
Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে। মডেল টেস্ট এর মাধ্যমে আপনারা নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন। তাই আশা করি পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী?
উত্তর : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (PGCB)।
প্রশ্ন : ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) নতুন কমিশনার কে?
উত্তর : খন্দকার গােলাম ফারুক।
প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামাে (Critical Information Infrastructure-CII) ROIC ঘােষণা করে?
উত্তর : ২৯টি।
প্রশ্ন : ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর বর্তমান নাম কী?
উত্তর : জাতীয় মানবকল্যাণ পদক।
প্রশ্ন : সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলােকে কী বলা হয়?
উত্তর : কালভার্ট।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২
- সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান
- কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২২ [পিডিএফ]
- Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ
প্রশ্ন : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল) স্থাপনের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১৯ অক্টোবর ২০২২।
প্রশ্ন : বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নামকরণ করে কোন দেশ?
উত্তর : থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’।
প্রশ্ন : বর্তমানে সারাদেশে মােট ডিজিটাল সেন্টার কতটি?
উত্তর : ৫,২৮৬টি। যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ৪,৫৫৪টি।
প্রশ্ন : ২০৩০ সালে বিশ্বের কততম ভােক্তা বাজার হবে বাংলাদেশ?
উত্তর : ৯ম।
প্রশ্ন :মধুমতি সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬৯০ মিটার (প্রস্থ ২৭.১০ মিটার)।
প্রশ্ন : তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ১.২৯ কিলােমিটার।
প্রশ্ন : জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ১ অক্টোবর ২০২২; গাজীপুরের শ্রীপুরে।
প্রশ্ন : প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২’ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে কোন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হবে?
উত্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে।
প্রশ্ন : ১৫-১৭ অক্টোবর ২০২২ কোন রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতাে বাংলাদেশ সফর করেন?
উত্তর : সুলতান হাসানাল বলকিয়াহ (নাই)।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : সুইডেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : উলফ ক্রিস্টারসন।
প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১৮ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি অস্ট্রেলিয়া কবে প্রত্যাহার করে?
উত্তর : ১৭ অক্টোবর ২০২২।
প্রশ্ন : ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম কী?
উত্তর : জেনারেল সের্গেই সুরােভিকিন।
প্রশ্ন : শহিদ ১৩৬ বা কামিকাজে ড্রোন কোন দেশের তৈরি?
উত্তর : ইরান।
প্রশ্ন : ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উত্তর : মল্লিকার্জুন খাড়গে।
প্রশ্ন : যাত্রীবাহী বিমান সি-৯১৯ কোন দেশের তৈরি?
উত্তর : চীন।
প্রশ্ন : কুখ্যাত ‘এভিন কারাগার’ (Evin Prison) কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরান।
প্রশ্ন : eVTOL’র পূর্ণরূপ কী?
উত্তর : Electric Vertical Take-off and Landing.
প্রশ্ন : হিমার্স ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : নেপালে মােট কতটি নৃগােষ্ঠী রয়েছে?
উত্তর : ১২৬টি।
প্রশ্ন : ২৮ সেপ্টেম্বর ২০২২ ভারতের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক (Chief of Defence Staff- CDS) হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান।
প্রশ্ন : কার্চ প্রণালি সংযুক্ত করেছে কোন দুটি সাগর কে?
উত্তর : কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।
প্রশ্ন : ২০২২ সালের অষ্টম টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : কার্তিক মেইয়াঙ্গুন (সংযুক্ত আরব আমিরাত)।
প্রশ্ন : পুরুষ টি-২০ বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি খেলােয়াড় কে?
উত্তর : আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)।
প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশােদ্ভূত প্রধানমন্ত্রী কে?
উত্তর : ঋষি সুনাক।
প্রশ্ন : জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত কে?
উত্তর : সিওবান মােল্লালী।
প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : আইসল্যান্ড।
প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : শাদ।
প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১০২তম।
পুরস্কার
প্রশ্ন : ২০২২ সালের নােবেলজয়ী সােয়াতে প্যাবাের বাবা সুনে বার্গস্ট্রোম কবে নােবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে।
প্রশ্ন : অষ্টম নারী হিসেবে রসায়নে নােবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : ক্যারােলিন আর, বার্তোজ্জি।
প্রশ্ন :প্রথম ফরাসি নারী লেখক হিসেবে নােবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : অ্যানি আরনাে; তিনি সাহিত্যে নােবল জয়ী ১৭তম নারী।
প্রশ্ন : ২০২২ সালের শাখারভ পুরস্কার লাভ করে কে?
উত্তর : ইউক্রেনের জনগণ।
কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ মডেল টেস্টে অংশ নিন
Results
Congratulations
Useful
Free
Easy
Amazing
Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে।
You Failed. Try Again.
Useful
Free
Easy
Amazing
Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে।
#1. ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
#2. ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
#3. রসায়নে নােবেল পুরস্কার লাভ করেন কে?
#4. বাংলা একাডেমি পরিচালিত ২০২২ সালের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের জন্য মনােনীত হন কে?
#5. ২৯ সেপ্টেম্বর ২০২২ আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়নের (ITU) প্রথম নারী মহাসচিব নির্বাচিত হন কে?
#6. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কোথায় অনুষ্ঠিত হবে?
#7. ২০২২ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
#8. চিকিৎসাবিজ্ঞানে নােবেল পুরস্কার লাভ করেন কে?
#9. ২০২২ সালে নােবেল পুরস্কার লাভ করে-
#10. ২২ অক্টোবর ২০২২ ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
#11. ইরাকের নতুন প্রেসিডেন্ট কে?
#12. ২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান কত?
#13. ৩০ সেপ্টেম্বর ২০২২ ইউক্রেনের কোন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চুক্তি স্বাক্ষরিত হয়?
#14. বাংলাদেশ কবে WIPO'র মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে?
#15. ৩০ সেপ্টেম্বর ২০২২ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
#16. ২০২২ সালের ২২তম বিশ্বকাপ ফুটবলের সময়কাল কত?
#17. পদার্থবিদ্যায় নােবেল পুরস্কার লাভ করেন কে?
#18. ২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
#19. সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন কে?
#20. রাশিয়া ও ক্রিমিয়ার সংযােগকারী সেতুর নাম কী?
#21. ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
#22. দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতাে সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে?
#23. দেশের প্রথম ৬ লেনের সেতুর নাম কী?
#24. ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
#25. কোন উপন্যাসের জন্য ২০২২ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়?
#26. আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) প্রথম নারী প্রেসিডেন্ট কে?
#27. ৪০তম ও ৪১তম ASEAN সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
#28. ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
#29. অর্থনীতিতে নােবেল পুরস্কার লাভ করেন কে?
#30. ২০২২ সালের ব্যালন ডি’অর লাভ করেন কে?
#31. ৪০তম ও ৪১তম ASEAN সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
#32. ২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে শীর্ষ দেশ কোনটি?
#33. ১৮ ডিসেম্বর ২০২২ ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
#34. অষ্টম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
#35. বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে?
#36. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কবে অনুষ্ঠিত হবে?
#37. ৯৫তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযােগিতা বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযােগিতা করবে কোন চলচ্চিত্রটি?
#38. ২০ নভেম্বর ২০২২ উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
#39. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
#40. শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে—
#41. BIMSTEC'র বর্তমান চেয়ারম্যান কে?
#42. সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে?
#43. ২০২২ সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে?
#44. ডি-৮'র বর্তমান মহাসচিব কে?
#45. বিশ্বকাপ ফুটবল ২০২২ এর অফিসিয়াল বলের নাম কী?
#46. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) বর্তমান প্রেসিডেন্ট কে?
#47. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মহাপরিচালক কে?
#48. ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে কবে?
#49. ২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
#50. ২০২২ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে সর্বনিম্ন দেশ কোনটি?
Useful
Free
Easy
Amazing
Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে।