আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs September 2019 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০১৯

Current Affairs September 2019 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

প্রশ্ন : বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
উত্তর : ২৪টি।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে।
উত্তর : সিলেট।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘােষণা করে?
উত্তর : ১বার।

প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) গভর্নিং বাের্ডের চেয়ারপার্সন কে?
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর : লালমনিরহাট।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকে কাছ থেকে থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছে।
উত্তর : ২১টি।

প্রশ্ন : বর্তমানে মাঠপর্যায়ে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
উত্তর : ১৯টি।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (eBIN) কত ডিজিটের?
উত্তর : ৯টি।

প্রশ্ন : ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্রে জাতীয় শােক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব বন্ধু হিসেবে আখ্যা দেন কে?
উত্তর : আনােয়ারুল করিম চৌধুরী।

প্রশ্ন : পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে হাওড় অঞ্চলের কতটি জেলায় শস্য , বীমা চালু করা হবে।
উত্তর : ৭টি—সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশােরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনার খেতাব দেয়া হয়।
উত্তর : ৩২২ জন (২৯ জুলাই ২০১৯ পর্যন্ত)।

প্রশ্ন : ই-পাসপাের্টের মেয়াদ হবে কত ধরনের?
উত্তর : দুই ধরনের; ৫ ও ১০ বছর।

প্রশ্ন : ১৮ বছরের নিচে সকল আবেদনকারীর ই-পাসপাের্টের মেয়াদ হবে কত বছর?
উত্তর : ৫ বছর।

প্রশ্ন : ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : গাংচিল।

প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান।
উত্তর : TVEL Fuel Company (রাশিয়া)।

প্রশ্ন : বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪২তম।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩০তম।

প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৬তম।

প্রশ্ন : বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে কততম?
উত্তর : ৬৪তম।

আন্তর্জাতিক

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
উত্তর : আমাজন।

প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : Cornel Feruta (রােমানিয়া); দায়িত্বগ্রহণ ২৫ জুলাই ২০১৯।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন, ২০১৯’ কবে কার্যকর হবে।
উত্তর : ৩১ অক্টোবর ২০১৯।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন, ২০১৯’ অনুসারে জম্মু ও কাশীর কতটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে।
উত্তর : দুটি জম্মু ও কাশীর’ এবং ‘লাদাখ।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর’ এবং ‘লাদাখ’ কেলিত অঞ্চলে রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়ােগ দেবেন?
উত্তর : ২৩৯ অনুচ্ছেদ।

প্রশ্ন : জম্মু ও কাশ্মীর’ কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ নিয়ােগ দিবেন কে?
উত্তর : লেফটেন্যান্ট গভর্নর।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
উত্তর : ১০৭ জন।

প্রশ্ন : ৩১ অক্টোবর ২০১৯ ভারতের কোন অঞ্চলটি রাজ্যের মর্যাদা হারাবে?
উত্তর : জম্মু ও কাশ্মীর।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : টেস্ট ক্রিকেটে এম বদলি খেলােয়াড় কে?
উত্তর : মারনাস ল্যাবুশেন।

প্রশ্ন : টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয় কবে?
উত্তর : ১ আগষ্ট ২০১৯।

প্রশ্ন : ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক-এর নতুন নামকরণ করা হয় কী?
উত্তর : শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক।

প্রশ্ন : জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে?
উত্তর : রাসেল ডমিঙ্গো; দক্ষিণ আফ্রিকা।

Abbreviations

NSDA- National Skills Development Authority.

EFD- Electronic Fiscal Device.

CGPA-Cumulative Grade Pont Average.

APR- Annual Performance Report

eBIN– Electronic Business Indentification Number

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button