আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
শিক্ষা

বিসিএস ভাইভা প্রস্তুতি | বিসিএস নমুনা ভাইভা

বিসিএস ভাইভা প্রস্তুতি আপনার জন্য খুব একটা কঠিন হবে না কেননা আপনি নিজে অনেকটা প্রস্তুত। তবে আপনার মনের ভয় আপনার ক্ষতির কারন হতে পারে আর আপনার মনের ভয়কে কিছুটা দূর করতে আমাদের আজকের এই আয়োজন। আসা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। 

প্রার্থী : আসসালামু আলাইকুম। আসতে পারি, স্যার?

চেয়ারম্যান : ওয়ালাইকুমুস সালাম। আসুন, বসুন।

প্রার্থী : ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান : Please introduce yourself.

প্রার্থী : Thank you, sir. I am Farhad Islam. My family includes my father who is a farmer and my mother who is a housewife. I completed my Honor’s and Master’s degree in Bangla from University of Rajshahi. My strength is to work in any kind of situation.

চেয়ারম্যান : আপনি তাে বাংলার ছাত্র, বলুন তাে লােকসাহিত্য কী? এবং একজন লােকসাহিত্য গবেষকের নাম বলুন।

প্রার্থী : জাতীয় সংস্কৃতির যেসব সাহিত্য গুণসম্পন্ন সৃষ্টি প্রধানত মৌখিক ধারা অনুসরণ করে অগ্রসর হয় তাকে লােকসাহিত বলে। জনগণের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনি, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি লােকসাহিত্যের নিদর্শন। বাংলা সাহিত্যের প্রখ্যাত লােকসাহিত্য গবেষক হলেন- ড. আশরাফ সিদ্দিকী।

চেয়ারম্যান : ‘রায়নন্দিনী’ উপন্যাস সম্পর্কে কী জানেন?

প্রার্থী : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস দুর্গেশনন্দিনীর সমালােচনায় সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী রায়নন্দিনী উপন্যাসটি লিখেন। দুর্গেশনন্দিনীর একটি চরিত্রে হিন্দু সুদর্শন যুবক জগৎ সিংহকে দেখে মুসলিম নারী আয়েশা মুগ্ধ হন। এর প্রতিক্রিয়ায় সিরাজী রায়নন্দিনী উপন্যাসটি লিখেন।

চেয়ারম্যান : মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা হয় ও কী কী?

প্রার্থী : তিনটি। যথা ক. প্রাক চৈতন্য যুগ (১২০১-১৫০০ খ্রিস্টাব্দ)। খ. চৈতন্য যুগ (১৫০১-১৭০০) গ. চৈতন্য পরবর্তী যুগ (১৭০১-১৮০০)।

পরীক্ষক-১ : সর্বপ্রথম কত সালে পাক-ভারত উপমহাদেশে সমবায় আইন প্রণীত হয়?

প্রার্থী : ইন্ডিয়ান সিভিল সার্ভিসের খ্যাতনামা সদস্য মি. ফ্রেডারিক নিকলসন ১৮৯৫ সালে তদানীন্তন সরকারের কাছে সুপারিশ পেশ করলে ১৯০৪ সালে সর্বপ্রথম উপমহাদেশে ‘সমবায় সমিতি’ আইন পাশ হয়।

পরীক্ষক-১ : বারো ভূঁইয়া সম্পর্কে কী জানেন বলুন।

প্রার্থী : যারা মুঘলদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন শুধু তারাই বারাে ভূঁইয়া নামে পরিচিত। বারাে ভূঁইয়া শব্দটির অর্থ বারােজন ভূইয়া। অনেকের মতে, বারাে ভূইয়া শব্দটি নির্ভুলভাবে বারােজন ভূইয়া বা প্রধানকে বােঝায় না; বহুসংখ্যক বােঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে।

পরীক্ষক-১ : বাংলাদেশে কবে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় এবং কেন?

প্রার্থী : ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর খুনিদের বিচার বন্ধের ওপর নিষেধাজ্ঞা দিয়ে খন্দকার মােশতাক সরকার ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। ১২ নভেম্বর ১৯৯৬ জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল করার ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ খুলে যায়।

পরীক্ষক-২ : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বলুন।

প্রার্থী : ২৯ ফেব্রুয়ারি ২০২০ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের শাসনামলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তালেবানদের সাথে চুক্তি হয়। চুক্তিতে ১ মে ২০২১-এর মধ্যে সব সেনা প্রত্যাহারের কথা থাকলেও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐ সময়সীমা বাড়িয়ে প্রথমে ১১ সেপ্টেম্বর ২০২১ করলেও পরবর্তীতে তা ৩১ আগস্ট ২০২১ করেন।

পরীক্ষক-২ : দ্য ‘বিটলস’ ব্যান্ডের গায়ক বব ডিলান-এর পুরাে নাম কী?

প্রার্থী : রবার্ট অ্যালেন জিমারম্যান।

পরীক্ষক-২ : ইংরেজদের লৌহ শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি উদগ্রীব’—এ কথা কে, কাকে লিখেছিলেন?

প্রার্থী : নেপােলিয়ন বােনাপার্ট মহীশূরের টিপু সুলতানকে বলেছিলেন মিসর অভিযানের সময়ে।

চেয়ারম্যান : IFAP-এর পূর্ণরূপ কী?

প্রার্থী : International Federation of Agricultural Producers.

চেয়ারম্যান : ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন।

প্রার্থী : ধন্যবাদ স্যার। আস্সালামু আলাইকুম।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button