পিডিএফ ডাউনলোডবাংলাদেশ বিষয়াবলী

Primary teacher exam general knowledge Bangladesh affairs

Primary teacher exam general knowledge Bangladesh affairs

Primary teacher exam general knowledge Bangladesh affairs

Primary teacher exam general knowledge Bangladesh affairs

Primary teacher exam general knowledge Bangladesh affairs

প্রশ্ন : বাঙালি জাতি গড়ে উঠেছে
উত্তর : অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।

প্রশ্ন : বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল
উত্তর : বঙ্গ।

প্রশ্ন : বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশােধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়
উত্তর : দ্বাদশ।

প্রশ্ন : পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর : ২ ডিসেম্বর ১৯৯৭।

প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ছিলেন
উত্তর : মুহিতুল ইসলাম।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে
উত্তর : ১৫৩টি।

প্রশ্ন : বাংলাদেশের যে শিল্পী ‘পটুয়া’ নামে পরিচিত
উত্তর : কামরুল হাসান।

প্রশ্ন : সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন
উত্তর : পদার্থবিদ।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বঙ্গবন্ধুর জীবন লিপিবদ্ধ রয়েছে
উত্তর : ১৯৫৪ সাল পর্যন্ত।

প্রশ্ন : বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল
উত্তর : বর্ধমান হাউজ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ অবস্থিত
উত্তর : রংপুর সেনানিবাসে।

প্রশ্ন : বাংলাদেশের যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে
উত্তর : রাঙামাটি।

প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল
উত্তর : ৮ ফাল্গুন ১৩৫৮।

প্রশ্ন : পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট গঠিত হয়
উত্তর : ১৯৫৩ সালে।

প্রশ্ন : বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম
উত্তর : বানৌজা পদ্মা।

প্রশ্ন : বাংলাদেশ ওশানােগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত
উত্তর : রামু, কক্সবাজার।

প্রশ্ন : প্রাচীন প্রন্ড্রবর্ধন অবস্থিত
উত্তর : মহাস্থানগড়।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন : জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা
উত্তর : ৭টি।

প্রশ্ন : গােলআলু বাংলাদেশে আনা হয়
উত্তর : ইউরােপের হল্যান্ড থেকে।

প্রশ্ন : সূর্য কন্যা বলা হয়
উত্তর : তুলা গাছকে।

প্রশ্ন : বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি
উত্তর : সুন্দরবন।

প্রশ্ন : ‘গারাে’ জাতিসত্তার পরিবার কাঠামাে
উত্তর : মাতৃতান্ত্রিক।

প্রশ্ন : শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : Stop Genocide প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন
উত্তর : জহির রায়হান।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইকোপার্কটি অবস্থিত
উত্তর : সীতাকুণ্ড, চট্টগ্রাম।

প্রশ্ন : বাংলাদেশ বিমানের প্রতীক
উত্তর : বলাকা।

প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়
উত্তর : হুন শক্তির দ্বারা।

প্রশ্ন : সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন
উত্তর : ইলিয়াস শাহ।

প্রশ্ন : সতীদাহ প্রথা বিলোপ করেন
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিং।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়
উত্তর : ওমান।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয়
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।

প্রশ্ন : মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ
উত্তর : শাল।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা
উত্তর : যমুনা সার কারখানা, জামালপুর।

প্রশ্ন : বাংলাদেশের পাহাড়শ্রেণি যে ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ
উত্তর : টারশিয়ারী যুগের।

প্রশ্ন : United Nations Public Service Award 2020 লাভ করে বাংলাদেশের যে মন্ত্রণালয়
উত্তর : ভূমি মন্ত্রণালয়।

প্রশ্ন : DNA ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধানু কার্যালয় অবস্থিত
উত্তর : ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে
উত্তর : ৫৪টি।

প্রশ্ন : তিস্তা বাধ বাংলাদেশের যে জেলায় অবস্থিত
উত্তর : লালমনিরহাট।

প্রশ্ন : ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়
উত্তর : ১৮৫৭ সালে।

প্রশ্ন : জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার অবস্থিত
উত্তর : কালিয়াকৈর, গাজীপুর।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button