আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
নিয়োগ টিপস

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

  • বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
  • বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন’-এর অবস্থান- আগারগাঁও, ঢাকা।
  • বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়- ১৯৭২ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন- লীলা নাগ।
  • বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা- লক্ষ্মণ সেন।
  • বাংলাদেশের সংসদ ভবন এলাকার আয়তন- ২১৫ একর।
  • সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন- ১৭ বার।।
  • জাতীয় পতাকা দিবস পালন করা হয়- ২ মার্চ।
  • প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত- গুপ্তযুগ।
  • দেশের প্রথম লােহার খনি আবিষ্কৃত হয়- হাকিমপুর, দিনাজপুর।
  • পদ্মা সেতুর প্রস্থ- ১৮.১০ মিটার।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

  • বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নােট চালু হয়- ২০০৮ সালে।
  • বাঙ্গালাহ্ নামের প্রচলন করেন- ইলিয়াস শাহ।
  • মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর’ যে সেক্টরের অন্তর্ভুক্ত ছিল- ৮ নং সেক্টর।
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলােপ করা হয়- পঞ্চদশ সংশােধনীর মাধ্যমে।
  • বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল।
  • রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান- স্পিকার।
  • বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
  • ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট (প্রশান্ত মহাসাগরে)।
  • বাংলাদেশের জলবায়ু মূলত- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
  • বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা- ৩২টি।
  • দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ- বানৌজা পদ্মা।
  • বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক- শাপলা ফুল।
  • ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ অবস্থিত- নেত্রকোনা।
  • চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়- বিজু।
  • বাংলাদেশের দীর্ঘতম নদী- মেঘনা।
  • পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-২ ডিসেম্বর ১৯৯৭।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর কেনা নিজস্ব উড়ােজাহাজের সংখ্যা- ১৮টি।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে যতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে- ১৭টি।
  • ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা- স্যার ফজলে হাসান আবেদ।
  • বাংলাদেশ জাতিসংঘের যততম সদস্য- ১৩৬তম।
  • ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার- আলতাফ মাহমুদ (প্রথম সুরকার- আব্দুল লতিফ)।
  • বাংলাদেশের যে গবেষণা প্রতিষ্ঠান এ বছর গবেষণার জন্য একুশে পদক পেয়েছে- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র- মাে. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র- ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি ভাষা ও সাহিত্য

  • বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে- ৩টি।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মােবাইল অ্যাপস এর নাম- Biman Bangladesh Airlines.
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এ বছর যুক্ত হওয়া সর্বশেষ উড়ােজাহাজ দুইটি- সােনার তরী এবং অচিন পাখি।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রােটি আওরাত’ এর লেখক- আনােয়ার পাশা।
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল- সাবেক সােভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button