কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইনডেক্স ২০২০-এর জ্বালানি খাতের দ্রুত উন্নয়নে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ কততম?
উত্তর : চতুর্থ।

প্রশ্ন : চলতি ২০২০-২১ অর্থবছরের ১ম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ কত?
উত্তর : ৩০.৭৫ কোটি ডলার (২,৬১৪ কোটি টাকা); প্রবৃদ্ধি ৩৯.২৬%।

প্রশ্ন : আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান-২০২১ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ৫,৭০৮.৮০ কোটি ডলার বা ৪,৮৫,২৪৮ কোটি টাকা।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে ‘হিসাব অটোমেশন’ উদ্বোধন করা হয়?
উত্তর : ১৪ অক্টোবর ২০২০।

প্রশ্ন : দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী?
উত্তর : অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

প্রশ্ন : ১১ অক্টোবর ২০২০ কত প্রকার পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : ২৮২ প্রকার।

প্রশ্ন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তর : আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তর : বেগম আবেদা আকতার।

প্রশ্ন : বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের বর্তমান সচিবের নাম কী?
উত্তর : কাজী নুরুল ইসলাম।

প্রশ্ন : বাংলা একাডেমির বর্তমান সচিব
উত্তর : মোহা. নায়েব আলী।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর : চীন (দ্বিতীয় ভিয়েতনাম)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০ অনুযায়ী, চলতি বছর সবচেয়ে GDP প্রবৃদ্ধি হবে কোন দেশের?
উত্তর : গায়ানার (২৬.২৩%)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০-অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি GDP সংকোচিত হবে কোন দেশের?
উত্তর : লিবিয়ার (-৬৬.৭%)।

প্রশ্ন : ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০ অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে কত ডলার?
উত্তর : ২০৩০ মার্কিন ডলার।

প্রশ্ন : কাশ্মীরের সব রাজনৈতিক দল মিলে গঠিত নতুন জোটের নাম কী?
উত্তর : পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন।

প্রশ্ন : ১২ বছরের বালক নাথান হার্শকিন সম্প্রতি ৬ কোটি ৯০ লাখ বছর আগের ডাইনোসরের কঙ্কাল আবিষ্কার করে কোথায়?
উত্তর : কানাডার অ্যালবার্টা অঞ্চলে।

প্রশ্ন : লিথিয়ামকে ক্রিটিকাল র ম্যাটেরিয়াল এর স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
উত্তর : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রশ্ন : চন্দ্র অভিযানের ৫০ বছর পর ২০২০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি হাবার্ড মেডেলে ভূষিত করা হচ্ছে কাকে?
উত্তর : ক্যাথেরিন জনসন।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের খুঁটিবিহীন গম্বুজবিশিষ্ট সর্ববৃহৎ মসজিদের নাম কী?
উত্তর : তাবুক বিশ্ববিদ্যালয় মসজিদ।

প্রশ্ন : কার্লস্রুয়া সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২০’ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

প্রশ্ন : সাংবাদিক ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০’ লাভ করেন কে?
উত্তর : অভিনেতা আলমগীর ও চলচ্চিত্র সাংবাদিক শামীম আলম দীপেন।

প্রশ্ন : ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন ২০২০’-এর অ্যাক্সেস টু ফিন্যান্স চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ব্র্যাক ব্যাংক লি. (টানা চতুর্থবার)।

প্রশ্ন : ‘গ্লোবাল ইসলামিক ফিন্যান্স অ্যাওয়ার্ড ২০২০’ লাভ করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আল-ফারাবি কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি (কাজাখস্তান)।

প্রশ্ন : দ্য বেস্ট ইমার্জিং ইসলামিক ব্যাংক ২০২০’ পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ফয়সাল ব্যাংক লিমিটেড, পাকিস্তান।

প্রশ্ন : সাহিত্যে নোবেল বিজয়ী লুইস গ্লুক কোন দেশের নাগরিক?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : এমানুয়েল কার্পেন্টিয়ার ও জেনিফার এ. দোদনা।

প্রশ্ন : পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : রজার পেনরোজ, রেইনহার্ড পেনজেল এবং আন্দ্রে গেজ।

প্রশ্ন : চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : হার্ভে অলটার, মাইকেল হিউটন এবং চার্লস এম. রাইস।

ভিডিও দেখতে ক্লিক করুন

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button