টুকরো সংবাদ

Detailed Area Plan (DAP)-এর অনুমােদন

ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা Detailed Area Plan (DAP)-এর অনুমােদন দেয় সরকার। ২৩ আগস্ট ২০২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে নতুন ড্যাপের অনুমােদন দেওয়ার ফলে ২০১০ সালে পাস হওয়া পুরােনাে অঞ্চল পরিকল্পনা বাতিল হয়।

নতুন DAP’র খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়। এতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঢাকার দুই সিটি কর্পোরেশন, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আংশিক (১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল) এলাকায় ভবন নির্মাণে সর্বোচ্চ ৮ তলা পর্যন্ত উচ্চতার বিধিনিষেধের কথা বলা হয়।

উল্লেখযােগ্য যা কিছু

  • DAP কার্যকর থাকবে ২০৫ সাল পর্যন্ত ঘনের উচ্চতা নির্ধারিত হবে সংশ্লিষ্ট এলাকার নাগরিক সুবিধা ও সড়কের প্রশস্ততা অনুযায়ী।
  • ঢাকা উদ্যান হাউজিং ও এর আশপাশের এলাকা আবাসিক ঘােষণা।
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৫টি বৃহৎ আঞ্চলিক পার্ক, ৫৫টি জলকেন্দ্রিক পার্ক, ২৬টি পার্ক (ইকোপার্কসহ) নির্মাণ করা হবে।
  • জলপথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৫৭৪ কিলােমিটার নৌপথের উন্নয়ন।
  • রাজউকের আওতাধীন এলাকাকে ৬টি প্রধান অঞ্চল ও ৭৫টি উপ-অঞ্চলে ভাগ করা হয়
  • কোনাে জমিকে কৃষি বা জলাভূমি হিসেবে চিহ্নিত করলে সেই জমির অন্য কোনাে কাজে ব্যবহারের সুযােগ নেই।

আরো পড়ুন

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button