প্রাথমিক শিক্ষকবাংলা ভাষা ও সাহিত্য
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ১ম পর্ব

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ১ম পর্ব
- বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়- ১৯০৭ সালে।
- বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ যে ছন্দে রচিত- মাত্রাবৃত্ত।
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কার করেন- বসন্তরঞ্জন রায়।
- ‘বেহুলা-লখিন্দর’-এর কাহিনি পাওয়া যায় যে মঙ্গলকাব্যে- মনসামঙ্গল।
- বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় যে পত্রিকার মাধ্যমে- সংবাদ প্রভাকর।
- ‘মুখরা রমণী বশীকরণ’ অনূদিত নাটকের রচয়িতা- মুনীর চৌধুরী।
- নাটকের অপর নাম- দৃশ্যকাব্য।
- বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য- রামরাম বসুর ‘লিপিমালা’ (১৮০২)।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবধ কাব্য (১৮৬১)।
- ‘পেশােয়ার থেকে তাসখন্দ ভ্রমণকাহিনির রচয়িতা- শহীদুল্লা কায়সার।
- ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়।’- পঙক্তিটির রচয়িতা- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
- রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন- ১৯১৫ সালে।
- কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা- তিনটি (বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা)।
- ‘রতন’ চরিত্রটি যে ছােটগল্পের অন্তর্গত- পােস্টমাস্টার।
- ‘সাঝের মায়া’ কাব্যটির রচয়িতা- সুফিয়া কামাল।
- আলাউদ্দিন আল আজাদের ‘ক্ষুধা ও আশা’ যে জাতীয় গ্রন্থ- উপন্যাস।
- প্র, পরা, অপ এগুলাে- সংস্কৃত উপসর্গ।
- ‘মার্জার’ এর সমার্থক শব্দ- বিড়াল।
- ‘গবেষণা” এর সন্ধি বিচ্ছেদ- গাে + এষণা।
- ‘ইদানীংকাল’ শব্দে ‘কাল’ যােগ করা- অপপ্রয়ােগ।
- Above par-এর পারিভাষিক শব্দ- অধিমূল্য।
- চা, লিচু, সাম্পান যে ভাষার শব্দ- চীনা।
- হ্ণ ও হ্ন যুক্তবর্ণদ্বয়কে আলাদা করলে হয়- হ্+ণ ও হ্+ন।
- ‘তারা ধনী কিন্তু কৃপণ’ বাক্যটি- যৌগিক বাক্য।
- ‘রােগ’ শব্দটির বিশেষণ পদ- রুগ্ন ।
- ‘বাহাদুর + ই = বাহাদুরি’ প্রত্যয়টি- বাংলা তদ্ধিত প্রত্যয়।
- ‘বৃহস্পতি’ এর সন্ধি বিচ্ছেদ- বৃহৎ+পতি।
- ‘ফুলকুমারী’ সমাসের ব্যাসবাক্য- কুমারী ফুলের ন্যায়।
- ‘পলান্ন = পূল (মাংস) মিশ্রিত অন্ন’ যে সমাস- মধ্যপদলােপী কর্মধারয়।।
- ইন্দ্রকে জয় করেছে যে এককথায়- ইন্দ্রজিৎ।
- ‘আঠারাে মাসে বছর’ বাগধারাটির অর্থ- দীর্ঘসূত্রিতা।
- টা, টি, খানা ইত্যাদি হলাে- পদাশ্রিত নির্দেশক।
- Annexe শব্দের বাংলা পরিভাষা- ক্রোড়পত্র।
- ‘মুক্তি’ শব্দের বিপরীত শব্দ- বন্ধন।
- ‘মাগো ভাবনা কেন’ গানটির গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার।
- ‘গাছ হতে ফলটি পড়ল’-এর কারক ও বিভক্তি- অপাদানে ৫মী।
- ‘রহিম ধােপাকে কাপড় ধুতে দিল’ যে কারক- কর্মকারক।
- ‘প্রিয়ংবদা’ শব্দটি যে সমাস- উপপদ তৎপুরুষ।
- He is out of luck-এর অর্থ- তার পােড়া কপাল।
এই বিভাগ থেকে আরো পড়ুন :
শেয়ার করুন