আন্তর্জাতিক বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

প্রশ্ন : সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : নতুন দিল্লি।

প্রশ্ন : বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে নির্ধারণ করা হয়?
উত্তর : সিলেট।

প্রশ্ন : রােকেয়া দিবস পালিত হয়
উত্তর : ৯ ডিসেম্বর।

প্রশ্ন : বাংলাদেশের জেলা ভিত্তিক সবচেয়ে ছােট প্রশাসনিক বিভাগ
উত্তর : সিলেট বিভাগ।

প্রশ্ন : বাংলাদেশের কৃষি দিবস?
উত্তর : পহেলা অগ্রহায়ণ ।

প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : মেঘনা ।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
উত্তর : উত্তর-পশ্চিম অঞ্চল।

প্রশ্ন : অবসেশন শব্দটি জ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত
উত্তর : মনােবিজ্ঞান।

প্রশ্ন : বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
উত্তর : ১৯৮৮।

প্রশ্ন : ‘ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে সংঘটিত হয়?
উত্তর : ১১৭৬।

প্রশ্ন : হাজার হৃদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

প্রশ্ন : পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল?
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : হারারের পূর্ব নাম কি?
উত্তর : সলসব্যারী ।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেট কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে?
উত্তর : স্কটল্যান্ড।

প্রশ্ন : Extradition Treaty হল
উত্তর : অপরাধী প্রত্যর্পণ চুক্তি।

প্রশ্ন : কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
উত্তর : NATO.

প্রশ্ন : BRICS এর সদর দপ্তর কোথায়?
উত্তর : সদর দপ্তর নেই।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশােধন করা হয়েছিলাে?
উত্তর : ১৯৬৯।

প্রশ্ন : মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত?
উত্তর : মুন্সীগঞ্জ।

প্রশ্ন : উইন্সটন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ব্রিটেন।

প্রশ্ন : ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয়
উত্তর : মুঘল আমলে।

প্রশ্ন : আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ
উত্তর : ইউ পি ইউ।

প্রশ্ন : আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়
উত্তর : ৫ অক্টোবর।

প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ
উত্তর : জেনারেল।

প্রশ্ন : ইরানের সাথে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়- 
উত্তর : ১৪ জুলাই ২০১৫।

প্রশ্ন : গ্রিণপিস যাত্রা শুরু করে
উত্তর : ১৯৭১ সালে।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : Black Lives Matter কি?
উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন।

প্রশ্ন : মাথাপিছু গ্রিণহাউজ উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল
উত্তর : ৪টি।।

প্রশ্ন : তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়|
উত্তর : লাউড স্পিকার।

প্রশ্ন : World ‘No Tobacco Day’ is observed on
উত্তর : May 31.

প্রশ্ন : In Cricket game the length of pitch between the two wickets is
উত্তর : 22 Yards.

প্রশ্ন : অংসান সূচির রাজনৈতিক দল
উত্তর : ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি।

প্রশ্ন : ‘ব্ল্যাক মানডে’ কিসের সাথে জড়িত?
উত্তর : স্টক মার্কেট।

প্রশ্ন : বিমসটেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকায়।

প্রশ্ন : সামন্তবাদ কোন ইউরােপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
উত্তর : ইতালি।

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্য-
উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।

প্রশ্ন : Law of the Sea Convention অনুযায়ী উপকূল হতে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক
উত্তর : সৈয়দ আলী আহসান।

প্রশ্ন : প্রাচীনতম সাহিত্যকর্ম
উত্তর : রামায়ণ।

প্রশ্ন : আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন
উত্তর : এরিস্টটল।

প্রশ্ন : ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র- উক্তিটি কার?
উত্তর : প্যারেটো।

প্রশ্ন : অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী
উত্তর : খাজা নাজিমুদ্দিন।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়
উত্তর : ১৯৫৫ সালে।

প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রীয় লােগােটি ডিজাইন করেন
উত্তর : এ. এন. সাহা।

প্রশ্ন : World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রতিষ্ঠান?
উত্তর : World Bank.

প্রশ্ন : আইএমএফ এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ওয়াশিংটন ডিসি।

প্রশ্ন : বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
উত্তর : আইএফসি।

প্রশ্ন : আমার সােনার বাংলা এর কতটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত
উত্তর : প্রথম দশটি।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
উত্তর : ২২।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীন ছিল?
উত্তর : সেক্টর- ২।

প্রশ্ন : মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর : ৭ম-৮ম

প্রশ্ন : ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত
উত্তর : র‌্যাডক্লিফ কমিশন।

প্রশ্ন : তৎকালীন পূর্ব বাংলার আইনসভার অবস্থান ছিল
উত্তর : জগন্নাথ হলে।

প্রশ্ন : সংবিধান অনুযায়ী মায়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত
থাকবে?
উত্তর : ২৫%।

প্রশ্ন : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : IPCC.

প্রশ্ন : ‘ভাসানী যখন ইউরােপে’- বইটির লেখক
উত্তর : আবু জাফর শামসুদ্দীন।

প্রশ্ন : জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়।
উত্তর : দ্বিতীয় সংশােধনীতে।

প্রশ্ন : শকুন্তলা গ্রন্থটির রচয়িতা
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button