প্রাথমিক শিক্ষকবাংলা ভাষা ও সাহিত্য

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ১ম পর্ব

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি বাংলা ১ম পর্ব

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়- ১৯০৭ সালে।

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ যে ছন্দে রচিত- মাত্রাবৃত্ত।

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কার করেন- বসন্তরঞ্জন রায়।

‘বেহুলা-লখিন্দর’-এর কাহিনি পাওয়া যায় যে মঙ্গলকাব্যে- মনসামঙ্গল।

বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় যে পত্রিকার মাধ্যমে- সংবাদ প্রভাকর।

‘মুখরা রমণী বশীকরণ’ অনূদিত নাটকের রচয়িতা- মুনীর চৌধুরী।

নাটকের অপর নাম- দৃশ্যকাব্য।

বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য- রামরাম বসুর ‘লিপিমালা’ (১৮০২)।

বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবধ কাব্য (১৮৬১)।

‘পেশােয়ার থেকে তাসখন্দ ভ্রমণকাহিনির রচয়িতা- শহীদুল্লা কায়সার।

‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়।’- পঙক্তিটির রচয়িতা- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন- ১৯১৫ সালে।

কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা- তিনটি (বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা)।

‘রতন’ চরিত্রটি যে ছােটগল্পের অন্তর্গত- পােস্টমাস্টার।

‘সাঝের মায়া’ কাব্যটির রচয়িতা- সুফিয়া কামাল।

আলাউদ্দিন আল আজাদের ‘ক্ষুধা ও আশা’ যে জাতীয় গ্রন্থ- উপন্যাস।

প্র, পরা, অপ এগুলাে- সংস্কৃত উপসর্গ।

‘মার্জার’ এর সমার্থক শব্দ- বিড়াল।

‘গবেষণা” এর সন্ধি বিচ্ছেদ- গাে + এষণা।

‘ইদানীংকাল’ শব্দে ‘কাল’ যােগ করা- অপপ্রয়ােগ।

Above par-এর পারিভাষিক শব্দ- অধিমূল্য।

চা, লিচু, সাম্পান যে ভাষার শব্দ- চীনা।

হ্ণ ও হ্ন যুক্তবর্ণদ্বয়কে আলাদা করলে হয়- হ্+ণ ও হ্+ন।

‘তারা ধনী কিন্তু কৃপণ’ বাক্যটি- যৌগিক বাক্য।

‘রােগ’ শব্দটির বিশেষণ পদ- রুগ্ন ।

‘বাহাদুর + ই = বাহাদুরি’ প্রত্যয়টি- বাংলা তদ্ধিত প্রত্যয়।

‘বৃহস্পতি’ এর সন্ধি বিচ্ছেদ- বৃহৎ+পতি।

‘ফুলকুমারী’ সমাসের ব্যাসবাক্য- কুমারী ফুলের ন্যায়।

‘পলান্ন = পূল (মাংস) মিশ্রিত অন্ন’ যে সমাস- মধ্যপদলােপী কর্মধারয়।।

ইন্দ্রকে জয় করেছে যে এককথায়- ইন্দ্রজিৎ।

‘আঠারাে মাসে বছর’ বাগধারাটির অর্থ- দীর্ঘসূত্রিতা।

টা, টি, খানা ইত্যাদি হলাে- পদাশ্রিত নির্দেশক।

Annexe শব্দের বাংলা পরিভাষা- ক্রোড়পত্র।

‘মুক্তি’ শব্দের বিপরীত শব্দ- বন্ধন।

‘মাগো ভাবনা কেন’ গানটির গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার।

গাছ হতে ফলটি পড়ল’-এর কারক ও বিভক্তি- অপাদানে ৫মী।

‘রহিম ধােপাকে কাপড় ধুতে দিল’ যে কারক- কর্মকারক।

‘প্রিয়ংবদা’ শব্দটি যে সমাস- উপপদ তৎপুরুষ।

He is out of luck-এর অর্থ- তার পােড়া কপাল।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য তথ্য ও প্রযুক্তি থেকে কিছু প্রশ্নোত্তর

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button