কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানাে’- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?

Questionsকিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানাে’- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
Md. Mahabub Alam Staff asked 2 years ago
কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে
সকালবেলায় সলতে পাকানাে’-
বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
ক) নৌকাডুবি
খ) চোখের বালি
গ) যােগাযােগ
ঘ) শেষের কবিতা
1 Answers
Md. Mahabub Alam Staff answered 2 years ago
কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানাে।' বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যােগাযােগ’ উপন্যাসের প্রথম অধ্যায় থেকে নেয়া হয়েছে। ১৯২৭ সালে উপন্যাসটি মাসিক 'বিচিত্রা' পত্রিকায় তিন পুরুষ নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপনাসের প্রধান চরিত্র কুমুদিনী ও মধুসূদন। নৌকাডুবি, চোখের বালি ও শেষের কবিতা উপন্যাসের রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর।
Back to top button