কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২

Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। মডেল টেস্ট এর মাধ্যমে আপনারা নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন। তাই আশা করি পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২ থেকে মডেল টেস্ট

#1. দেশের ৫৩তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

#2. যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী কে?

#3. ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?

#4. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?

#5. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?

#6. র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর বর্তমান মহাপরিচালক কে?

#7. রূপসা রেলসেতু কোথায় অবস্থিত?

#8. ব্রিটিশ রাজা মােট কতটি দেশের রাষ্ট্রপ্রধান?

#9. কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম কী?

#10. একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে কে নিয়ােগ পান?

#11. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?

#12. নিম্নের কোন গানটির গীতিকার গাজী মাজহারুল আনােয়ার?

#13. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?

#14. যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?

#15. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?

#16. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর কে?

#17. বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট-১ এর উদ্বোধন করা হয় কবে?

#18. ৩০ আগস্ট ২০২২ বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমােদন দেয়?

#19. মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

#20. এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

#21. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

#22. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

#23. সাংহাই সহযােগিতা সংস্থার (SCO) ২৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

#24. ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?

#25. এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?

#26. কাজাখস্তানের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?

#27. ৩০ আগস্ট ২০২২ কোন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক নিয়ােগ দেওয়া হয়?

#28. সাংহাই সহযােগিতা সংস্থার (SCO) প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী কোনটি?

#29. সাংহাই সহযােগিতা সংস্থার (SCO) ২২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

#30. ষষ্ঠ নারী সাফ টুর্নামেন্টে সেরা খেলােয়াড় কে?

#31. ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?

#32. সােভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট কে?

#33. মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?

#34. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?

#35. ২৩ আগস্ট ২০২২ কোন দেশ বিশ্বের প্রথম কফিমন্ত্রী নিয়ােগ দেয়?

#36. বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত?

#37. ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

#38. বর্তমানে কমনওয়েলথের প্রধান কে?

#39. শিশুতােষ চলচ্চিত্র ‘রাসেলের জন্য অপেক্ষা'-এর পরিচালক কে?

#40. ২০২১-২২ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলােয়াড় কে?

#41. মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

#42. ২০২২ সালে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’ লাভ করেন?

#43. বর্তমানে ব্রিটিশ রাজা কে?

#44. জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিল বিল, ২০২২ জাতীয় সংসদে কবে পাস হয়?

#45. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরােজপুর-এর প্রথম ভাইস চ্যান্সেলর কে?

#46. ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়ন কোন দেশ?

#47. বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানি কোন দেশের?

#48. সাংহাই সহযােগিতা সংস্থার (SCO) ২২তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

#49. বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক কে?

#50. ২০২২ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

Finish
Current Affairs October 2022 থেকে প্রশ্নোত্তর

https://youtu.be/IyTIewsoIGM

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরােজপুর।

প্রশ্ন : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?
উত্তর : কচা নদী।

প্রশ্ন : ঘুমধুম ও তুমব্রু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তর : নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নােবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যা তিরােল।

প্রশ্ন : সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রােটোটাইপসফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

প্রশ্ন : বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?
উত্তর : ৫৫টি।

প্রশ্ন : মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ২০২২।

প্রশ্ন : সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১৫ সেপ্টেম্বর ২০২২।

প্রশ্ন : ১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশােধ করার অনুমতি দেয়?
উত্তর : চীনা মুদ্রা ইউয়ান।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১৪ সেপ্টেম্বর ২০২২।

প্রশ্ন : জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়?
উত্তর : ২০৩টি– এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৯১টির সঙ্গে। আর অনুকূলে ১১২টির সঙ্গে।

প্রশ্ন : বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ
অ্যাওয়ার্ড লাভ করে?
উত্তর : আদিম; পরিচালক যুবরাজ শামীম।

প্রশ্ন : বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
উত্তর : ১১১টি। নার্সিং ইনস্টিটিউট ৩৫০টি।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : সাইবার হামলার অভিযােগে ৭ সেপ্টেম্বর ২০২২ কোন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘােষণা দেয়?
উত্তর : আলবেনিয়া।

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম নারী উপপ্রধানমন্ত্রী কে?
উত্তর: থেরেসে কফে।

প্রশ্ন : ১৯ সেপ্টেম্বর ২০২২ আফ্রিকা মহাদেশের ২৫তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে কোন দেশ?
উত্তর: নিরক্ষীয় গিনি।

প্রশ্ন : দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই শহর হাইফা ও তেল আবিবে হামলা চালানাের জন্য ইরানের তৈরি করা ড্রোনের নাম কী? উত্তর : আরাশ-২।

প্রশ্ন : যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সংগীতের শিরােনাম কী?
উত্তর : God Save the King (ঈশ্বর, রাজাকে রক্ষা করুন)।

প্রশ্ন : যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কী?
উত্তর : কুইন কনসর্ট।

প্রশ্ন : বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করােনা টিকা আবিষ্কার করে?
উত্তর : চীন।

প্রশ্ন : সােভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা কে?
উত্তর : মিখাইল গর্বাচেভ।

প্রশ্ন : ‘গ্লাস্তনস্ত’ (Glasnost) ও ‘পেরেস্ত্রোইকা (Perestroika) নীতির প্রবর্তক কে?
উত্তর : মিখাইল গর্বাচেভ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৫ নভেম্বর ২০২৪।

প্রশ্ন : বর্তমানে বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন শাসক কে?
উত্তর : ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া ।

প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নতুন হাইকমিশনার কে?
উত্তর : ভলকার তুর্ক (অস্ট্রিয়া)।

প্রশ্ন : জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান কে?
উত্তর : লুইস লিবেরিও করিলহাে।

প্রশ্ন : বর্তমানে ইতালির আইন সভার মােট সদস্য কত?
উত্তর : ৬০০; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৪০০ ও উচ্চকক্ষ ২০০ (পূর্বে ছিল ৯৪৫; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ
৬৩০ ও উচ্চকক্ষ ৩১৫)।

প্রশ্ন : ২০২২ সালের US Open এর পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তর : পুরুষ : কার্লোস আলকারাজ (স্পেন) ও নারী : ইগা সিওনতেক (পােল্যান্ড)।

প্রশ্ন : ২০২২ সালে ICC’র ‘আগস্ট মাসের সেরা ক্রিকেটার’ নির্বাচিত হন কে কে?
উত্তর : পুরুষ : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ও নারী : তাহলিয়া ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

প্রশ্ন : RTGS’র পূর্ণরূপ কী?
উত্তর : Real Time Gross Settlement.

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২

প্রশ্ন : বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : ৫,৪৭২ মার্কিন ডলার।

প্রশ্ন : বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর : ৭২.৪ বছর।

প্রশ্ন : সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ (৭৯.৯ বছর)।

প্রশ্ন : সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : আফগানিস্তান (৬২.০ বছর)।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button