
Current Affairs September 2019 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
উত্তর : ২৪টি।
প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে।
উত্তর : সিলেট।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘােষণা করে?
উত্তর : ১বার।
প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) গভর্নিং বাের্ডের চেয়ারপার্সন কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর : লালমনিরহাট।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকে কাছ থেকে থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স পেয়েছে।
উত্তর : ২১টি।
প্রশ্ন : বর্তমানে মাঠপর্যায়ে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
উত্তর : ১৯টি।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (eBIN) কত ডিজিটের?
উত্তর : ৯টি।
প্রশ্ন : ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্রে জাতীয় শােক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব বন্ধু হিসেবে আখ্যা দেন কে?
উত্তর : আনােয়ারুল করিম চৌধুরী।
প্রশ্ন : পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে হাওড় অঞ্চলের কতটি জেলায় শস্য , বীমা চালু করা হবে।
উত্তর : ৭টি—সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশােরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনার খেতাব দেয়া হয়।
উত্তর : ৩২২ জন (২৯ জুলাই ২০১৯ পর্যন্ত)।
প্রশ্ন : ই-পাসপাের্টের মেয়াদ হবে কত ধরনের?
উত্তর : দুই ধরনের; ৫ ও ১০ বছর।
প্রশ্ন : ১৮ বছরের নিচে সকল আবেদনকারীর ই-পাসপাের্টের মেয়াদ হবে কত বছর?
উত্তর : ৫ বছর।
প্রশ্ন : ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : গাংচিল।
প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান।
উত্তর : TVEL Fuel Company (রাশিয়া)।
প্রশ্ন : বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪২তম।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩০তম।
প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৬তম।
প্রশ্ন : বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে কততম?
উত্তর : ৬৪তম।
আন্তর্জাতিক
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
উত্তর : আমাজন।
প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : Cornel Feruta (রােমানিয়া); দায়িত্বগ্রহণ ২৫ জুলাই ২০১৯।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন, ২০১৯’ কবে কার্যকর হবে।
উত্তর : ৩১ অক্টোবর ২০১৯।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন, ২০১৯’ অনুসারে জম্মু ও কাশীর কতটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে।
উত্তর : দুটি জম্মু ও কাশীর’ এবং ‘লাদাখ।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর’ এবং ‘লাদাখ’ কেলিত অঞ্চলে রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়ােগ দেবেন?
উত্তর : ২৩৯ অনুচ্ছেদ।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর’ কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ নিয়ােগ দিবেন কে?
উত্তর : লেফটেন্যান্ট গভর্নর।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
উত্তর : ১০৭ জন।
প্রশ্ন : ৩১ অক্টোবর ২০১৯ ভারতের কোন অঞ্চলটি রাজ্যের মর্যাদা হারাবে?
উত্তর : জম্মু ও কাশ্মীর।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : টেস্ট ক্রিকেটে এম বদলি খেলােয়াড় কে?
উত্তর : মারনাস ল্যাবুশেন।
প্রশ্ন : টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয় কবে?
উত্তর : ১ আগষ্ট ২০১৯।
প্রশ্ন : ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক-এর নতুন নামকরণ করা হয় কী?
উত্তর : শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক।
প্রশ্ন : জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে?
উত্তর : রাসেল ডমিঙ্গো; দক্ষিণ আফ্রিকা।
Abbreviations
NSDA- National Skills Development Authority.
EFD- Electronic Fiscal Device.
CGPA-Cumulative Grade Pont Average.
APR- Annual Performance Report
eBIN– Electronic Business Indentification Number