আন্তর্জাতিক বিষয়াবলীপ্রাথমিক শিক্ষক

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি ১ম পর্ব

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি ১ম পর্ব

  • অভিন্ন ইউরােপে যােগদানের লক্ষ্যে দু’বার গণভােটের আয়ােজন করেছিল- ডেনমার্ক।
  • ‘পাের্ট অব স্পেন’ অবস্থিত- ত্রিনিদাদ ও টোবাগাের রাজধানী।
  • আলেকজান্দ্রিয়া শহরটি যে সমুদ্রের তটে অবস্থিত ভূমধ্যসাগর।
  • ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮-এ অংশ নিয়েছিল- ৩২টি দেশ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯।
  • বিশ্বে যে শহরে প্রথম সেলফোন চালু হয়- শিকাগাে; যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ- ৩০ দিন।
  • ডােকলাম উপত্যকা যে দেশের সাথে সংযুক্ত ভারত-ভুটান-চীন।
  • বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এএফপি।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

  • মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল- ব্রিটেন।
  • নাসা (NASA) যে ধরনের প্রতিষ্ঠান মহাকাশ গবেষণা।
  • ব্রিটিশ রানি এলিজাবেথের সাংকেতিক নাম- লন্ডন ব্রিজ।
  • ডেমােক্রেসি মনুমেন্ট অবস্থিত ব্যাংকক, থাইল্যান্ড।
  • বিশ্বের নির্মাণাধীন সর্বোচ্চ ভবন ‘কিংডম টাওয়ার’ অবস্থিত জেদ্দা, সৌদি আরব (উচ্চতা ১০০০ মিটার)।
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে- যুক্তরাষ্ট্র, ১৪ মে ২০১৮।
  • বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের যােগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র লাভ করে ১৬ মার্চ ২০১৮।
  • সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী তামাদুর বিনতে ইউসেফ আল রামাহ।
  • ১ এপ্রিল ২০১৬ কমনওয়েলথ-এর প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- প্যাট্রিসিয়া জ্যানেট; স্কটল্যান্ড।
  • আরব লীগের অষ্টম মহাসচিব আহমেদ আকুল ঘেইত।
  • অ্যাবেল পুরস্কার ২০১৮ লাভ করেন- রবার্ট ল্যাংল্যান্ড, যুক্তরাষ্ট্র।
  • বিশ্বের যে দেশে সর্বাধিক সংখ্যক বাঘ রয়েছে- ভারত (২,২২৬টি)।
  • চেক প্রজাতন্ত্রের নতুন ডাকনাম- চেকিয়া (Czechia)।
  • ‘ডুয়িং বিজনেস ২০১৮’ প্রতিবেদনে শীর্ষ দেশ নিউজিল্যান্ড।
  • বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম- Hong Kang Zhuhai-Macau Bridge (HKZMB)

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button