আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here

অবিভক্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে নয়া দিল্লি উদ্বোধন করা হয় কবে?

Questionsঅবিভক্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে নয়া দিল্লি উদ্বোধন করা হয় কবে?
Md. Mahabub Alam Staff asked 3 years ago
অবিভক্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে নয়া দিল্লি উদ্বোধন করা হয় কবে?
1 Answers
Md. Mahabub Alam Staff answered 3 years ago
সঠিক উত্তর : ১৩ ফেব্রুয়ারি ১৯৩১ ২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধে জয়ী হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী করে। এরপর ৭ জুলাই ১৯০৫ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন বঙ্গদেশ বিভক্ত করার আনুষ্ঠানিক ঘােষণা প্রদান করেন। বঙ্গভঙ্গের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ও আসাম’ নামে দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। ১৬ অক্টোবর ১৯০৫ লর্ড কার্জনের সেই ঘােষণা কার্যকর হয়। কিন্তু কলকাতাজুড়ে বঙ্গভঙ্গবিরােধী আন্দোলন, বিক্ষোভ, সমাবেশসহ ব্যাপক প্রতিরােধের মুখে ১৯১১ ৪ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ ঘােষণা করতে বাধ্য হয়। যা ব্রিটিশ শাসকদের জন্য ছিল চরম চপেটাঘাত। এ অপমানের প্রতিশােধ নিতে ১২ ডিসেম্বর ১৯১১ রাজা পঞ্চম জর্জের গ্রেট ব্রিটেনের সিংহাসনে আরােহণের পর দিল্লি দরবার' নামক রাজকীয় অনুষ্ঠানে ভারতবর্ষের নতুন রাজধানী হিসেবে দিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রথমে ব্রিটিশরা সিভিল লাইনসে সরকারের জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করে। ১৯১২ সালে ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন Viceroy's House (বর্তমান রাষ্ট্রপতি ভবন) নির্মাণ কাজ শুরু হয় এবং সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য একটি সেক্রেটারিয়েট লর্ড আরউইন বিল্ডিং স্থাপিত হয়। নতুন রাজধানীকে বের করে নিয়ে আসা হয় তৎকালীন অবিভক্ত পাঞ্জাব প্রদেশ থেকে এবং ১৯২৭ সালে এর নামকরণ করা হয় নয়া দিল্লি। ২০ বছর পর ১৩ ফেব্রুয়ারি ১৯৩১ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় । লর্ড আরউইন নতুন রাজধানী হিসেবে নয়া দিল্লির উদ্বোধন করেন। সব মিলিয়ে কলকাতা থেকে যাবতীয় প্রশাসন নয়া দিল্লিতে স্থানান্তরের পেছনে খরচ হয়েছিল চার মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।
Back to top button