আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০

Current Affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরের গড় মূল্যস্ফীতি কত?
উত্তর : ৫.৫%।

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মােট রপ্তানি আয় কত?
উত্তর : ৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন : ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর :৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
উত্তর : তৈরি পােশাক (২৭,৯৪৯.১৯ মিলিয়ন মার্কিন ডলার)।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে?
উত্তর : ৭৫০টি।

প্রশ্ন : চা রপ্তানিতে বাংলাদেশ অবস্থান বিশ্বে কততম?
উত্তর : ৬৪তম; পূর্বে ছিল ৬১তম। (সূত্র : www.worldstopexports.com]

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উত্তর : সৌদি আরব; দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?
উত্তর : বিক্রম দোরাইস্বামী।

প্রশ্ন : প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা কত?
উত্তর :২ বছর।

প্রশ্ন : প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা কত?
উত্তর : ৪ বছর।

প্রশ্ন : খেলাপি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম কী?
উত্তর : Bangladesh Asset Management Corporation (BAMCO)

প্রশ্ন : ৯ জুন ২০২০ সরকার কোন ব্যথানাশক ওষুধকে ‘মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে?
উত্তর : টাপেন্টাডল।

প্রশ্ন : দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
উত্তর : ২টি ইনসেপ্টা ফার্মা ও পপুলার ফার্মা।

প্রশ্ন : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (BJRI) উদ্ভাবিত নতুন দুটি পাটশাকের নাম কী?
উত্তর : BJRI দেশি পাটশাক-২ (ম্যাড়া লাল) ও BJRI দেশি পাটশাক-৩ (ম্যাড়া সবুজ)।

প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDC) প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১০৯তম।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ৩০ জুন ২০২০ দেশের বেসরকারি খাতের কোন ব্যাংক এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলকে পৌছে?
উত্তর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

প্রশ্ন : দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ডায়মন্ড ওয়ার্ল্ড; ৩০ জুন ২০২০ সংযুক্ত আরব আমিরাত থেকে এ স্বর্ণ আমদানি করা হয়।

প্রশ্ন : বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে প্রথম গােল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন কে?
উত্তর : আশরাফ উদ্দিন চুন্নু।

আন্তর্জাতিক

প্রশ্ন : কাশ্মীরি ভাষায় গালওয়ান’ শব্দের অর্থ কী?
উত্তর : ডাকাত।

প্রশ্ন : মার্কিন যুদ্ধবিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম কী?
উত্তর : ম্যাডেলিন সুইগেল।

প্রশ্ন : আদিবাসী ভাষা দশকের সময়কাল কত?
উত্তর :২০২২-২০৩২ সাল।

প্রশ্ন : TikTok কোন দেশের জনপ্রিয় মােবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ?
উত্তর : চীন; প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।

প্রশ্ন : Zoom কোন দেশের তৈরিকৃত জনপ্রিয় অডিও-ভিডিও যােগাযােগের অন্যতম প্ল্যাটফর্ম
উত্তর : যুক্তরাষ্ট্র; প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান।

প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সুইডেন।

প্রশ্ন : ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বাধ কোথায় অবস্থিত?
উত্তর : চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে ইয়াংজি নদীর ওপর।

প্রশ্ন : ওয়েবিনার (Webinar) কী?
উত্তর : ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলে।

বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৯

প্রশ্ন : মােট জনসংখ্যা কত?
উত্তর : ১৬৭.৪৩ মিলিয়ন; ১ জানুয়ারী ২০২০ (প্রাক্কলিত)।

প্রশ্ন : জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? 
উত্তর : ১.৩২%।

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উত্তর : ১,১২৫ জন।

প্রশ্ন : সাক্ষরতার হার (৭+) কত?
উত্তর : ৭৪.৪%।

প্রশ্ন : প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.৬%।

বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০২০

প্রশ্ন : বিশ্বের মােট জনসংখ্যা কত?
উত্তর : ৭৭৯.৫০ কোটি।

প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.১%।

প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর : নাইজার; ৬.৭ জন।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : আফগানিস্তান; ৩.৪%।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর : শ্রীলংকা; ০.৫%।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button