আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্য অপরাজেয় বাংলা'র ৩টি মূর্তির মডেলের নাম জানতে চাই।

Questionsঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্য অপরাজেয় বাংলা'র ৩টি মূর্তির মডেলের নাম জানতে চাই।
Md. Mahabub Alam Staff asked 3 years ago
1 Answers
Md. Mahabub Alam Staff answered 3 years ago
উত্তর : ভাস্কর অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ নির্মিত অপরাজেয়-বাংলা’র ৩টি মূর্তির মডেল হন ৩ জন শিল্পী। প্রথমে ফাস্ট এইড বক্স হাতে, সেবিকার মডেল হাসিনা আহমেদ। তার পাশে দাঁড়ানাে রাইফেল কাঁধে তুলে নেয়া গ্রামের টগবগে তরুণের মডেল সৈয়দ হামিদ মকসুদ ফজল । এবং দু’হাতে রাইফেল ধরা। শহুরে তরুণের মডেল আর্ট কলেজের ছাত্র মুক্তিযােদ্ধা বদরুল আলম বেনু।
Back to top button