আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
শিক্ষা

লােকসাহিত্য

লােকসাহিত্য

  • ইংরেজিতে Folklore শব্দের বাংলা প্রতিশব্দ ‘লােকসাহিত্য।
  • জনসাধারণের মুখে মুখে প্রচলিত গান, গাথা কাহিনী, গল্প, ছড়া, প্রবাদই- ‘লােকসাহিত্য।
  • লােকসাহিত্যের উপাদান- জনশ্রুতিমূলক বিষয়।
  • লােকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া ।
  • পশ্চিমবঙ্গের লােকগীতি- পটুয়া, ভাদু, ঝুমুর; উত্তরবঙ্গের গম্ভীরা, জাগ, ভাওয়াইয়া; পূর্ববঙ্গের জারি, ঘাটু।
  • হারামণি হলাে- প্রাচীন লােকগীতি, এর সংকলক- মুহম্মদ মনসুর উদ্দীন।
  • ড. আশুতােষ ভট্টাচার্য লােককথাকে- রূপকথা, উপকথা, ব্রতকথা এই তিন ভাগে ভাগ করেছেন।
  • ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’, ‘ঠানদাদার থলে’ প্রভৃতি জনপ্রিয় রূপকথার সংকলকদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
  • সংগ্রাহক চন্দ্র কুমার দে, জসীমউদ্দীন প্রমুখ।
  • পশুপক্ষীর চরিত্র অবলম্বনে রচিত কাহিনীকে বলে- উপকথা, যেমন: ‘ঈশপের উপকথা’।
  • মেয়েলি ব্রতের সঙ্গে সম্পর্কিত কাহিনী অবলম্বনে রচিত লােককথাই- ‘ব্রত কথা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button