বাংলা সাহিত্যবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ০১

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ০১

ক. প্রাচীন ও মধ্যযুগ

  • চর্যাপদের পদগুলাে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন- মুনিদত্ত।
  • যে দুটি ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি- বাংলা ও মৈথিলি।
  • বাংলা সাহিত্যের প্রথম ঠগচরিত্র- ভাড়ু দত্ত।
  • বাংলা সাহিত্যের প্রাচীন যুগ-৬৫০-১২০০ খ্রি.।
  • শ্রীচৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয়- কড়চা।

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • বাংলা সাহিত্যের পৃষ্ঠপােষকতার জন্য বিখ্যাত শাসক- আলাউদ্দিন হােসেন শাহ।
  • বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি- ভারতচন্দ্র রায়গুণাকর।
  • জয়নালের ‘চৌতিশা’ রচনা করেন- শেখ ফয়জুল্লাহ।
  • পুঁথি সাহিত্যের উদ্ভব- অষ্টাদশ শতাব্দীতে।
  • বৈষ্ণব পদাবলির সঙ্গে যে ভাষা সম্পর্কিত- ব্রজবুলি।
  • কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে- আঠারাে শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে।

খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান)

  • ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ উপন্যাসের পটভূমি- ভাষা আন্দোলন।
  • ‘ছিন্নপত্র’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের সাহিত্য- পত্র সাহিত্য।
  • ‘আমার কৈফিয়ত’ কবিতার রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
  • ‘হুলিয়া’ কবিতাটি রচনা করেছেন- নির্মলেন্দু গুণ।
  • ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়- ১৯২৬ সালে।
  • কেরি সাহেবের মুন্সি বলা হয়- রামরাম বসুকে।
  • ‘নেমেসিস’ নাটকে নূরুল মােমেন যে বিষয়কে তুলে ধরেছেন- পঞ্চাশের মন্বন্তর।
  • বাংলা কবিতায় নবজাগরণের সূত্রপাত হয়- উনিশ শতকে।
  • বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ- কৃপার শাস্ত্রের অর্থভেদ।
  • মােহামেডান লিটারেরি সােসাইটির প্রতিষ্ঠাতা- নবাব আবদুল লতিফ।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button