আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডবাংলাদেশ বিষয়াবলীসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব- ০১

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব- ০১

## সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
=== পটুয়াখালী।

## বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
=== চলন বিল।

## বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
=== পঞ্চম তফসিলে।

## আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
=== ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

## জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
=== সম্মিলিত প্রয়াস।

## বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
=== নাজমুন আরা সুলতানা।

## সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
=== বেগম রাজিয়া বানু।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব- ০১

## পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
=== মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

## বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
=== মৌলভীবাজার।

## রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
=== জাতীয় সংসদের স্পিকার।

## বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
=== ৪৬৮২ দিন।

## বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
=== রাজারবাগ, ঢাকা।

## বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
=== ১৯৭৪ সালে।

## মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
=== রেসকোর্স ময়দানে।

## আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
=== পার্বত্য রাঙামাটি।

## বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
=== ফেনী।

## বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
=== বগুড়ায়।

## রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
=== কক্সবাজার জেলায়।

## আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
=== ৯০ তম।

## বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
=== জান্নাতুল ফেরদৌস।

## কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
=== ১৯৯৭ সালে।

## ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
=== গোবিন্দ হালদার।

## বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
=== উত্তরাধিকার।

## বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
=== কুতুবদিয়া।

## বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
=== কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

## ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
=== সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

## বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
=== শিব নারায়ণ দাস।

## মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
=== ৪টি।

## বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
=== চার্লস উইলকিনস।

## বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
=== ৪ মার্চ, ১৯৭২ সালে।

## ‘জীবন তরী’ কী?
=== একটি ভাসমান হাসপাতাল।

## বাংলাদেশ বিমানের প্রতীক কী?
=== উড়ন্ত বলাকা।

## ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
=== বাংলা একাডেমী প্রাঙ্গণে।

## বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
=== প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

## মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
=== নওয়াব আবদুল লতিফ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button