সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি ২০২৩

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ইনশাল্লাহ!

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : জাপানি অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) অবস্থিত?
উত্তর : নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

প্রশ্ন : বর্তমানে দেশের কতটি উপজেলায় ‘কৃষক অ্যাপ’ চালু রয়েছে?
উত্তর : ২৭২টি উপজেলায় (৪৯৫টির মধ্যে)।

প্রশ্ন : পার্বত্য চুক্তির রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) উদ্‌যাপিত হয় কবে?
উত্তর : ২ ডিসেম্বর ২০২২ (চুক্তি স্বাক্ষরিত হয় : ২ ডিসেম্বর ১৯৯৭)।

প্রশ্ন : প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয় কবে?
উত্তর : ২০ ডিসেম্বর ২০২২।

আরো পড়ুন

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ কোন দেশের কৃষিজমি ব্যবহারে চুক্তি করেছে?
উত্তর : কেনিয়া।

প্রশ্ন : মেট্রোরেলের নারী চালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর : মরিয়ম আফিজা ও আসমা আক্তার।

প্রশ্ন : বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে?
উত্তর : ২০২৯ সাল।

প্রশ্ন : ত্রিপুরা ককবরক ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’র নাম কী?
উত্তর : পাইথাকয়া লাংমা।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কোন সাবেক সদস্য সম্প্রতি রাশিয়ার নাগরিকত্ব লাভ করেন?
উত্তর : এডওয়ার্ড স্নোডেন।

প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০২২ ভারতের পরীক্ষা চালানো আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম কী?
উত্তর : অগ্নি-৫।

প্রশ্ন : ২০২২ সালের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘COP-27’-এ গৃহীত চুক্তির নাম কী?
উত্তর : ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল।

প্রশ্ন : টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?
উত্তর : ইলন মাস্ক।

প্রশ্ন : বিশ্বের ৮০০ কোটিতম মানবশিশুর নাম কী?
উত্তর : ভিনিস ম্যাবানস্যাগের।

প্রশ্ন : বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্থাপন করে কবে?
উত্তর : ১৫ নভেম্বর ২০২২।

প্রশ্ন : ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়?
উত্তর : ৭৭তম।

প্রশ্ন : ধূমপান নিষিদ্ধ করে বিশ্বের প্রথম কোন দেশের পার্লামেন্ট ১৩ ডিসেম্বর ২০২২ আইন পাস করে?
উত্তর : নিউজিল্যান্ড।

রিপোর্ট-সমীক্ষা

প্রশ্ন : তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর : দ্বিতীয়।

প্রশ্ন : বিশ্বের কোন দেশের রিজার্ভে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে?
উত্তর : রাশিয়া (প্রায় ৫৯৭৭টি)।

প্রশ্ন : ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আকর্ষণে যথাক্রমে বিশ্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশের নাম কী?
উত্তর : যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও চীন।

প্রশ্ন : বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর : ৪৫তম।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ দূষিত শহর কোনটি?
উত্তর : নয়াদিল্লি, ভারত।

পদক, পুরস্কার, সম্মাননা

প্রশ্ন : ৫ ডিসেম্বর ২০২২ আইডিএফ কর্তৃক ঘোষিত ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হন কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন: প্রথমবারের মতো ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে কোন প্রতিষ্ঠান ?
উত্তর : প্ল্যানেট গ্রিন আফ্রিকা।

প্রশ্ন : এনবিআর কর্তৃক ঘোষিত ২০২০-২১ অর্থবছরে সেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান?
উত্তর : নয়টি।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান সদস্যদেশ কতটি?
উত্তর : ১০৮টি।

প্রশ্ন : সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন কোন বাংলাদেশি নারী ক্রিকেটার?
উত্তর : ফারিহা ইসলাম তৃষ্ণা।

বিবিধ

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর : ৩ দশমিক ৩২ কিলোমিটার বা ২ দশমিক শূন্য ৬ মাইল।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে?
উত্তর : চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা।

প্রশ্ন : সম্প্রতি শূন্য কোভিড নীতি চালুর প্রতিবাদে সরকারের পদত্যাগ দাবি করে কোন দেশে বিক্ষোভ হয়?
উত্তর : চীনে।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button