
Current World January 2020 কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে।
প্রশ্ন : বিমান বাংলাদেশের বহরে যুক্ত হওয়া নতুন দুটি ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : ‘সােনার তরি’ ও ‘অচিন পাখি।
প্রশ্ন : বিমান বাংলাদেশের বহরে মােট বােয়িং বিমান রয়েছে কতটি?
উত্তর : ১২টি।
প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
উত্তর : খুলনা।
প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত?
উত্তর : হবিগঞ্জ, সিলেট।
প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর : ২০২১-২০২৫।
প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী?
উত্তর : দেশের অভ্যন্তরে আয়বৈষম্য কমানাে।
প্রশ্ন : BRAC-এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Rehabilitation Assistance Committee.
প্রশ্ন : বর্তমানে BRAC পৃথিবীর কতটি দেশে তাদের কর্মকান্ড সম্পাদনা করে?
উত্তর : ১১টি।
আরো পড়ুন : কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন : NSDA(National Skill Development Authority-জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে?
উত্তর : ২৬ আগস্ট, ২০১৪।
প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রশ্ন : বিদেশে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে কতটি?
উত্তর : ২টি। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড।
প্রশ্ন : ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমােক্রেসি অ্যাক্ট’ কী?
উত্তর : হংকংয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক চালুকৃত একটি আইন (২৪’ডিসেম্বর চালু)।
প্রশ্ন : সিভিএফ (CVF)-এর পূর্ণরূপ কী?
উত্তর : Climate Vulnerable Forum
প্রশ্ন : সিভিএফের (CVF) বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : হিলডা হাইন।
প্রশ্ন : মার্কিন সাময়িকী ‘টাইমস বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৯’ কে?
উত্তর : গ্রেটা থানবার্গ।
প্রশ্ন : ভারতের বহুল আলােচিত নাগরিকত্ব সংশােধনী বিলের’ মূল কথা কী?
উত্তর : বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে ভারতে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন ও পারসি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদান।
প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের পূর্বে মার্কিন ইতিহাসে অভিশংসিত দুইজন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : ‘উইঘুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট’ কোন দেশ কর্তৃক উত্থাপিত (৩ ডিসেম্বর, ২০১৯) বিল?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : কোন পাচটি দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে কুয়ালালামপুর সামিট২০১৯’ অনুষ্ঠিত হয়?
উত্তর : ইরান, মালয়েশিয়া, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া।
প্রশ্ন : ‘Power of Siberia ?
উত্তর : চীন ও রাশিয়ার মধ্যে চালুকৃত বিশ্বের সবচেয়ে দীর্ঘ গ্যাস পাইপলাইন।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র-প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে কবে?
উত্তর : ৪ নভেম্বর, ২০২০।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর : ৩ নভেম্বর, ২০২০।
প্রশ্ন : লুভি গ্লোবাল ডিপ্লোমেটিক ইনডেক্স অনুসারে, বর্তমানে (ডিসেম্বর, ২০১৯) পৃথিবীর কোন দেশটির বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর : চীন। দূতাবাস- ৯৬টি, কূটনীতিবিদ-২৭৬ জন।
প্রশ্ন : ফিফার সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৮৭তম।
প্রশ্ন : ২০১৯ এস-এ গেমসে বাংলাদেশের অর্জন কী কী?
উত্তর : ১৯টি স্বর্ণপদক, ৩২টি রৌপ্য পদক ও ৮৭টি তাম্রপদক।
প্রশ্ন : ২০১৯ এস-এ গেমসে শীর্ষ পদক প্রাপ্ত দেশ কোনটি?
উত্তর : ভারত, ৩১২। (১৭৪ সােনা, | ৯৩ রূপা, ৪৫ তামা)।
প্রশ্ন : সম্প্রতি ওয়ার্ল্ড অ্যান্টি ডােপিং এজেন্সি সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযােগিতা থেকে ৪ বছরের নিষেধাজ্ঞা আরােপ করে কোন দেশটির উপর?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : বাংলাদেশের ফিফা স্বীকৃত একমাত্র আন্তর্জাতিক নারী ফুটবল রেফারির নাম কী?
উত্তর : জয়া চাকমা।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বৈশ্বিক নীতিনির্ধারক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : বাহরাইন ভিত্তিক অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন’ (AAOIFI)।
প্রশ্ন : কপ সম্মেলন আরাে কী নামে পরিচিত?
উত্তর : কিয়ােটো সম্মেলন ও প্যারিস জলবায়ু চুক্তি সম্মেলন।
প্রশ্ন : জাতিসংঘের দুর্নীতিবিরােধী সনদকে কী বলা হয়?
উত্তর : UNCAC (United Nations Convention Against Corruption).
প্রশ্ন : ভােক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : বিকাশ।
প্রশ্ন : বাণিজ্যিকভাবে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে আইবিএম। এর নাম কী?
উত্তর : আইবিএম কিউ সিস্টেম ওয়ান।
প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত ক্ষীরসাপাত আম কোন জেলার?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন : রােহিঙ্গাদের নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড পান রােহিঙ্গা বংশােদ্ভূত কোন বাংলাদেশি?
উত্তর : রাজিয়া সুলতানা।
প্রশ্ন : ২০১৯ দেশের প্রথম সাপের বিষের ডাটাবেজ তৈরি করেন কে?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স – ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু রেজা।
প্রশ্ন : ২০১৯ সাহিত্যে স্বাধীনতা পদক পান কে?
উত্তর : হাসান আজিজুল হক।
প্রশ্ন : ২০১৯-এ চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পান কে?
উত্তর : ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম।
প্রশ্ন : নিউজিল্যান্ডের কোন দুটি মসজিদে ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় হামলার শিকার হয়?
উত্তর : আল নুর, লিউড মসজিদ।
প্রশ্ন : ‘রেইওয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : শৃঙ্খলা ও ঐক্য’।
প্রশ্ন : নটরডেম ক্যাথেড্রল’ চার্চ কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিসের সেইন নদীর লেদেলা সাইট নামক দ্বীপে।
প্রশ্ন : দ্য স্টেট অব গ্লোবাল এয়ার- ২০১৯ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : পঞ্চম।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : বাংলাদেশে মােট চা-বাগান রয়েছে কতটি?
উত্তর : ১৬৭টি। (এপ্রিল, ২০১৯)
প্রশ্ন : পিটিপি (PTP) চুক্তি বলতে কী বােঝায়?
উত্তর : ডব্লিউটিওর পেপারলেস ট্রেড পলিসিকে বলা হয় (PT2) চুক্তি।
প্রশ্ন : হাসান আল বলখিয়া কোন দেশের সুলতানের নাম?
উত্তর : ব্রুনাই।
প্রশ্ন : কোন দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র?
উত্তর : ইরানের রেভ্যুলেশনারি গার্ড।
প্রশ্ন : প্রথমবারের মতাে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখ?
উত্তর : ২৪ এপ্রিল, ২০১৯।
প্রশ্ন : কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : ভাদিভােস্তাকে (রাশিয়া)
প্রশ্ন : বাংলাদেশের হাইকোর্ট, আপিল বিভাগ ও জেলা জজ হিসেবে প্রথম নারী ব্যক্তিত্বের নাম কী?
উত্তর : নাজমুন আরা সুলতানা।
প্রশ্ন : বাসনভিত্তিক অনলাইন ওয়েবসাইট নোপর্ক এর ‘উইমেন্স লিভেবিলিটি ইনডেক্স ২০১৯’ প্রতিবেদনের তথ্য অনুসারে বর্তমান বিশ্বে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি?
উত্তর : নরওয়ে (মে, ২০১৯)।
প্রশ্ন : দেশের প্রথম ডিটিএইচ সেবা প্রদানকারী সংস্থার নাম কী?
উত্তর : বেক্সিমকো বাংলাদেশ।
প্রশ্ন : দেশের কোস্টগার্ড বাহিনীর একমাত্র প্রশিক্ষণকেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : কুয়াকাটা, পটুয়াখালী।
প্রশ্ন : উজডেন বর্ষসেরা ক্রিকেটার ২০১৮’ কে?
উত্তর : বিরাট কোহলি।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের জরুরি সেবার হটলাইন নম্বর কত?
উত্তর : ১৬২৩৬।
প্রশ্ন : বাংলাদেশ বন বিভাগের জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?
উত্তর : ১১৪টি (মে, ২০১৯)।
প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরের বাজেটের স্লোগান কী?
উত্তর : সমৃদ্ধির সােপানে বাংলাদেশ, সময় এখন আমাদের।
প্রশ্ন : ঢাকা টু বেনাপােল সরাসরি বিরতীহীন যে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে তার নাম কী?
উত্তর : বেনাপােল এক্সপ্রেস।
প্রশ্ন : বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কী?
উত্তর : টি-শার্ট।
প্রশ্ন : বিশ্বে অ্যাকুয়াকালচার পদ্ধতিতে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : পঞ্চম।
প্রশ্ন : একক দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ১৫তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : রিয়াদ, সৌদি-আরব (২০২০ সাল)।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে এক আসরে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রান অর্জনকারী খেলােয়াড় কে?
উত্তর : সাকিব আল হাসান (৬০৬ রান)।
প্রশ্ন : সংবিধানের কোন ধারা বাতিলের মাধ্যমে ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে?
উত্তর : ৩৭০ ও ৩৫ (ক)।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : ভারতের গণতন্ত্রীয় রাজনীতির ইতিহাসে কালাে-সােমবার হিসেবে খ্যাত কোন দিনটি?
উত্তর : ৫ আগস্ট, ২০১৯।
প্রশ্ন : ৩৭০ ধারার মূল কথা কী?
উত্তর : প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যােগাযােগ ছাড়া অন্য কোনাে বিষয়ে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকবে না।
প্রশ্ন : রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্বে বিল উত্থাপন করেন কে?
উত্তর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রশ্ন : এশিয়ার নােবেলখ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার ২০১৯ প্রাপ্ত দুই সাংবাদিকের নাম কী?
উত্তর : কিম জংকির ও রবিশ কুমার।
প্রশ্ন : ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে কোথায়?
উত্তর : খুলনায়।
প্রশ্ন : এডিবির রিপাের্ট অনুযায়ী অর্থনীতিতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৩তম।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস’ উদৃবােধন করেন কবে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর, ২০১৯।
প্রশ্ন : ইকোনােমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিরাপদ নগরীর ইনডেক্স ২০১৯ রিপাের্ট অনুসারে চাকার অবস্থান কততম?
উত্তর : ৫৬তম (৬০ এর মধ্যে)।
প্রশ্ন : রেক্স’ সুবিধা বলতে কী বােঝায়?
উত্তর : ইইউর চালু করা একটি পদ্ধতি। যেখানে অনলাইনে যেকোনাে রপ্তানিকারক তার পণ্যের জিএসপি সনদ নিজেই ইস্যু করতে পারবে।
প্রশ্ন : জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ৬ সেপ্টেম্বর, ২০১৯।
প্রশ্ন : বিশ্বে প্রথমবারের মতাে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচী পালিত হয় কোথায়?
উত্তর : কেনিয়ায়।
প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যয় ঠেকানাের লক্ষ্যে ফ্রাইডেস-ফর-ফিউচার’ নামক আন্দোলনের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পুরস্কারপ্রাপ্ত কিশােরীর নাম কী?
উত্তর : গ্রেটা থানবার্গ।
প্রশ্ন : ড্রোন হামলার শিকার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শােধনাগার দুটির নাম কী?
উত্তর : আবকাইক ও খুরাইস।
প্রশ্ন : ইআইইউ কর্তৃক প্রকাশিত নিরাপদ নগরীর ইনডেক্স ২০১১’ শীর্ষক রিপাের্ট অনুযায়ী, বিশ্বে শীর্ষ নিরাপদ নগরী কোনটি?
উত্তর : জাপানের টোকিও।
প্রশ্ন : NRC এর পূর্ণরূপ কী?
উত্তর : “National Register of Citizens”.
প্রশ্ন : জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ’ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কারে ভূষিত করে?
উত্তর : চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়খ।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ অনূদিত হয়?
উত্তর : রুশ (রাশিয়ান ভাষা)।
প্রশ্ন : অসমাপ্ত আত্মজীবনী’ রুশ ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : রাশিয়ান অধ্যাপক ভি নমকিন’।
প্রশ্ন : বাংলা কত বঙ্গাব্দ থেকে আশ্বিন মাস ৩১ দিনে গণনা শুরু হয়েছে?
উত্তর : ১৪২৬(২০১৯)।
প্রশ্ন : ২০১৮ সালে সাহিত্যে নােবেল বিজয়ী সাহিত্যিকের নাম কী?
উত্তর : ওলগা তােকারচুক।
প্রশ্ন : পরমাণু অস্ত্র নিরােধ সংক্রান্ত চুক্তি “treaty on the prohibitation of Nuclear weapons”-4 usta পর্যন্ত মােট কতটি দেশ স্বাক্ষর করেছে?
উত্তর : ৩২টি।
প্রশ্ন : হাগিবিস’ শব্দের অর্থ কী?
উত্তর : ক্ষিপ্রতা। এটি তাগালগ যা ফিলিপিনিদের ভাষা-এর একটি শব্দ।
প্রশ্ন : ২০১৮-১৯ মৌসুমে ইউরােপিয়ান গােল্ডেন বুট’ প্রাপ্ত খেলােয়াড়ের নাম কী?
উত্তর : লিওনেল মেসি।
প্রশ্ন : দেশে বর্তমানে ট্যানারি পল্লি আছে কতটি?
উত্তর : ১টি, সাভারে।
প্রশ্ন : জাপানিজ-সোেসাইটি অব ইনহ্যারিটেড ম্যাটাবলিক ডিজঅর্ডারস কর্তৃক সেরা বিজ্ঞানী-২০১৯ নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি বংশােদ্ভূত তরুণ-
উত্তর : ডা. আরিফ হােসেন।
প্রশ্ন : সম্প্রতি বরিশাল হতে ভােলা পর্যন্ত যে সড়ক সেতু নির্মাণের ঘােষণা দেওয়া হয় তার দৈর্ঘ্য কত হবে?
উত্তর : প্রায় ১১ কিলােমিটার।
প্রশ্ন : বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্রের সংখ্যা কত?
উত্তর : ২৮টি
প্রশ্ন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮-এর নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোন দুটি?
উত্তর : ঢাকা অ্যাটাক (২০১৭), পুত্র (২০১৮)।
প্রশ্ন : ‘প্লানেটরি ইমারজেন্সি’ কী?
উত্তর : জলবায়ু সমস্যা মােকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সংসদে সর্বসম্মতভাবে পাশ হওয়া একটি প্রস্তাব।
প্রশ্ন : “World Craft City for Jamdani” স্বীকৃত কোন নগরী?
উত্তর : সােনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রশ্ন : ৩৫তম আসিয়ান সম্মেলন ২০১৯ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্যাংকক, থাইল্যান্ড।