কারেন্ট অ্যাফেয়ার্সপিডিএফ ডাউনলোড

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের আজকের আয়োজনে থাকছে Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ নিয়ে গুরুত্বপূর্ণ একটা পিডিএফ। সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ থাকলে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ আলোচনা করা বিসিএস প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, নিবন্ধন প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download Here

আরো পড়ুন :

Current Affairs April 2021 কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ Video দেখুন

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি ?
উত্তর : ৫টি । চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর।

প্রশ্ন : ১৭-২৬ মার্চ ২০২১ জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কী?
উত্তর : মুজিব চিরন্তন।

প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলাে নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি ।

প্রশ্ন : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি।

প্রশ্ন : প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর : মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২১ কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়?
উত্তর : আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস।

প্রশ্ন : দেশের বৃহত্তম EPZ প্রতিষ্ঠা করা হবে কোথায়?
উত্তর : পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়।

প্রশ্ন : BIDF’র পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Infrastructure Development Fund.

প্রশ্ন : বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : পায়রা বন্দর কর্তৃপক্ষকে।

প্রশ্ন : ‘কথা ৭১’ নাটকের রচয়িতা কে?
উত্তর : গােলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করে প্রতীশ বল।

প্রশ্ন : গিনেস বুকে রেকর্ড হওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র মােট আয়তন কত?
উত্তর : ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার/ ১২,৮৫,৫৪৬.৬৫ বর্গফুট।

প্রশ্ন : কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে?
উত্তর : ২০২২ সালে।

প্রশ্ন : ঢাকা-জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত?
উত্তর : ৫৯৫ কি.মি।

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪৯টি।

প্রশ্ন : ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর : অধ্যাপক ড. মাে. আবদুল বাসেত ।

প্রশ্ন : ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর : ডেব হাল্যান্ড; দায়িত্ব গ্রহণ ১৬ মার্চ ২০২১।

প্রশ্ন : জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর : লিন্ডা টমাস গ্রিনফিল্ড।

প্রশ্ন : কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু (Bird Flu) পাওয়া যায়?
উত্তর : রাশিয়া; ২০২১ সালে।

প্রশ্ন : আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানাের সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়?
উত্তর : তিন মাসের।

প্রশ্ন : Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) চুক্তির মেয়াদ বাড়ানাে হয়েছে কোন সাল পর্যন্ত?
উত্তর : ২০৩৩ সাল।

প্রশ্ন : ‘সাদা চা বা White Tea কী?
উত্তর : এক প্রকার পানীয় যা Camellia sinensis নামক গাছের কুঁড়ি এবং পাতা থেকে উৎপন্ন হয়।

প্রশ্ন : ‘সাদা চা’ প্রথম চাষ শুরু হয় কোথায়?
উত্তর : চীনের ফুজিয়ান প্রদেশে।

প্রশ্ন : Artemis Program কী?
উত্তর : মার্কিন সরকারের অর্থায়নে ২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানাের কার্যক্রম।

প্রশ্ন : বিলাসবহুল স্থাপনা ‘পাম টাওয়ার’ কোন দেশে অবস্থিত?
উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : ১৪ মার্চ ২০২১ কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : ২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

প্রশ্ন : ২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৮ তম।

প্রশ্ন : LDC’র পূর্ণরূপ কী?
উত্তর : Least Developed Country.

প্রশ্ন : ১৯৭১ সালের পর এই পর্যন্ত মােট কতটি দেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে?
উত্তর : ৬টি- বতসােয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামােয়া, কেপভার্দে ও ভানুয়াতু।

প্রশ্ন : LDC থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ?
উত্তর : ৪টি—ভুটান (১৩ ডিসে. ২০২৩), অ্যাঙ্গোলা (১২ ফেব্রু, ২০২৪), সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে (১৩ ডিসে. ২০২৪) ও সলােমন দ্বীপপুঞ্জ (১৩ ডিসে, ২০২৪)।

প্রশ্ন : ২৬ ফেব্রুয়ারি ২০২১ কতটি দেশ LDC থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়?
উত্তর : ৩টি। বাংলাদেশ, নেপাল ও লাওস।

প্রশ্ন : LDC থেকে বাংলাদেশ কবে বের হবে?
উত্তর : ২০২৬ সালে।

প্রশ্ন : স্বাধীনতা পুরস্কার ২০২১ লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান?
উত্তর : ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)]।

প্রশ্ন : ২২ মার্চ ২০২১ ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে?
উত্তর : গান্ধী শান্তি পুরস্কার ২০২০।

প্রশ্ন : ২০২১ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : লাজলাে লােভাজ ও এভি উইগডারসন।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button