প্রাথমিক শিক্ষকবাংলাদেশ বিষয়াবলী
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি ১ম পর্ব

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি ১ম পর্ব
- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন।
- বাংলাদেশে স্থানীয় শাসনব্যবস্থার প্রবর্তন করেন- লর্ড কার্জন।
- আগরতলা ভারতের যে রাজ্যের রাজধানী- ত্রিপুরা।
- শেখ হাসিনা ধরলা সেতু যে দুটি জেলাকে সংযুক্ত করেছে- কুড়িগ্রাম-লালমনিরহাট।
- বাংলাদেশে রেশম উৎপাদিত হয় যে জেলায়- রাজশাহী।
- যে মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন- মুহাম্মদ-বিন-কাশিম।
- প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান- কুমিল্লা ও নােয়াখালী।
- রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়—১৯৪৭ সালে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের যে স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন- শান্তি নিকেতনে।
- বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
- পদ্মা সেতুর ১ম স্প্যান বসানাে হয়- ৩০ সেপ্টেম্বর ২০১৭।
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ- সেনেগাল।
- মুক্তিযুদ্ধকালীন ফোর্স ছিল— তিনটি (কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স)।
- কর্ণফুলী নদীর উৎস ভারতের যে রাজ্যে- মিজোরাম।
- বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি- পােশাক।
- দেশের সবচেয়ে বড় নদীবন্দর- নারায়ণগঞ্জ।
- বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয়- ১ ডিসেম্বর।
- বিধবা বিবাহ আইন প্রচলনে অবদান ছিল- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
- ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ গানটি লিখেছেন- গােবিন্দ হালদার।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত বায়ান্নর দিনগুলাে তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন- মহিউদ্দিন আহমদ।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা- 1200 MW।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬,১৫০ মিটার।
- প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন- মােহাম্মদ পনির হােসেন।
- বিহঙ্গ দ্বীপ অবস্থিত- পাথরঘাটা; বরগুনা।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ অনুমােদিত হয়- ৪ সেপ্টেম্বর ২০১৮।
এই বিভাগ থেকে আরো পড়ুন :
- প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য তথ্য ও প্রযুক্তি থেকে কিছু প্রশ্নোত্তর
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ১ম পর্ব
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ইংরেজি ১ম পর্ব