বিসিএস প্রস্তুতিসাধারন বিজ্ঞান

৪৩তম বিসিএস প্রস্তুতির জন্য সাধারন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১ম পর্ব

৪৩তম বিসিএস প্রস্তুতির জন্য সাধারন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১ম পর্ব

  • ভ্যাকিউয়ামে শব্দের বেগ- শূন্য।
  • শব্দের চেয়ে দ্রুতগতির বিমান- সুপারসনিক বিমান।
  • মানুষের শ্রাব্যতার সীমা- 20Hz-20,000 Hz.
  • রেফ্রিজারেটরে কমপ্রেসারের প্রধান কাজ- ফ্রেয়নকে বাস্পে পরিণত করা।
  • শরীরের ত্বকে ভিটামিন-ডি তৈরিতে সাহায্য করে যে রশ্মি- সূর্যের অতিবেগুনি রশ্মি।
  • বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নােস্ফিয়ার।
  • সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস থাকে- নাইট্রোজেন গ্যাস।
  • মােবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়- তড়িৎ শক্তি।

 

  • নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়- ফিশন ।
  • যে উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে- ফণীমনসা।
  • জীব ও জড়ের মধ্যে সংযােগ রক্ষাকারী হিসেবে কাজ করে- ভাইরাস।
  • পােলিও ভাইরাস দেহে প্রবেশ করে- দূষিত খাদ্য ও পানি দ্বারা।
  • জীবদেহের গঠন ও কাজের একক- কোষ।
  • দেহের রাসায়নিক কারখানা হিসেবে পরিচিত- সাইটোপ্লাজম।
  • সালােকসংশ্লেষণের জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে- কার্বন ডাই-অক্সাইড।
  • যে জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়- রেনিন।
  • মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ রয়েছে- চারটি।
  • মস্তিষ্ক (Brain) আবৃতকারী পর্দার নাম- মেনিনজেস।
  • কমলা লেবুতে প্রধানত যে এসিড বিদ্যমান- অ্যাসকরবিক এসিড।
  • মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ- এনামেল।
  • হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলাের মাঝামাঝি নিয়ন্ত্রক কপাটিকাগুলােকে বলে- ভাল্ব।

 

  • দেহে ইউরিয়া ঘটিত নাইট্রোজেন তৈরি হয়- বৃক্বে (Kidney)।
  • অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো- গ্লাইকোজেন।
  • মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেতে থাকে স্নায়ুকোষের- এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।
  • যে ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয়- ভিটামিন-এ।
  • দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে- ইনসুলিন।
  • পেপটিক আলসার রােগ নির্ণয়ে ব্যবহৃত হয়- এন্ডোস্কোপি।
  • যক্ষা রােগের ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রবেশ করে- শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে।
  • পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী- নীল তিমি ।
  • যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাই- পদার্থ।
  • বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানাের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তা হলো- কার্বলিক এসিড।
  • সূর্যের আলাে থেকে তৈরি বিদ্যুৎকে বলে- সােলার ফটোভােল্ট।

 

  • লসিকা বলতে বােঝায়- ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ।
  • হৃদপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে।
  • পিণ্ডের স্বাভাবিক সংকোচন ও প্রসারণ অব্যাহত রাখে- ক্যালসিয়াম।
  • আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা হলাে- উক্ত স্থানে ঠান্ডা পানি ও বরফ দেয়া।
  • নবজাতক শিশুর প্রথম টিকার কাজ করে- শাল দুধ।
  • স্টিফেন হকিং একজন- তাত্ত্বিক পদার্থবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ।
  • পরিবাহকের তার যত মােটা হবে তার রােধ তত- কমবে।
  • দুধকে জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহৃত হয়- পাস্তুরাইজেশন।
  • আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু- ৪ প্রকার।
  • মানুষের লালারসে যে এনজাইম থাকে- টায়ালিন।

বিসিএস প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button