আন্তর্জাতিক বিষয়াবলীপিডিএফ ডাউনলোডবিসিএস প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর [পিডিএফ]

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর [পিডিএফ]

প্রশ্ন : Sugauli চুক্তি হয় যে দুটি দেশের মধ্যে
উত্তর : নেপাল-ভারত।

প্রশ্ন : পাওয়ার অব সাইবেরিয়া গ্যাস পাইপ লাইন স্থাপিত হয়
উত্তর : চীন ও রাশিয়ার মধ্যে

প্রশ্ন : দক্ষিণ চীন সাগরকে চীন তার নিজের বলে দাবি করার মূল ভিত্তি
উত্তর : নাইন ড্যাশ লাইন।

প্রশ্ন : Black lives Matter আন্দোলন শুরু হয়
উত্তর : ২০১৩ সালে।

প্রশ্ন : লিখন পদ্ধতি কিউনিফর্ম যে সভ্যতায় চালু হয়
উত্তর : সুমেরীয় সভ্যতায়।

প্রশ্ন : প্রথম পঞ্জিকার প্রচলন হয়
উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায়।

প্রশ্ন : বৃত্তকে প্রথম ৩৬০°উত্তর :তে ভাগ করে
উত্তর : অ্যাশেরীয়রা।

প্রশ্ন : জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে
উত্তর : হিব্রু সভ্যতা।

প্রশ্ন : ‘কৃশ এনার্জি লিমিটেড’ যে দেশভিত্তিক তেল গ্যাস কোম্পানি
উত্তর : সিঙ্গাপুর।

প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম হ্রদ
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।

প্রশ্ন : গ্যাবনের রাজধানী
উত্তর : লিব্রেভিলে।

প্রশ্ন : ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
উত্তর : মিসর।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনির নাম
উত্তর : উইটওয়াটার্সল্যান্ড।

প্রশ্ন : দক্ষিণের রানি বলা হয় যে শহরকে
উত্তর : সিডনি।

প্রশ্ন : ফারাে দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত
উত্তর : আটলান্টিক।

প্রশ্ন : সংস্কৃতির শহর বলা হয় যে শহরকে
উত্তর : প্যারিস।

প্রশ্ন : লেবানন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত সীমারেখা
উত্তর : ব্লু লাইন।

প্রশ্ন : ক্যাপিটল হিল অবস্থিত
উত্তর : ওয়াশিংটন ডিসিতে।

প্রশ্ন : ম্যারাথন যুদ্ধে জয়লাভ করে যে দেশ
উত্তর : গ্রিস।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত আন্তর্জাতিক সংগঠন
উত্তর : লীগ অব নেশনস।

প্রশ্ন : পৃথিবীর তাপ বৃদ্ধিজনিত বিপর্যয়ের আভাস প্রথম দেন
উত্তর : জোসেফ ফুরিয়ার।

প্রশ্ন : গ্রিনপিসের সদর দপ্তর অবস্থিত
উত্তর : আমস্টারডাম, নেদারল্যান্ডস।

প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব জাতিসংঘের সাথে যৌথভাবে নােবেল পুরস্কার লাভ করেন
উত্তর : কফি আনান (২০০১)।

প্রশ্ন : বিশ্ব প্রাণী দিবস
উত্তর : ৪ অক্টোবর।

প্রশ্ন : Department for International Development (DFID) যে দেশভিত্তিক সংস্থা ছিল
উত্তর : ব্রিটেন।

প্রশ্ন : জাপানের রাজধানী টোকিও যে দ্বীপে অবস্থিত
উত্তর : হনশু দ্বীপে।

প্রশ্ন : অ্যাঙ্গানাে অন্তরীপ অবস্থিত
উত্তর : ফিলিপাইনে।

প্রশ্ন : ডাকটিকেটের জনক বলা হয়
উত্তর : রােনাল্ড হিলকে।

প্রশ্ন : ‘বার্মি আর্মি’ হচ্ছে
উত্তর : ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকদের নিয়ে ১৯৯৪ সালে গড়ে তােলা একটি সংগঠন।

প্রশ্ন : প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : ইরিত্রিয়া যে দেশের অংশ ছিল
উত্তর : ইথিওপিয়া।

প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
উত্তর : নেপােলিয়নকে।

প্রশ্ন : ইউরােপের দ্বার বলা হয়
উত্তর : ভিয়েনাকে।

প্রশ্ন : মার্কিনউত্তর :তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যে শহরে
উত্তর : দোহা, কাতার।

প্রশ্ন : রােম নগরী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়
উত্তর : ৬৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : বিজ্ঞানভিত্তিক ইতিহাসের জনক
উত্তর : থুকিডাইডেস।

প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ করে
উত্তর : সাবেক পূর্ব জার্মানি।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশের নাম
উত্তর : কেপ অব গুড হােপ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র যে সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে
উত্তর : ১৯১৭ সালে।

প্রশ্ন : বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
উত্তর : কনস্টান্টিনােপল।

প্রশ্ন : প্রথম লােহা আবিষ্কার হয়
উত্তর : এশিয়া মাইনরে।

প্রশ্ন : ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতাে
উত্তর : মিসরীয়দের।

প্রশ্ন : ৩০ দিনে মাস গণনা আবিষ্কার করে
উত্তর : মিসরীয়রা।

প্রশ্ন : Histories গ্রন্থের লেখক
উত্তর : হেরােডােটাস।

প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতা গড়ে ওঠে
উত্তর : মিসরের আলেকজান্দ্রিয়ায়।

প্রশ্ন : সভ্যতায় রােমানদের বড় কৃতিত্ব
উত্তর : আইনের ক্ষেত্রে।

প্রশ্ন : পর্তুগিজরা ম্যাকাও দখল করে
উত্তর : ১৫৫৭ সালে।

প্রশ্ন : চীনের সিল্করােড় গড়ে উঠেছিল
উত্তর : হান রাজবংশের আমলে।

প্রশ্ন : কর্নার স্টোন অব পিস অবস্থিত
উত্তর : ওকিনাওয়া, জাপান।

প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম শহর
উত্তর : জেরিকো।

প্রশ্ন : ১৭৮৩ সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ৪টি।

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল
উত্তর :উত্তর : ম্যাগনাকার্টা।

প্রশ্ন : মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম হয়
উত্তর : ১৯৬৩ সালে।

প্রশ্ন : সর্বপ্রথম পানি দূষণ সমস্যা চিহ্নিত করেন
উত্তর : হিপােক্রেটিস।

প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস
উত্তর : ২১ মার্চ।

প্রশ্ন : পৃথিবীর বিশাল প্রাকৃতিক শােধনাগার
উত্তর : মাটি।

প্রশ্ন : Conference of Parties বা COP আয়ােজন করে
উত্তর : United Nations Framework Convention on Climate Change (UNIFCC)

প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের উপমহাসচিব
উত্তর :আমিনা মােহাম্মদ (নাইজেরিয়া)।

প্রশ্ন : জাতিসংঘের নির্বাহী সংস্থা
উত্তর : সাধারণ পরিষদ।

প্রশ্ন : হােয়াংহাে নদীর উৎপত্তি স্থান
উত্তর : কুলনুন পবর্ত।

প্রশ্ন : বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদর দপ্তর
উত্তর : দাভােস, সুইজারল্যান্ড।

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান প্রধান
উত্তর : ক্রিস্টিনা জর্জিয়েভা।

বােমার জনক কথা

পারমাণবিক বােমা রবার্ট ওপেন হেইমার (যুক্তরাষ্ট্র)
হাইডােজেন বােমা এডওয়ার্ড টেলার (যুক্তরাষ্ট্র)
নিউট্রন বােমা স্যামুয়েল টি কোহেন (যুক্তরাষ্ট্র)
সােভিয়েত হাইড্রোজেন বােমা আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ
পাকিস্তানের পারমাণবিক বােমা ড. আবদুল কাদির খান
ভারতের পারমাণবিক বােমা এপিজে আব্দুল কালাম
ইরানের বােমা মােহসেন ফাখরিজাদেহ

 

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button