আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা ভাষা ও সাহিত্যবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য 

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন : মনসামঙ্গল কাব্যের আদি কবি
উত্তর : কানা হরিদত্ত।

প্রশ্ন : বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা
উত্তর : চঞ্জদাস।

প্রশ্ন : মালাধর বসু অনূদিত ভাগবতের নাম
উত্তর : শ্রীকৃষ্ণবিজয়।

প্রশ্ন : ব্রজবুলি ভাষা হলাে একটি
উত্তর : কৃত্রিম ভাষা (বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে)।

প্রশ্ন : মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেছেন
উত্তর : শেখ ফয়জুল্লাহ।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : চর্যাপদ আবিষ্কৃত হয়
উত্তর : নেপালের রাজদরবার থেকে, ১৯০৭ সালে।

প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদে পদ রয়েছে
উত্তর : ৫০টি।

প্রশ্ন : ড. সুকুমার সেনের মতে, চর্যাপদে পদ রয়েছে
উত্তর : ৫১টি।

প্রশ্ন : শূন্যপুরাণ’ কাব্যের রচয়িতা
উত্তর : রামাই পণ্ডিত।

প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের উল্লেখযােগ্য চরিত্র
উত্তর : কৃষ্ণ, রাধা, বড়াই।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮০০ সালে।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস
উত্তর : কল্পতরু; ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ গ্রন্থের লেখক
উত্তর : মেজর মােহাম্মদ আব্দুল জলিল।

প্রশ্ন : আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বৃত্রসংহার’ মহাকাব্যের রচয়িতা
উত্তর : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : A Pair of Sandal
উত্তর : রােহিঙ্গাদের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা জসীম আহমেদ)।

প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম-মৃত্যু সাল
উত্তর : ১৮৭৬-১৯৩৮।

প্রশ্ন : ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির ‘ রচয়িতা
উত্তর : এম. আর. আখতার মুকুল।

প্রশ্ন : ‘জোহরা’, ইব্রাহিম কার্দি চরিত্র দুটি
উত্তর : মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের।

প্রশ্ন : ‘আনন্দমঠ উপন্যাসটি যে প্রেক্ষিতে রচিত
উত্তর : ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে।

প্রশ্ন : ‘দেয়াল’ যে প্রেক্ষিতে রচিত উপন্যাস
উত্তর : মুক্তিযুদ্ধভিত্তিক।

প্রশ্ন : মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ চরণটির রচয়িতা
উত্তর : মীর মশাররফ হােসেন।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক
উত্তর : সৈয়দ আলী আহসান।

প্রশ্ন : বাংলা ভাষাবিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান
উত্তর : বাংলা একাডেমি।

প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সাময়িকী
উত্তর : দিগদর্শন; ১৮১৮।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা যে প্রকৃতির উপন্যাস
উত্তর : রােমান্সমূলক।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলা ভাষার প্রথম আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন
উত্তর : দীনবন্ধু মিত্র।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য
উত্তর : লিপিমালা (১৮০২); রচয়িতা রামরাম বসু।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যের নামকরণ করে যেতে পারেননি
উত্তর : শেষলেখা।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যটি উৎসর্গ করেছিলেন
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যে গতিতন্ত্রে প্রকাশ ঘটেছে
উত্তর : বলাকা।

এমসিকিউ পর্ব

১. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
ক) পিপীলিকা, নির্নিমেষ
খ) পিপিলিকা, নির্নিমেস
গ) পিপীলিকা, নিৰ্ণিমেষ
ঘ) পিপিলিকা, নির্নিমেশ

২. কোনটি শুদ্ধ বাক্য?
ক) এ কথা প্রমান হয়েছে
খ) এ কথা প্রমাণ হয়েছে
গ) এ কথা প্রমানিত হয়েছে
ঘ) এ কথা প্রমাণিত হয়েছে

৩. সমার্থক শব্দগুই সনাক্ত করুন
ক) দীর্ঘিকা, নদী, প্রণালী
খ) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
গ) গাঙ, তটিনী, অর্ণব
ঘ) স্রোতস্বিনী, নিঝরিণী, সিন্ধু

৪. ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নির্ভয়
খ) বিস্ময়
গ) প্রত্যয়
ঘ) দ্বিধা

৫. ‘Autonomous’ শব্দের অর্থ
ক) স্বাক্ষর
খ) স্বায়ত্তশাসিত
গ) সত্যায়িত
ঘ) সংশােধিত

৬. নিচের কোনটি যােগরূঢ় শব্দ?
ক) মহাযাত্রা
খ) বাঁশি
গ) প্রবীণ
ঘ) সন্দেশ

৭. সমাসনিম্পন্ন পদকে কী বলে?
ক) সমস্যমান পদ
খ) সমস্ত পদ
গ) ব্যাসবাক্য
ঘ) উত্তর পদ

৮. ‘সৃষ্টি’-এর প্রকৃতি প্রত্যয়
ক) সৃষ + টি
খ) সৃশ + তি
গ) সৃজ + তি
ঘ) শ্রী + টি

৯. যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।’ -এটি কোন জাতীয় বাক্য?
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মৌলিক বাক্য
ঘ) মিশ্র বাক্য

১০. মধ্যযুগের প্রথম কবি কে?
ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) দৌলত কাজী
ঘ) বড় চন্ডিদাস

১১. শাহনামা’ বাংলায় অনুবাদ করেন
ক) এয়াকুব আলী চৌধুরী
খ) মােজাম্মেল হক
গ) সৈয়দ এমদাদ আলী
ঘ) বীরবল

১২. ‘শেষের কবিতা’ বইটি কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) মহাকাব্য

১৩. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক) রাজবন্দীর জবানবন্দী
খ) ব্যথার দান
গ) অগ্নিবীণা
ঘ) নবযুগ

১৪. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
ক) যাত্রাদল
খ) মৌরিফুল
গ) মেঘমাল্লার
ঘ) আরণ্যক

১৫. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’—কার লেখা?
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) কামিনী রায়
ঘ) যতীন্দ্রমােহন বাগচী

১৬. ‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলাে
ক) সিপাহী বিদ্রোহ
খ) ৫২ এর ভাষা আন্দোলন
গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ঘ) ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

১৭. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক) গােবিন্দ দাস
খ) কায়কোবাদ
গ) কাহ্নপা
ঘ) ভুসুকুপা

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button