আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here

হুমায়ূন আহমেদ-এর কোন বইটি সরকার নিষিদ্ধ করে এবং কেন?

Questionsহুমায়ূন আহমেদ-এর কোন বইটি সরকার নিষিদ্ধ করে এবং কেন?
Md. Mahabub Alam Staff asked 3 years ago
1 Answers
Md. Mahabub Alam Staff answered 3 years ago
হুমায়ূন আহমেদের কোনাে বই সরকার কর্তৃক নিষিদ্ধ হয়নি, তবে সর্বশেষ ‘দেয়াল' উপন্যাসটির রচনাকালে দুটি অধ্যায় পত্রিকায় প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালােচনা ও বিতর্ক সৃষ্টি হয়। উপন্যাসটিতে ইতিহাসের একটি ঘটনা তুলে ধরার ক্ষেত্রে তথ্যগত ভুল রয়েছে এ মর্মে আদালতের নজরে আনেন তৎকালীন এটর্নি জেনারেল মাহবুবে আলম। পরবর্তীতে ‘দেয়াল' নামের উপন্যাস সংশােধন না করে তা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। এছাড়া বিষয়টি নিয়ে লেখক হুমায়ুন আহমেদের সাথে যােগাযােগ করতে বলা হয় এবং শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারের পেপারবুকসহ সব কাগজপত্র তাকে দেওয়ার জন্য আদালত নির্দেশ দেন।
Back to top button