আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

University Admission Preparation International Affairs Part-01

  • বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক।
  • বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ- সিরিয়া।
  • ২০১৯ সালে বৈশ্বিক শাস্তিসূচকে শীর্ষ দেশ- আইসল্যান্ড।
  • বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
  • ২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- পাকিস্তানে।
  • অস্ট্রিয়ার প্রথম নারী চ্যান্সেলর- ব্রিজিত বিয়েরলিন।
  • জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ- মােনাকো।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • ইউরােপের প্রথম ইকো মসজিদ নির্মিত হয়- যুক্তরাজ্যে।
  • দ্বাদশ ICC বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন – ইংল্যান্ড।
  • গ্রিনপিস একটি- পরিবেশবাদী সংগঠন।
  • ILO’র সদর দপ্তর অবস্থিত- জেনেভায়।
  • প্রতিবছর বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে—UNCTAD।
  • SDGs বাস্তবায়নের সময়সীমা- ২০৩০ সাল পর্যন্ত।
  • ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত—ব্রাসেলস, বেলজিয়াম।
  • রেডক্রস-এর প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট।
  • মানবাধিকার যে ধরনের অধিকার—প্রাকৃতিক।
  • জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর।
  • বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন ডিসি; যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • জাপানের সবচেয়ে বড় দ্বীপ— হন।
  • পক প্রণালী পৃথক করেছে—ভারত-শ্রীলংকাকে।
  • পানামা খাল যুক্ত করেছে– আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
  • ব্ল্যাক মানডে যার সাথে সম্পর্কিত- স্টক মার্কেট।
  • পাের্ট সৈয়দ বন্দরটি অবস্থিত- মিসরে।
  • বিশ্বের বৃহত্তম মরুভূমি— সাহারা মরুভূমি।
  • ‘Glimpses of World History’ বইয়ের লেখক- জওহরলাল নেহেরু।
  • কনফুসিয়াস ছিলেন— চীনের দার্শনিক।
  • Wings of Fire গ্রন্থের রচয়িতা- এ পি জে আব্দুল কালাম।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম-সিনেট।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • হিরােশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বােমার নাম- লিটল বয়।
  • ‘ডােকলাম’ ত্রিমুখী সীমান্তটি সংযুক্ত করেছে- চীন, ভারত ও ভুটানকে।
  • যে সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারী আদালত প্রতিষ্ঠিত হয়েছিল- রােম সনদ (১৯৯৮)।
  • ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম- স্ট্যাচু অব ইউনিটি।
  • ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত পাইপ লাইনটি যে অঞ্চলকে সংযুক্ত করবে- শিলিগুড়ি ও পার্বতীপুর।
  • মিয়ানমার থেকে বাংলাদেশে প্রথম রােহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে- ১৯৭৮ সালে।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button