আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
জীবনযাপনস্বাস্থ্য টিপস

মাথা ব্যাথার ঔষধ খাওয়া আপনার জন্য কতটা স্বাস্থ্যকর?

যদি খুব বেশি মাথা ব্যথা না করে তাহলে আমি বলবো মাথা ব্যাথার ঔষধ খাওয়া আপনার জন্য ততটা জরুরী নয়। যদি আসলেই খুব ব্যথা হয় তাহলে নাপা খেয়ে নিন। এক্ষেত্রে নাপা এক্সটেন্ড বা নাপা এক্সট্রা না খেয়ে আমি বলবো নরমাল নাপা যেটা সেটা খেতে। কারণ নরমাল টাই ভালো। তাই বলে যে বাকি গুলো ভালো না তা কিন্তু না। তারপরও প্রচুর মাথা ব্যাথা হলে টাফনিল খেতে পারেন। মাথা ব্যাথার ঔষধ যত কম খাবেন ততই ভালো। আপনার যদি মাথা ব্যাথা টা নিয়মিত হয় তাহলে ডক্টর দেখান। আপনার শরীরের অন্য কোন অংশের সমস্যার কারনে মাথা ব্যাথা হতে পারে যেমন- চোখের কোন সমস্যা থেকে মাথা ব্যাথা হতে পারে, আবার মাইগ্রেইন থেকেও হতে পারে।

আরো পড়ুন : মেথি উপকারিতা | মেথি কোথায় পাওয়া যায় | মেথি ভেজানো পানি খাওয়ার উপকারিতা

মাথা ব্যাথার ঔষধ খাওয়া নিয়ে গুরুত্বপূর্ন কিছু মন্তব্য

Ragib Sarder (যুক্তরাজ্য)

আসলে ডাক্তারের পরামর্শ না নিয়ে কোন ঔষধ খাওয়া উচিত নয়। মাথাব্যথা আসলে কোন রোগ না তাই ঔষধ খেলে যে আপনার মাথা ব্যথা চলে যাবে সেটা কিন্তু সঠিক নয়। হতে পারে আপনার মাথা ব্যথা কিছুটা অংশ কমে গেলেও পরে কিন্তু সেটি আবার দেখা দিতে পারে। মাথাব্যথার পিছনে আপনার শরীরের কোন রোগ দায়ী হতে পারে যেটিকে জানা আপনার জন্য খুব প্রয়োজন। আপনি যদি মাথা ব্যাথার ঔষধ খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার মাথা ব্যথা কমিয়ে ফেললেও মাথা ব্যথার কারণটা কিন্তু অনিশ্চিতই থেকে যাবে আপনার কাছে। মাথা ব্যথার কারণ কি এবং হঠাৎ করে মাথা ব্যথা করলে কি করবেন তা যদি জানতে চান তাহলে আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন।

HR Yeasin (মেসার্স ইব্রাহিম ফ্রুট এজেন্সি)

মাথা ব্যাথা কি কারনে হচ্ছে সেটা খুজে বের করতে হবে। আপনি কি অন্য কোনো ওষুধ খান? আপনার কি প্রেসার বা ডায়বেটিস আছে? মানসিক চাপ থাকলেও মাথা ব্যাথা হয়। মাইগ্রেন হলেও মাথা ব্যাথা করে, ওষুধের সাইড এফেক্ট হলেও অনেক সময় মাথা ব্যাথা করে। ঘুম কম হলে ও এমন হতে পারে। প্রেসার চেক করে দেখুন আপনি আপাতত napa extend 1+1+1 ৩ বেলা খেয়ে দেখুন। না কমলে একজন ডাক্তারের পরামর্শ নেন।

Tapash Saha (কলকাতা বিশ্ববিদ্যালয়)

স্যারিডন খাওয়া উচিত না মাথা ব্যথার জন্য মাথাব্যথা আরো দুটো ওষুধ আছে সেটা হচ্ছে ক্যালপল আর প্যারাসিটামল এই দুটো ওষুধ খাওয়া যেতে পারে তাও একদিন মাঝে মাঝে দু সপ্তাহে একবার ধরে নিন।যদি ঘন ঘন মাথা ব্যাথা হয় তাহলে নিশ্চয়ই ডক্টরের সাহায্য নেওয়া উচিত বাজারের যতরকম মাথা ব্যথা ওষুধ আছে ওগুলো থেকে দূরে থাকাই উচিত সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর

মানুষের সাধারন সমস্যা বা রোগ গুলোর মধ্যে একটি হলো মাথাব্যথা। শরীরের নানাবিধ সমস্যার কারণে মাথাব্যথা দেখা দিতে পারে তবে এটি মারাত্মক ব্যথা না হলেও খুবই অসস্তিদায়ক। মাথা ধরা থাকলে একদিকে যেমন মন ভাল থাকে না তেমনি কোন কাজে মন বসেনা কোন কাজ করতে ভালো লাগে না । আমাদের পাঠকদের জন্য আজকে দশটি মাথা ব্যাথার ঔষধ এর নাম এবং এদের দাম নিচে তুলে ধরছি ।

Anilic ( এনিলিক) 200 mg Drug International Ltd. Price: ৳ 8.00
Arain (আরিন) 200 mg Opsonin Pharma Ltd. Price: ৳ 10.00
Lograin (লজরিন) Tablet 200 mg Ibn-Sina Pharmaceuticals Ltd. Price: ৳ 10.01
Migratol (মিগ্রাটল) Tablet 200 mg Beacon Pharmaceuticals Ltd. Price: ৳ 10.00
Migrex (মিগরেক্স) Tablet 200 mg Incepta Pharmaceuticals Ltd. Price: ৳ 10.00
Minopa (মিনোপা) Tablet 200 mg Medicon Pharmaceuticals Ltd. Price: ৳ 7.39
Mygan (মাইগান) Tablet 200 mg Chemist Laboratories Ltd. Price: ৳ 10.00
Namitol (নামিটোল) Tablet Tablet 200 mg ACI Limited Price: ৳ 10.00
Tolfi (টলিফ) Tablet Tablet 200 mg Benham Pharmaceuticals Ltd.  Price: ৳ 9.50
Tolmic (টলমিক) 200 mg Beximco Pharmaceuticals Ltd. Price: ৳ 8.03
Tufnil (টাফনিল) Tablet Tablet 200 mg Eskayef Bangladesh Ltd. Price: ৳ 10.00

মাথা ব্যাথার ঔষধ ও নির্দেশনা

Anilic ( এনিলিক)

মাথা ব্যথা দূর করার জন্য এই ঔষধটি আপনি খেতে পারেন আপনার নিকটস্থ যে কোন ফার্মেসিতে ঔষধ এর দোকানে আপনি এটি কিনতে পেয়ে যাবেন। তবে মনে রাখবেন ঔষধ কেনার সময় খুবই সতর্ক এবং গুরুত্বের সাথে কিনবেন কোন ঔষধ কেনার সময় অবশ্যই ঔষধের ক্লিনারদের ঔষধ আপনার জন্য পারফেক্ট কিনা সেটি অবশ্যই জেনে নেবেন।

Arain (আরিন)

মাথা ব্যথা দূর করার জন্য অংশটি খুবই কার্যকরী তবে অংশটি কেনার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করুন কেননা আপনার মাথাব্যথা যদি স্বল্প মাত্রার হয়ে থাকে তাহলে যে ফার্মাসিস্টের থেকে 200 টাকা আয় করবেন তার থেকে আপনি একটু জেনে নিন।

Lograin (লজরিন)

আপনার আশেপাশের যে কোন ঔষধের দোকান থেকে এই ঔষধটি আপনি ক্রয় করতে পারবেন তার মানে এই নয় যে এই ঔষধটি আপনি ক্রয় করে যখন ইচ্ছা তখনই খেতে থাকবেন মনে রাখবেন ঔষধের কাজ রোগ সারানো তবে কখনো কখনো ঔষধ নতুন চুল গজাতেও সাহায্য করে তাই আসল রোগ নির্ণয় করে সঠিকভাবে সেবন করুন।

Migratol (মিগ্রাটল)

মাথা ব্যথা সারাতে এই ঔষধটি অনেক ভালো কাজ করে থাকে আপনি চাইলেই এই ঔষধটি আপনার স্বামীর মাথা ব্যথা দূর করার জন্য কিনে খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন এটি খেতে হলে আপনাকে সঠিকভাবে খেতে হবে আপনার মাথাব্যথা সঠিক নির্ণয় করে তারপরে খাওয়া উচিত।

Migrex (মিগরেক্স)

ঔষধটি আপনার আশে পাশের দোকানে কিনতে পাওয়া যায় এর মানে এই নয় যে অংশটি খেলেই আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে যখন ইচ্ছে কিনে ঔষধ খেলে মনে রাখবেন ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই রোগ নির্ণয় করে সেবন করা উচিত তা না হলে কখনো কখনো এটি হিতে বিপরিত দেখা দিতে পারে।

Minopa (মিনোপা)

রোগ হলে ওষুধ খেতে হবে তবে সঠিকভাবে ওষধ খেতে হবে আর সঠিক ঔষধ কোনটি সেটি বোঝার জন্য একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশাকরি ঔষধ কেনার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।

Mygan (মাইগান)

যে কোন প্রকার পার্সোনাল ঔষধ কিনতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কিনে আনতে পারেন আমাদের এই আর্টিকেলটি মধ্যে ওয়েব সাইটের বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোও রিচার্জ করে আপনি ক্রয় করতে পারেন।

Namitol (নামিটোল)

আপনি যে সকল পরিষদ দোকানদার থেকেই ক্রয় করতে শরম লজ্জা বোধ করছেন সে সকল ঔষধ আপনি কি করতে পারেন আমাদের থেকে খুব সহজেই এবং গোপনীয় কার সাথে।

Tolmic (টলমিক)

বন্ধুরা আপনি যে কোন ঔষধ আমাদের থেকে ক্রয় করুন কারণ আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি সার্ভিস ঢাকা শহর ঢাকার আশেপাশে কিংবা বাংলাদেশের প্রত্যন্ত জেলা শহরগুলোতেও আমাদের কৌশল ডেলিভারি দেয়া হয়ে থাকে।

Tufnil (টাফনিল)

রোগ হলে দ্রুত ঔষধ খান অন্যের হলে দ্রুত ঔষধ খাওয়ার পরামর্শ দিন মনে রাখবেন সুস্থ জীবন মানুষকে অনেক দিন সুস্থ রাখতে পারে সুস্থ জীবন আমাদের সকলেরই কাম্যরোগ হলে দ্রুত ঔষধ খান অন্যের হলে দ্রুত ঔষধ খাওয়ার পরামর্শ দিন মনে রাখবেন সুস্থ জীবন মানুষকে অনেক দিন সুস্থ রাখতে পারে সুস্থ জীবন আমাদের সকলেরই কাম্য

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button