আন্তর্জাতিক বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪র্থ পর্ব

বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪র্থ পর্ব

  • BRICS’র উদ্যোগে গঠিত ব্যাংকের নাম- New Development Bank (NDB)
  • জাতিসংঘের যে সংগঠন বিশ্ব জনসংখা রিপাের্ট প্রকাশ করে- UNFPA।
  • ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশকারী সংস্থ- UNDP।
  • সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান ছিল- আইন প্রণয়নে।
  • যে সভ্যতার মানুষ ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে- মিসরীয় সভ্যতার।
  • সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়- ১৯২২ সালে।
  • এশিয়া মহাদেশের যে দেশ অতীতে কখনাে কারাে উপনিবেশে পরিণত হয়নি— থাইল্যান্ড।

 

  • বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে।
  • বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা রয়েছে- পাঁচটি।
  • ‘বিশ্ব বাংলা গেটি’ অবস্থিত- কলকাতা, ভারত।
  • ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যে দ্বীপে অবস্থিত- জিল্যান্ড দ্বীপে।
  • ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।
  • মিসরের গোয়েন্দা সংস্থার নাম- মুখবারাত
  • আল শাবাব/হরকাত আল শাবাব যে দেশের সংগঠন- সােমালিয়া।
  • যুক্তরাষ্ট্র জাপানে ‘লিটল বয়’ নামক আণবিক বােমা নিক্ষেপ করে- ৬ আগষ্ট ১৯৪৫।
  • ইসরাইল সিরিয়ার গােলান মালভূমি দখল করে- ১৯৬৭ সালে।
  • তিউনিসিয়ায় ‘জেসমিন বিপ্লব’ সংঘটিত হয়- ২০১১ সালে।
  • ১৯২৩ সালে প্রতিষ্ঠিত INTERPOL’র সদর দপ্তর অবস্থিত- লিওঁ, ফ্রান্স।

 

  • বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম – IBMQ System One.
  • আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) মহাপরিচালক- ফ্রান্সেসকো লা ক্যামেরা।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর দুর্নীতির ধারণা সূচকে শীর্ষ দেশ- সােমালিয়া।
  • বিশ্বব্যাপী বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে যে সংস্থ– Water Aid.
  • IUCN’র কাজ হলাে- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
  • পরিবেশ দূষণ রােধ করার জন্য বর্তমানে রেফ্রিজারেটরে CFC’র পরিবর্তে ব্যবহৃত হয়- গ্যাজোলিয়াম।
  • যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়- পানি দূষণ।
  • বিশ্ব পানি দিবস- ২২ মার্চ।
  • বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।।
  • দুর্নীতি বিরােধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক- জার্মানি।
  • জাতিসংঘ সনদ কার্যকর হয়- ১৯৪৫ সালে।

 

  • খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তর অবস্থিত- রােম, ইতালি।
  • জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR)প্রতিষ্ঠিত হয়- ১৪ ডিসেম্বর ১৯৫০।
  • Organisation of Islamic Co-operation (OIC) প্রতিষ্ঠিত হয়- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
  • আয়া সােফিয়া মসজিদ অবস্থিত- ইস্তানবুল, তুরস্ক।
  • ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম- জ্যা ক্যাসটেক্স।
  • পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল- নিগার জোহর খান।
  • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২০ অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা- ৭৭৯.৫০ কোটি।
  • যুক্তরাষ্ট্রের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক ছিন্ন হবে- ৬ জুলাই ২০২১।
  • কালাপানি-লিমপিয়াধুরা-লিপুলেখ যে দুটি দেশের মধ্যবর্তী বিরােধপূর্ণ অঞ্চল- ভারত ও নেপাল।
  • ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সংঘাত সৃষ্টি হয়- গালওয়ান উপত্যকা নিয়ে।

General Knowledge International affairs 12 September 2020

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button