগ হ্যামারশােল্ড।

প্রশ্ন : UN রেডিও প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা –
উত্তর : পিটার ইজেন।

প্রশ্ন : MERCOSUR যে অঞ্চলের বাণিজ্যিক জোট
উত্তর : দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন : বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়
উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক পণ্য (GI)-এর স্বীকৃতি দেয়
উত্তর : World Intellectual Organization (WIPO)

প্রশ্ন : মিন্দানাউ দ্বীপটি অবস্থিত
উত্তর : ফিলিপাইনে।

আরো কিছু সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : SIDA যে দেশভিত্তিক সাহায্য সংস্থা
উত্তর : সুইডেন।

প্রশ্ন : সাত ভাই দ্বীপপুঞ্জ অবস্থিত
উত্তর : বাল এল-মান্দেব প্রণালিতে।

প্রশ্ন : সুকাত্রা দ্বীপপুঞ্জ অবস্থিত
উত্তর : ভারত মহাসাগরে।

প্রশ্ন : হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ আছে
উত্তর : ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

প্রশ্ন : স্ট্যবাক জলপ্রপাত অবস্থিত
উত্তর : সুইজারল্যান্ড।

প্রশ্ন : পৃথিবীর গভীরতম খালের নাম
উত্তর : পানামা খাল।

প্রশ্ন : নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক
উত্তর : সুইজারল্যান্ডভিত্তিক।

প্রশ্ন : ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা
উত্তর : আরতি সেনগুপ্ত।

প্রশ্ন : নােবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়
উত্তর : ১০ ডিসেম্বর।

প্রশ্ন : অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়
উত্তর : নরওয়ে থেকে।

প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়
উত্তর : ১৯৬৬ সালে।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ
উত্তর : জাপান।

প্রশ্ন : অলিম্পিক গেমসে ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়
উত্তর : প্যারিস অলিম্পিক ১৯০০।

প্রশ্ন : COVAX কার্যক্রম শুরু করে
উত্তর : ২০২০ সালে।

প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী
উত্তর : স্টেপানাকার্ট।

প্রশ্ন : ‘ব্লাকওয়াটার’ হলাে
উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।

প্রশ্ন : পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান আল আজিজিয়া অবস্থিত
উত্তর : লিবিয়া।

প্রশ্ন : ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
উত্তর : বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

প্রশ্ন : নেপােলিয়ন জন্মগ্রহণ করেন
উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button