আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
নিয়োগ টিপস

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি

  • ফরাসি বিপ্লবের শিশু বলা হয়- নেপােলিয়ন বােনাপার্টকে।
  • শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট- গুতাবায়ে রাজাপাকসে।
  • এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) দশম প্রেসিডেন্ট- মাসাতসুও আসাকাওয়া, জাপান।
  • দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়-১৭৬৫ সালে।
  • ‘কাইজার’ বলা হতাে যে দেশের প্রাচীন রাজাদের- জার্মানি।
  • ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা-হাম্বুরাবি।
  • ২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন- গ্রেটা থানবার্গ, সুইডেন।
  • ২০২০ সালের সপ্তম নারী টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়-অস্ট্রেলিয়া।
  • উইকিলিকস প্রতিষ্ঠিত হয়- ২০০৬ সালে।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকামী অঙ্গরাজ্যের নাম- ক্যালিফোর্নিয়া।।
  • পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি অবস্থিত- চিলি।
  • ‘মেসােপটেমিয়া’ যে দেশের পূর্বনাম- ইরাক।
  • ২০১৯ সালের Ballon d’Or বিজয়ী হলেন- লিওনেল মেসি।
  • সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ- মালদ্বীপ।
  • ফ্যাসিজম এর প্রবর্তক ছিলেন- বেনিটো মুসােলিনী, ইতালি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ- চার বছর।
  • হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি।
  • দুই ভিয়েতনাম একত্রিত হয়-১৯৭৬ সালে।
  • যে যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়- আফিম যুদ্ধ।
  • যে দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক’ বলা হয়- যুক্তরাজ্য।
  • ২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবি আহমেদ আলী, ইথিওপিয়া।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি ভাষা ও সাহিত্য

  • ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।
  • চীনের মহাপ্রাচীর’ দেশটির যে সীমান্তে অবস্থিত- উত্তর।
  • যে দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না- যুক্তরাজ্য।
  • ক্লিওপেট্রা ছিলেন- মিসরের রানি।
  • লাটাকিয়া যে দেশের সমুদ্রবন্দর- সিরিয়া ।
  • ‘বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়- ১০ ডিসেম্বর।
  • ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী- রিও ডি জেনিরাে, ব্রাজিল।
  • চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করােনাভাইরাসের কোড নাম- 2019-nCoV।
  • অর্থশাস্ত্রের জনক- কৌটিল্য।
  • নােবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড বার্নার্ড নােবেল।
  • ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে- কাতার।
  • জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম- অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী সংগঠন- নেদারল্যান্ডস।
  • নাসাউ যে দেশের রাজধানী – বাহামা দ্বীপপুঞ্জ।
  • সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি (সর্বশেষ আফগানিস্তান, ২০০৭)।
  • নেপালের প্রধানমন্ত্রীর নাম- খড়গ প্রসাদ শর্মা অলি।
  • IATA এর পূর্ণরূপ- International Air Transport Association and
  • BFCC এর পূর্ণরূপ – Biman Flight Catering Centre.
  • CNG বলতে বুঝায়- Compressed Natural Gas.
  • LPG বলতে বুঝায়- Liquefied Petroleum Gas.

আরো পড়ৃন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

  • বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র- ইন্দোনেশিয়া।
  • কুয়েতের মুদ্রার নাম- দিনার।
  • চারদিকে স্থলবেষ্টিত জলরাশিকে বলা হয়-হ্রদ।
  • CBI যে দেশের গােয়েন্দা সংস্থা- ভারত।
  • Reuters-এর সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
  • OECD-এর পূর্ণরূপ- Organization for Economic Co-operation and Development.

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button