বাংলাদেশ বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

bcs Preparation Bangladesh Affairs first part

১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি :

  • মহাস্থানগড়ের পূর্ব নাম- পুণ্ড্রবর্ধন।
  • সম্রাট অশােক যে যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধ।
  • বখতিয়ার খলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে।
  • শেষ মােগল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসন দেয়া হয়- রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুনে)।
  • লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম- ইরান দুখত।
  • ঢাকার চকবাজারে অবস্থিত বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা।
  • ইংরেজদের বঙ্গদেশে কুটির নির্মাণের অনুমতি দেন- স্রাট জাহাঙ্গীর।
  • বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে।
  • ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।
  • শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।

এই বিভাগ থেকে আরো পড়ুন : 

২. বাংলাদেশের কৃষিজ সম্পদ :

  • বাংলাদেশের White Gold নামে পরিচিত চিংড়ি।
  • বাংলাদেশে প্রথম কৃষিমারি হয় ১৯৭৭ সালে।
  • ‘রূপালি’ ও ‘ডেলফোজ’ হলাে- উন্নতজাতের তুলা বীজ।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় যে জেলায় ময়মনসিংহ।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয়- মুন্সিগঞ্জ জেলায়।
  • বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই, রাঙামাটি।
  • ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বে যে নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড।

৩. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গােষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি :

  • অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
  • বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (BBS)।
  • বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০১৮ অনুযায়ী এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।
  • রাসােৎসব (মহারাসলীলা) যে নৃগােষ্ঠীর উৎসব- মণিপুরী।
  • বর্তমানে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে চারটি।
  • বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গা, চট্টগ্রাম।

৪. বাংলাদেশের অর্থনীতি :

  • ECNEC’র বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
  • কর বিভাগ যে মন্ত্রণালয়ের অধীন- অর্থ মন্ত্রণালয়।
  • যে খাতে বৈদেশিক অনুদান বেশি ব্যয় হয়- বার্ষিক উন্নয়ন কর্মসূচি।
  • সাময়িকভাবে কর মওকুফ করাকে বলা হয়- ট্যাক্স হলিডে ।
  • দারিদ্র্য বিমােচনে অবদানের জন্য যে বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ।
  • জাতীয় আয় পরিমাপ করা হয় তিনটি পদ্ধতিতে।

৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য :

  • ভােমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা ।
  • বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপইয়ার্ড লি.।
  • বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুর।
  • বর্তমানে বাংলাদেশে চিনি কল রয়েছে ১৫টি।
  • বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড- KEPZ, চট্টগ্রাম।
  • তৈরি পােশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় – পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।

৬. বাংলাদেশের সংবিধান :

  • বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
  • বাংলাদেশের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে- ৩৯ নং অনুচ্ছেদে।
  • সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়- ১১৮।
  • সরকারি নিয়ােগ লাভে সমতার কথা বলা হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে ২৯ নং অনুচ্ছেদে।
  • বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে- ১৫২ নং অনুচ্ছেদে।

৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা :

  • বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
  • বাংলাদেশে কোনাে ব্যক্তির ভােটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স ১৮ বছর।
  • বাংলাদেশে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়- ৩১ ডিসেম্বর ১৯৭৩।
  • বাংলাদেশের রাজনৈতিক দলব্যবস্থা যে ধরনের বহুদলীয় বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১।

৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা :

  • সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিল বেসরকারি বিল।
  • বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যগণ জবাবদিহি করেন- জাতীয় সংসদের নিকট।
  • সংসদ কক্ষে সামনের দিকের আসনগুলােকে বলে- ট্রেজারি বেঞ্চ।
  • রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান স্পিকার।
  • মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে- সােমবার।
  • জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন- রাষ্ট্রপতি।
  • জাতীয় সংসদে বেসরকারি দিবস বৃহস্পতিবার।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

৯. বাংলাদেশের জাতীয় অর্জন ও সিলেবাসভুক্ত অন্যান্য বিষয়াদি :

  • ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- ইউনেস্কো।
  • বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬তম সদস্য।
  • icddr,b অবস্থিত মহাখালী, ঢাকা।
  • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ ঘােষণা করে- ইউনেস্কো।
  • বাংলাদেশ স্কয়ার’ অবস্থিত লাইবেরিয়ায়।
  • জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।
  • বাংলাদেশ CTBT অনুমােদন করে- ২০০০ সালে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button