আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs March 2020 কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০

Current Affairs March 2020 কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

প্রশ্ন : সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন কবে?
উত্তর : ১০ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২০’ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ভারতেশ্বরী হােমস্।

প্রশ্ন : গবেষণায় একুশে পদক ২০২০ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)।

প্রশ্ন : L’oreal UNESCO Women in Science Award লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ড. ফেরদৌসী কাদরী।

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে?
উত্তর : ২৬ জানুয়ারি ২০২০; ১২ ঘণ্টা চলে।

প্রশ্ন : দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি?
উত্তর : ঢাকা-মাওয়া মহাসড়ক।

প্রশ্ন : প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : শিবচর, মাদারীপুর।

প্রশ্ন : শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা কয়টি ও কী কী?
উত্তর : ৭টি— ঢাকা, ফেনী, গােপালগঞ্জ, নাটোর,

প্রশ্ন : সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ২০২০।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ৫ ফেব্রুয়ারি ২০২০ প্রধানমন্ত্রী শেখ ‘ হাসিনা কোথায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যালারি ভবন উদ্বোধন করেন?
উত্তর : রােম, ইতালি ।

প্রশ্ন :৩ ফেব্রুয়ারি ২০২০ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (CID) তৃতীয় ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায়?
উত্তর : রাজশাহী; অন্য দুটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম।

প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি ২০২০ ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়?
উত্তর : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়; কলকাতা।

প্রশ্ন : বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ কোথায় অবস্থিত?
উত্তর : খুলনা।

প্রশ্ন : শেখ রাসেল পানি শােধনাগার’কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রাম।

প্রশ্ন : বর্তমানে কয়টি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে?
উত্তর : ৪৫টি; (সূত্র : সংসদে বাণিজ্যমন্ত্রী, ৫ ফেব্রুয়ারি ২০২০)।

প্রশ্ন : বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম কতটি?
উত্তর : ৪৩২টি (সূত্র : সংসদে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ৩ ফেব্রুয়ারি ২০২০)।

আন্তর্জাতিক

প্রশ্ন : সম্প্রতি কোন দেশের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়?
উত্তর : ওমান।

প্রশ্ন : আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমােদন দেয় কোন দেশ?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন কবে?
উত্তর : ৫ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন কবে?
উত্তর : ২৮ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৩ নভেম্বর ২০২০।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : করােনাভাইরাসের সপ্তম প্রজাতির নাম কী?
উত্তর : 2019 Novel Corona Virus (2019-nCoV)।

প্রশ্ন : Novel Corona Virus-এর সংক্রমণে ফু’র মতাে উপসর্গ নিয়ে যে রােগ হয়, তার নাম কী?
উত্তর : COVID-191

প্রশ্ন : পঙ্গপাল কী?
উত্তর : পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ। ইংরেজি Locust বা পঙ্গপাল শব্দটি এসেছে Vulgar Latin Locusta CRITF, TIS অর্থ ফড়িং বা পতঙ্গ (Grasshopper)।

প্রশ্ন :২০২০ সালে যুক্তরাজ্যের নতুন নােটে কোন বাংলাদেশি বিজ্ঞানীর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে?
উত্তর : আচার্য জগদীশ চন্দ্র বসু; ৫০ পাউন্ডের মুদ্রায়।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম কী?
উত্তর : বােয়িং ৭৭৭ এক্স’; এর দৈর্ঘ্য ২৫২ ফুট এবং যাত্রী ধারণক্ষমতা ৩৬০ জন।।

প্রশ্ন : রসুন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : আদা রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন : আদা উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ভারত। ক্রিীড়াঙ্গন

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর : মুশফিকুর রহিম।

প্রশ্ন : দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন কে?
উত্তর : তামিম ইকবাল; প্রথম বাংলাদেশি রকিবুল হাসান।

প্রশ্ন : ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ। ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কারা?
উত্তর : পুরুষ— নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী সােফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : ফেব্রুয়ারি ২০২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন কে?
উত্তর : কুশল মাল্লা; নেপাল।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button