কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs January 2020 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২০

Current Affairs January 2020 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার মােট কতটি?
উ : ৬টি। সর্বশেষ ড্রিমলাইনার ‘সােনার তরী’ ও ‘অচিন পাখি।

প্রশ্ন : বর্তমানে বগুড়া জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি?
উত্তর : ১০৯টি। সর্বশেষ ইউনিয়ন সুখানপুকুর।

প্রশ্ন : দেশের সপ্তম ব্যাংক নােট হবে কত টাকা মূল্যমানের?
উত্তর : ২০০ টাকা।

প্রশ্ন : ১৮ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ নৌ বাহিনীর কাছে কোন দুটি ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়?
উত্তর : ওমর ফারুক ও আবু উবাইদাহ।

প্রশ্ন :২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কত জন ব্রিটিশ-বাংলাদেশি নির্বাচিত হন?
উত্তর : ৪ জন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আপসানা বেগম।

প্রশ্ন : দেশি কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা?
উত্তর : নরসিংদী।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : দেশে উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি?
উত্তর : শেখেরচর-বাবুরহাট (নরসিংদী)।

প্রশ্ন : ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘােষণা করা হয়?
উত্তর : আলু।

প্রশ্ন :বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কয়টি ও কী কী?
উত্তর : ৬টি ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ।

GDP’র চূড়ান্ত হিসাব ২০১৮-১৯

প্রশ্ন : মাথাপিছু GDP কত?
উত্তর : ১,৮২৮ মার্কিন ডলার।

প্রশ্ন : GDPতে কৃষি খাতের অবদানের হার কত?
উত্তর : ১৩.৬৫%।

প্রশ্ন : GDPতে শিল্প খাতের অবদানের হার কত?
উত্তর : ৩৫.০০%।

প্রশ্ন : GDPতে সেবা খাতের অবদানের হার কত?
উত্তর : ৫১.৩৫%।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ১ জানুয়ারি ২০২০ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে কোন দেশগুলাে?
উত্তর : ভিয়েতনাম, তিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইস এবং এস্তোনিয়া।

প্রশ্ন : ২১ ডিসেম্বর ২০১৯ কোন দেশে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়?
উত্তর : কিউবা।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে?
উত্তর : ৩০ ডিসেম্বর ১৯৫৫।

প্রশ্ন : ভারতীয় নাগরিকত্ব সংশােধন বিল (CAB) ২০১৯ কার্যকর হয় কবে?
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৯।

প্রশ্ন : আলজেরিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : আবদুল মজিদ তেলুনে।

প্রশ্ন : রােহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
উত্তর : গাম্বিয়া।

প্রশ্ন : জাতিসংঘ ঘােষিত আন্তর্জাতিক চা দিবস কবে?
উত্তর : ৪ ডিসেম্বর।

প্রশ্ন : আন্তর্জাতিক গণিত দিবস কবে?
উত্তর : ১৪ মার্চ।

প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩১তম।

প্রশ্ন : বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে ২০১৮ সালে সবচেয়ে বেশি ক্ষস্তি দেশ কোনটি?
উত্তর : জাপান।

প্রশ্ন : প্রথম Global Refugee Forum কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর :১৬-১৮ ডিসেম্বর ২০১৯; জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন : ৩০তম NATO সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ৩-৪ ডিসেম্বর ২০১৯; ওয়াটফোর্ড, যুক্তরাজ্য।

আরো পড়ুন : ৪১তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ৮-১১ জুন ২০২০; নুরসুলতান, কাজাখস্তান।

প্রশ্ন : ১৫তম জি-২০ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২১-২২ নভেম্বর ২০২০; রিয়াদ, সৌদি আরব।

প্রশ্ন : ২২তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ৬-১০ জুলাই ২০২০; যুক্তরাজ্য।

প্রশ্ন : এসএ গেমসের ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ডিসিপ্লিনের সবগুলাে স্বর্ণপদকই লাভ করে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ; ২০১৯ সালের এসএ গেমসে আর্চারিতে।

প্রশ্ন : এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম নারী খেলােয়াড় হিসেবে প্রথমবারের মতাে একাই তিনটি স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : আর্চার ইতি খাতুন।

প্রশ্ন : কোপা আমেরিকার ৪৭তম আসর যৌথভাবে কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর :১২ জুন-১২ জুলাই ২০২০; আর্জেন্টিনা ও ব্রাজিল।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯

প্রশ্ন : গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর :মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

প্রশ্ন : মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : বুরুন্ডি।

প্রশ্ন : সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ।

Abbreviations

সাম্প্রতিক সময়ে ভারতে নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে NPR, NRC,CAA ওCAB-এর পূর্ণরূপসমূহ
NPR— National Population Register.
NRC, National Register of Citizens.
CAA-Citizenship Amendment Act
CAB—Citizen Amendment Bill.

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button