
Current Affairs September 2020 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ কোথায় অবস্থিত?
উত্তর : হালিশহর, চট্টগ্রাম।
প্রশ্ন : দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ণ প্রকল্প কোনটি?
উত্তর : খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার।
প্রশ্ন : জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক কে?
উত্তর : তাসমিমা হােসেন, দৈনিক ইত্তেফাক।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা আলােকচিত্রী কে?
উত্তর : সাইদা খানম।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) কে?
উত্তর : অ্যাডভােকেট রেহানা খানম বিউটি।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (KEC), দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন : দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপাের্ট নির্মিত হবে কোথায়?
উত্তর : কাওলা, ঢাকা।
প্রশ্ন : DNA ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ঢাকা।
প্রশ্ন : দেশে লবণ পরিশােধিত হয় কতটি পদ্ধতিতে?
উত্তর : ৩টি ভ্যাকুয়াম ইভাপােরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি।
প্রশ্ন : বাংলাদেশের মােট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে?
উত্তর : প্রায় ১২%।
প্রশ্ন : কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘােষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে?
উত্তর : হালদা নদী।
প্রশ্ন :বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম?
উত্তর : ৬২.৫৮ গ্রাম।
প্রশ্ন : সমুদ্রসম্পদ রক্ষায় কোন দ্বীপকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘােষণা করা হয়েছে?
উত্তর : নিঝুম দ্বীপ।
রিপাের্ট-সমীক্ষায় বাংলাদেশ
প্রশ্ন : মাথাপিছু GDP কত?
উত্তর : ১,৯৭০ মার্কিন ডলার।
প্রশ্ন : GDP’র প্রবৃদ্ধির হার কত?
উত্তর : ৫.২৪%।
প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ২য়।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।
প্রশ্ন : ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।
আন্তর্জাতিক
প্রশ্ন : ২০২০ সালের OIC’র যুব রাজধানী কোন শহর?
উত্তর : ঢাকা; বাংলাদেশ।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন?
উত্তর : নিউজিল্যান্ড।
প্রশ্ন : লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে কবে?
উত্তর : ৪ আগস্ট ২০২০।
প্রশ্ন : ইসরাইলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে?
উত্তর : ইসমাইল খালেদি।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : ১৮ আগস্ট ২০২০ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মােহাম্মদের নতুন দলের নাম কী?
উত্তর : পার্টি পেজুয়াং তানাহ এয়ার। তবে এ দলকে সংক্ষেপে ‘পেজুয়াং’ বা ‘যােদ্ধা’ নামেই ডাকা হবে।
প্রশ্ন : রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : ৭ আগস্ট ২০২০ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : মনােজ সিনহা।
প্রশ্ন : ৬ আগস্ট ২০২০ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প চীনভিত্তিক কোন দুটি অ্যাপ নিষিদ্ধ করেন?
উত্তর : TikTok ও WeChat
প্রশ্ন : মােবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং – অ্যাপ WeChat’র উদ্ভাবক কে?
উত্তর : ঝাং জিয়ালং।
প্রশ্ন : আন্তর্জাতিক বাজারে সােনার দাম নির্ধারণ হয় কোন এককে?
উত্তর ; আউন্স হিসাবে। এক আউন্স সমান। 3 ৩১.১০৩ গ্রাম।
প্রশ্ন : কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে?
উত্তর : ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
প্রশ্ন : ১৮ আগস্ট ২০২০ কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে?
উত্তর : মালি।
প্রশ্ন : বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট করবিশিষ্ট স্থান কোনটি?
উত্তর : হংকং।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : Five Eyes (FVEY) কী?
উত্তর : অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গােয়েন্দা সহযােগিতা বিষয়ক জোট; গঠিত ১৪ আগস্ট ১৯৪১।
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : সিরাম ইনস্টিটিউট; পুনে, ভারত।
রিপাের্ট-সমীক্ষায় বিশ্ব
প্রশ্ন :২০২০ সালের বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি?
উত্তর :নাইজার।
প্রশ্ন : স্বর্ণ মজুদে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : বিশ্বে মােট বনভূমির আয়তন কত?
উত্তর : ৪.০৬ বিলিয়ন হেক্টর।
প্রশ্ন : বিশ্বে মােট কতটি উদ্ভিদ প্রজাতি রয়েছে?
উত্তর : ৬০,০৮২টি।
প্রশ্ন : সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে কোন দেশে?
উত্তর :ব্রাজিল; ৯,২২৩টি।
প্রশ্ন : বিশ্বে মােট ম্যানগ্রোভ বনের আয়তন কত?
উত্তর : ১৪.৭৯ মিলিয়ন হেক্টর।