আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here

সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে BPSC গঠনের বিধান রয়েছে?

Questionsসর্বোচ্চ কতজন সদস্য নিয়ে BPSC গঠনের বিধান রয়েছে?
Md. Mahabub Alam Staff asked 3 years ago
সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে BPSC গঠনের বিধান রয়েছে?
1 Answers
Md. Mahabub Alam Staff answered 3 years ago
সঠিক উত্তর : ১৫ জন ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি ৮ এপ্রিল ১৯৭২ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ (রাষ্ট্রপতির ৩৪নং আদেশ জারির মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নামে দুটি কমিশন গঠন করা হয়। ১৯৪২ সালের মে মাসে উভয়। কমিশন কাজ শুরু করে। BPSC গঠনের পর সিভিল অফিসার নিয়ােগের উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস (প্রথম) কমিশন ৫০ জন বিচারিক (Lawyer) ম্যাজিস্ট্রেট নিয়ােগের জন্য ১২ জুন ১৯৭২ নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যা ১৫ জুন ১৯৭২ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। এটি ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের ইতিহাসে প্রথম নিয়ােগ বিজ্ঞপ্তি। ২২ ডিসেম্বর ১৯৭৭ The Bangladesh Public Service Commission Ordinance, 1977 (Ordinance No. LVII of 1977) জারি করা হয়। এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কর্ম পরিধি নির্ধারণ করা হয় এবং প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশনকে একীভূত করে বর্তমান বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) গঠন করা হয়। বর্তমানে BPSC সংবিধানের ৮৮, ১৩৭-১৪১ ও ১৪৭ নং অনুচ্ছেদসহ The Bangladesh public Service Commission Ordinance, 1977 (সংশােধনীসহ) The Bangladesh Public Service Commission (Consultation) Regulations, 1979 (সংশােধনীসহ) দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংক্রান্ত অধ্যাদেশে চেয়ারম্যানসহ সর্বনিম্ন ৬ এবং সর্বোচ্চ ১৫ জন সদস্য নিয়ে কমিশন গঠন করার বিধান রয়েছে।
Back to top button