আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৩

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৩

  • শ,হ,ষ,স- ৪ টি উষ্ম বা শিশধ্বনি
  • শ, ষ, স- অঘােষ অল্পপ্রাণ ধ্বনি
  • হ- ঘােষ মহাপ্রাণ ধ্বনি
  • অন্তঃস্থ ধ্বনি- ২ টি (যব)।
  • অ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ – অমল, অনেক, কত
  • অ ধ্বনি ও ধ্বনির মতাে উচ্চারণ – অধীর, অতুল, মন
  • পরবর্তী স্বরসংবৃত হলে শব্দের আদি-অসংবৃত হয়।
  • বাংলায় একাক্ষর শব্দে- আ দীর্ঘ হয় যেমন- যা, পান, ধান, সাজ, চাল
  • একাক্ষর শব্দের ই এবং ঈ – দুটোই দীর্ঘ হয় ( বিষ, বিশ, দীন, দিন,শীত)
  • এ ধ্বনির উচ্চারণ – ২ রকম হয়
  • এ ধ্বনির সংবৃত উদাহরণ – পথে, ঘাটে, দোষে, গুণে
  • এ ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ -:ক্যাট, ব্যাট, দ্যাখ, এ্যাকা
  • এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় – শব্দের আদিতে
  • ঐ ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি।
  • বাংলা একাক্ষর শব্দে- ও কার দীর্ঘ হয়
  • ক বর্গীয় বা কণ্ঠ্য স্পর্শধবনি- ৫ টি ( ক,খ,গ,ঘ,ঙ)
  • চ বর্গীয় বা তালব্য স্পর্শধ্বনি- ৫ টি (চ,ছ,জ, ঝ,ঞ)
  • ট বর্গীয় বা মূর্ধণ্য ধ্বনি-৫ টি (ট,ঠ,ড,ঢ,ণ)
  • ত বর্গীয় বা দন্তধ্বনি- ৫ টি (ত,থ,দ,ধ,ন)
  • প বর্গীয় বা ওষ্ঠধ্বনি- ৫টি (প,ফ,ব ভ,ম)
  • কম্পনজাত ধ্বনি-র
  • পার্শ্বিক ধ্বনি-ল
  • উষ্ম ঘােষধ্বনি- হ
  • পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী-ব্যঞ্জন দ্বিত হ্য
  • তাড়ন জাত ধ্বনি- ২ টি (ড, ঢ)
  • বাংলা কার- ১০ টি।
  • বাংলা ব্যঞ্জন বর্ণে ফলা – ৬টি

এই বিভাগ থেকে আরো পড়ুন

  • ক্ষ বর্ণ-ক+ ষ
  • আদি স্বরাগমের উদাহরণ – স্কুল>ইস্কুল, স্টেশন> ইস্টিশন
  • অন্ত্যস্বরাগমের উদাহরন- দিশ> দিশা, পােখত>পােক্ত, বেঞ্চ> বেঞ্চি
  • অপনিহিতির উদাহরণ- আজি> আইজ, সাধু> সাউধ
  • অসমীকরণের উদাহরণ – ধপ ধপ ধপাধপ, টপ+টপ> টপাটপ
  • স্বরসঙ্গতির উদাহরণ – দেশি> দিশি, বিলাতি> বিলিতি, মুলা> মূলাে
  • স্বরলােপ এর উদাহরণ – বসতি> বস্ তি, জানালা> জান লা
  • ধ্বনি বিপর্যের উদাহরণ – বা স> বাস্ ক, রিক সা> রিস্কা
  • সমীভবন এর উদাহরণ – জা> জম্ম, কাঁদনা> কান্না
  • বিষমীভবন এর উদাহরণ – শরীর> শরীল, লাল> নাল
  • ব্যঞ্জন বিকৃতির উদাহরণ – কবাট> কপাট, ধােবা> ধােপা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button