আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডবাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আসা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। সাধারণ জ্ঞান বিষয়ক আরো লেখা পেতে কমেন্টের মাধ্যমে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।

বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন : সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা
উত্তর : ১১টি।

প্রশ্ন : মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামাের সর্বোচ্চ স্তর
উত্তর : বিভাগ।

প্রশ্ন : ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয়
উত্তর : ১৯৪৭ সালে।

প্রশ্ন : দেশের সকল প্রশাসনিক থানাকে উপজেলায় রূপান্তর করা হয়
উত্তর : ১৯৮৫ সালে।

প্রশ্ন : বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতাে যে প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন
উত্তর : মহিষ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : বঙ্গবন্ধুর সর্ববৃহৎ তর্জনী ভাস্কর্যের নাম
উত্তর : মুক্তির ডাক।

প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়
উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।

প্রশ্ন : জাতীয় স্যানিটেশন মাস
উত্তর : অক্টোবর।

প্রশ্ন : রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা
উত্তর : ১৯৭৬ সাল।

প্রশ্ন : Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাবক
উত্তর : এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)।

আরো কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পড়ুন

প্রশ্ন : বর্তমানে জিআই (GI) সনদপ্রাপ্ত পণ্য
উত্তর : ৯টি।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম GI পণ্য
উত্তর : জামদানি শাড়ি; সনদ প্রদান ১৭ নভেম্বর ২০১৬।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিসরীয় লেখক মােহসেন আলউত্তর :আরিশির লেখা বইয়ের নাম
উত্তর : হাসিনা: হাকাইক ওয়া আসাতি।

প্রশ্ন : মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়ােসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন
উত্তর : ড. আবু সিনা।

প্রশ্ন : ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয়
উত্তর : ১৮৫১ সালে, লন্ডনে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয়
উত্তর : ইজারা সুকুক।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)উত্তর :এর সদর দপ্তর
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে
উত্তর : মিয়ানমারে।

প্রশ্ন : BEPZA যে মন্ত্রণালয়ের অধীন
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়
উত্তর : ৩১ মার্চ ১৯৮৬।

প্রশ্ন : বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে
উত্তর : দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।

প্রশ্ন : গার্মেন্টস ব্র্যান্ডগুলাের সংগঠন ‘অ্যাকর্ড’
উত্তর : ইউরােপীয় ইউনিয়নভিত্তিক।

প্রশ্ন : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।

প্রশ্ন : ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয়
উত্তর : অসহযােগ আন্দোলন।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন
উত্তর : অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন : পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয়
উত্তর : ২৫ মার্চ ১৯৬৯।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে আরো কিছু পড়ুন

প্রশ্ন : সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে
উত্তর : টংকিং উপসাগর থেকে।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাংলার ২৪ বছর’উত্তর :এর পরিচালক
উত্তর : মােহাম্মদ আলী।

প্রশ্ন : ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা
উত্তর : মেজর আবদুল গণি।

প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র
উত্তর : ঈগল।

প্রশ্ন : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮ আগস্ট ১৯৭৬।

প্রশ্ন : সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন : বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে
উত্তর : ইডেন বিল্ডিংউত্তর এ।

প্রশ্ন : ISSB’র পূর্ণরূপ
উত্তর : Inter Services Selection Board

প্রশ্ন : নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ
উত্তর : মন্ত্রিপরিষদ।

প্রশ্ন : প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি
উত্তর : নিকার।

প্রশ্ন : ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের লেখক
উত্তর : আকবর আলি খান।

প্রশ্ন : বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে
উত্তর : রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

প্রশ্ন : Clean Report of Findings (CRF) হলাে
উত্তর : আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার জন্য একটি পদ্ধতি।

প্রশ্ন : GSP’র পূর্ণরূপ
উত্তর : Generalized System of Preferences

প্রশ্ন : ওয়েস্টার্ন ইউনিয়ন হলাে
উত্তর : বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম।

প্রশ্ন : যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে
উত্তর : জনতা ব্যাংক লিমিটেড।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন
উত্তর : এ. এন. হামিদ উল্লাহ।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী গৃহীত হয়
উত্তর : ১৫ জুলাই ১৯৭৩।

প্রশ্ন : মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান
উত্তর : সচিব বা জ্যেষ্ঠ সচিব।

প্রশ্ন : বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার
উত্তর : হ্যারি এম পামবাম।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button