আন্তর্জাতিক বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

University Admission Preparation International Affairs Part-01

  • বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক।
  • বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ- সিরিয়া।
  • ২০১৯ সালে বৈশ্বিক শাস্তিসূচকে শীর্ষ দেশ- আইসল্যান্ড।
  • বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
  • ২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- পাকিস্তানে।
  • অস্ট্রিয়ার প্রথম নারী চ্যান্সেলর- ব্রিজিত বিয়েরলিন।
  • জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ- মােনাকো।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • ইউরােপের প্রথম ইকো মসজিদ নির্মিত হয়- যুক্তরাজ্যে।
  • দ্বাদশ ICC বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন – ইংল্যান্ড।
  • গ্রিনপিস একটি- পরিবেশবাদী সংগঠন।
  • ILO’র সদর দপ্তর অবস্থিত- জেনেভায়।
  • প্রতিবছর বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে—UNCTAD।
  • SDGs বাস্তবায়নের সময়সীমা- ২০৩০ সাল পর্যন্ত।
  • ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত—ব্রাসেলস, বেলজিয়াম।
  • রেডক্রস-এর প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট।
  • মানবাধিকার যে ধরনের অধিকার—প্রাকৃতিক।
  • জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর।
  • বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন ডিসি; যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • জাপানের সবচেয়ে বড় দ্বীপ— হন।
  • পক প্রণালী পৃথক করেছে—ভারত-শ্রীলংকাকে।
  • পানামা খাল যুক্ত করেছে– আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
  • ব্ল্যাক মানডে যার সাথে সম্পর্কিত- স্টক মার্কেট।
  • পাের্ট সৈয়দ বন্দরটি অবস্থিত- মিসরে।
  • বিশ্বের বৃহত্তম মরুভূমি— সাহারা মরুভূমি।
  • ‘Glimpses of World History’ বইয়ের লেখক- জওহরলাল নেহেরু।
  • কনফুসিয়াস ছিলেন— চীনের দার্শনিক।
  • Wings of Fire গ্রন্থের রচয়িতা- এ পি জে আব্দুল কালাম।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম-সিনেট।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • হিরােশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বােমার নাম- লিটল বয়।
  • ‘ডােকলাম’ ত্রিমুখী সীমান্তটি সংযুক্ত করেছে- চীন, ভারত ও ভুটানকে।
  • যে সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারী আদালত প্রতিষ্ঠিত হয়েছিল- রােম সনদ (১৯৯৮)।
  • ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম- স্ট্যাচু অব ইউনিটি।
  • ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত পাইপ লাইনটি যে অঞ্চলকে সংযুক্ত করবে- শিলিগুড়ি ও পার্বতীপুর।
  • মিয়ানমার থেকে বাংলাদেশে প্রথম রােহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে- ১৯৭৮ সালে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button