নিয়োগ টিপস

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

  • বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
  • বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন’-এর অবস্থান- আগারগাঁও, ঢাকা।
  • বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়- ১৯৭২ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন- লীলা নাগ।
  • বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা- লক্ষ্মণ সেন।
  • বাংলাদেশের সংসদ ভবন এলাকার আয়তন- ২১৫ একর।
  • সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন- ১৭ বার।।
  • জাতীয় পতাকা দিবস পালন করা হয়- ২ মার্চ।
  • প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত- গুপ্তযুগ।
  • দেশের প্রথম লােহার খনি আবিষ্কৃত হয়- হাকিমপুর, দিনাজপুর।
  • পদ্মা সেতুর প্রস্থ- ১৮.১০ মিটার।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

  • বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নােট চালু হয়- ২০০৮ সালে।
  • বাঙ্গালাহ্ নামের প্রচলন করেন- ইলিয়াস শাহ।
  • মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর’ যে সেক্টরের অন্তর্ভুক্ত ছিল- ৮ নং সেক্টর।
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলােপ করা হয়- পঞ্চদশ সংশােধনীর মাধ্যমে।
  • বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল।
  • রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান- স্পিকার।
  • বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
  • ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট (প্রশান্ত মহাসাগরে)।
  • বাংলাদেশের জলবায়ু মূলত- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
  • বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা- ৩২টি।
  • দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ- বানৌজা পদ্মা।
  • বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক- শাপলা ফুল।
  • ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ অবস্থিত- নেত্রকোনা।
  • চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়- বিজু।
  • বাংলাদেশের দীর্ঘতম নদী- মেঘনা।
  • পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-২ ডিসেম্বর ১৯৯৭।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর কেনা নিজস্ব উড়ােজাহাজের সংখ্যা- ১৮টি।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে যতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে- ১৭টি।
  • ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা- স্যার ফজলে হাসান আবেদ।
  • বাংলাদেশ জাতিসংঘের যততম সদস্য- ১৩৬তম।
  • ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার- আলতাফ মাহমুদ (প্রথম সুরকার- আব্দুল লতিফ)।
  • বাংলাদেশের যে গবেষণা প্রতিষ্ঠান এ বছর গবেষণার জন্য একুশে পদক পেয়েছে- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র- মাে. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র- ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরো পড়ুন : অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি ভাষা ও সাহিত্য

  • বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে- ৩টি।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মােবাইল অ্যাপস এর নাম- Biman Bangladesh Airlines.
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এ বছর যুক্ত হওয়া সর্বশেষ উড়ােজাহাজ দুইটি- সােনার তরী এবং অচিন পাখি।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রােটি আওরাত’ এর লেখক- আনােয়ার পাশা।
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল- সাবেক সােভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button