আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
পিডিএফ ডাউনলোড

Computer and information technology PDF ২য় পর্ব কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

Computer and information technology PDF ২য় পর্ব কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Computer and information technology PDF ২য় পর্ব কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Computer and information technology PDF কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ২য় পর্ব

প্রশ্ন : নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?
উত্তর : কীবাের্ডের ডান দিকে।

প্রশ্ন : সফ্টওয়্যারের অন্তর্ভুক্তি নয় কোনটি?
উত্তর : মনিটর।

প্রশ্ন : ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চুড়ান্ত নির্দেশ হল?
উত্তর : Copy.

প্রশ্ন : একসিস কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
উত্তর : ডেটাবেজ।

প্রশ্ন : কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযােগী?
উত্তর : এম.এস.এক্সেল।

প্রশ্ন : কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তর : লেজার প্রিন্টার।

প্রশ্ন : কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী?
উত্তর : ইন্টেল।

প্রশ্ন : BOL কি?
উত্তর : Bangladesh Online Limited.

প্রশ্ন : কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?
উত্তর : File মেনুর Close কমান্ড দিলে।

প্রশ্ন : নােটপ্যাড এর ব্যবহার নয় কোনটি?
উত্তর : ছবি আঁকা।

প্রশ্ন : উইন্ডােজ-৯৫ বাজারে এসেছিল?
উত্তর : ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।

প্রশ্ন : জন্ম তারিখ হলাে একটি?
উত্তর : ফিল্ড।

প্রশ্ন : অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়?
উত্তর : ফন্ট ডায়ালগ বক্সে।

প্রশ্ন : Binary digit থেকে উৎপত্তি হয়?
উত্তর : Bit.

প্রশ্ন : প্রােগ্রামের মূল লক্ষ্য কী?
উত্তর : সমস্যার সন্তোষ জনক সমাধান।

প্রশ্ন : কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন?
উত্তর : ড. স্টিবিজ।

প্রশ্ন : বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বাের্ডের কোথায় চাপ দিতে হয়?
উত্তর : বােতামে।

প্রশ্ন : লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রােগ্রাম কোনটি?
উত্তর : ওয়ার্ড প্রােসেসিং প্রােগ্রাম।

প্রশ্ন : যেসব প্রােগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
উত্তর : এন্টিভাইরাস।

প্রশ্ন : মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?
উত্তর : লজিক বাের্ড।

প্রশ্ন : দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?
উত্তর : মডেম।

প্রশ্ন : কম্পিউটার গণনার একক কোনটি?
উত্তর : বাইট।

প্রশ্ন : এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
উত্তর : স্প্রেডশিট।

প্রশ্ন : কম্পিউটারে ব্যবহৃত প্রােগ্রাম সমষ্টিকে কি বলে?
উত্তর : সফটওয়্যার।

প্রশ্ন : কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর : সফ্টওয়্যার।

প্রশ্ন : কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তর : তথ্য বা ডাটা।

প্রশ্ন : কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তর : নির্দেশ অনুযায়ী।

প্রশ্ন : কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে?
উত্তর : নিজস্ব ভাষা।

প্রশ্ন : কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
উত্তর : স্ক্যানার।

প্রশ্ন : সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলাে?
উত্তর : সুপার কম্পিউটার।

প্রশ্ন : কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?
উত্তর : মানুষের।

প্রশ্ন : শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত?
উত্তর : গণনার।

প্রশ্ন : সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : ভারত।

প্রশ্ন : ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে?
উত্তর : নেটিজেন।

প্রশ্ন : ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?
উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : বর্তমান যােগাযােগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি?
উত্তর : ইন্টারনেট।

প্রশ্ন : Ok এবং Cancel অথবা Close বােতাম কোথায় থাকে?
উত্তর : ডায়ালগ বক্সে।

প্রশ্ন : কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
উত্তর : File.

প্রশ্ন : File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলাে কোথায় লেখা থাকে?
উত্তর : মেনু বারে।

প্রশ্ন : ফাইল সেফ করার জন্য কোন মুেনর প্রয়ােজন?
উত্তর : ফাইল মেনুর।

প্রশ্ন : ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বােতাম প্রয়ােজন?
উত্তর : Caps Lock.

প্রশ্ন : কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না?
উত্তর : দশমিক।

প্রশ্ন : চন্দ্রাবতী হলাে?
উত্তর : বাংলা ফন্টের নাম।

প্রশ্ন : কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রােগ্রাম?
উত্তর : এক্সেল।

প্রশ্ন : ডাটাবেজ অর্থ হল?
উত্তর : তথ্যবিন্যাস।

প্রশ্ন : বিজয় কী বাের্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?
উত্তর : Ctrl+Alt+B.

প্রশ্ন : কম্পিউটার মাউস কে তৈরী করেন?
উত্তর : উইলিয়াম ইংলিস।

প্রশ্ন : WWW এর জনক কে?
উত্তর : টিম বার্নস লি।

প্রশ্ন : কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়?
উত্তর : ডিজিটাল।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button