
Current Affairs January 2020 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার মােট কতটি?
উ : ৬টি। সর্বশেষ ড্রিমলাইনার ‘সােনার তরী’ ও ‘অচিন পাখি।
প্রশ্ন : বর্তমানে বগুড়া জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি?
উত্তর : ১০৯টি। সর্বশেষ ইউনিয়ন সুখানপুকুর।
প্রশ্ন : দেশের সপ্তম ব্যাংক নােট হবে কত টাকা মূল্যমানের?
উত্তর : ২০০ টাকা।
প্রশ্ন : ১৮ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ নৌ বাহিনীর কাছে কোন দুটি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়?
উত্তর : ওমর ফারুক ও আবু উবাইদাহ।
প্রশ্ন :২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কত জন ব্রিটিশ-বাংলাদেশি নির্বাচিত হন?
উত্তর : ৪ জন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আপসানা বেগম।
প্রশ্ন : দেশি কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা?
উত্তর : নরসিংদী।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি?
উত্তর : শেখেরচর-বাবুরহাট (নরসিংদী)।
প্রশ্ন : ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘােষণা করা হয়?
উত্তর : আলু।
প্রশ্ন :বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কী কী?
উত্তর : ৬টি ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ।
GDP’র চূড়ান্ত হিসাব ২০১৮-১৯
প্রশ্ন : মাথাপিছু GDP কত?
উত্তর : ১,৮২৮ মার্কিন ডলার।
প্রশ্ন : GDPতে কৃষি খাতের অবদানের হার কত?
উত্তর : ১৩.৬৫%।
প্রশ্ন : GDPতে শিল্প খাতের অবদানের হার কত?
উত্তর : ৩৫.০০%।
প্রশ্ন : GDPতে সেবা খাতের অবদানের হার কত?
উত্তর : ৫১.৩৫%।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : ১ জানুয়ারি ২০২০ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে কোন দেশগুলাে?
উত্তর : ভিয়েতনাম, তিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইস এবং এস্তোনিয়া।
প্রশ্ন : ২১ ডিসেম্বর ২০১৯ কোন দেশে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়?
উত্তর : কিউবা।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে?
উত্তর : ৩০ ডিসেম্বর ১৯৫৫।
প্রশ্ন : ভারতীয় নাগরিকত্ব সংশােধন বিল (CAB) ২০১৯ কার্যকর হয় কবে?
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৯।
প্রশ্ন : আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : আবদুল মজিদ তেলুনে।
প্রশ্ন : রােহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
উত্তর : গাম্বিয়া।
প্রশ্ন : জাতিসংঘ ঘােষিত আন্তর্জাতিক চা দিবস কবে?
উত্তর : ৪ ডিসেম্বর।
প্রশ্ন : আন্তর্জাতিক গণিত দিবস কবে?
উত্তর : ১৪ মার্চ।
প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : আফগানিস্তান।
প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩১তম।
প্রশ্ন : বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে ২০১৮ সালে সবচেয়ে বেশি ক্ষস্তি দেশ কোনটি?
উত্তর : জাপান।
প্রশ্ন : প্রথম Global Refugee Forum কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর :১৬-১৮ ডিসেম্বর ২০১৯; জেনেভা, সুইজারল্যান্ড।
প্রশ্ন : ৩০তম NATO সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ৩-৪ ডিসেম্বর ২০১৯; ওয়াটফোর্ড, যুক্তরাজ্য।
আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ৮-১১ জুন ২০২০; নুরসুলতান, কাজাখস্তান।
প্রশ্ন : ১৫তম জি-২০ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২১-২২ নভেম্বর ২০২০; রিয়াদ, সৌদি আরব।
প্রশ্ন : ২২তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ৬-১০ জুলাই ২০২০; যুক্তরাজ্য।
প্রশ্ন : এসএ গেমসের ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ডিসিপ্লিনের সবগুলাে স্বর্ণপদকই লাভ করে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ; ২০১৯ সালের এসএ গেমসে আর্চারিতে।
প্রশ্ন : এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী খেলােয়াড় হিসেবে প্রথমবারের মতাে একাই তিনটি স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : আর্চার ইতি খাতুন।
প্রশ্ন : কোপা আমেরিকার ৪৭তম আসর যৌথভাবে কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর :১২ জুন-১২ জুলাই ২০২০; আর্জেন্টিনা ও ব্রাজিল।
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯
প্রশ্ন : গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর :মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
প্রশ্ন : মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : বুরুন্ডি।
প্রশ্ন : সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ।
Abbreviations
সাম্প্রতিক সময়ে ভারতে নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে NPR, NRC,CAA ওCAB-এর পূর্ণরূপসমূহ
NPR— National Population Register.
NRC, National Register of Citizens.
CAA-Citizenship Amendment Act
CAB—Citizen Amendment Bill.