আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা ভাষা (মান : ১৫)

প্রয়ােগ-অপপ্রয়ােগ

  • একত্রিত শব্দটি যে কারণে অশুদ্ধ—প্রত্যয়জনিত।
  • মড়াদাহ শব্দটির শুদ্ধ প্রয়ােগ—মড়াপােড়া।
  • নিরভিমানী শব্দটির শুদ্ধ রূপ—নিরভিমান।
  • অদ্যবধি শব্দটি যে কারণে অশুদ্ধ—সন্ধিঘটিত।
  • সশঙ্কিত শব্দটি অশুদ্ধ, কারণ—বিশেষণ দ্বিত্ব।

বানান ও বাক্য শুদ্ধি

দুষ্কৃতি; চর্মগ্বতী; অরুণিম; আঁটসাঁট; কুঁড়ােজালি; খেয়ােখেয়ি; চতুম্পার্শ্ব; জলেশ্বর; তিরিক্ষি; ধুপুচি; তিরস্করণী; অষ্টাশীতি; কুষীদজীবী; দুহ্যমান; ধাষ্টামি; নিরীক্ষণ; ঈপ্সিত; ঘূর্ণমান; তাম্রকূট।

  • অশুদ্ধ : আমার কথায় প্রমাণ হলাে।
  • শুদ্ধ : আমার কথায় প্রমাণিত হলাে।
  • অশুদ্ধ : তাহার জীবন সংশয়পূর্ণ।
  • শুদ্ধ : তাহার জীবন সংশয়াপন্ন।
  • অশুদ্ধ : অন্যায়ের ফল আবশ্যক।
  • শুদ্ধ : অন্যায়ের ফল অনিবার্য।

বিসিএস প্রস্তুতি থেকে আরো পড়ুন :

সমার্থক শব্দ

  • চাঁদ—ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, বিধু, সুধাকর, শশাঙ্ক, শশী, সােম, মৃগাঙ্ক, রাকেশ, দ্বিজরাজ, হিমকর।
  • বৃক্ষ—গাছ, পাদপ, তরু, শাখী, বিটপী, মহিরুহ, দ্রুম, শৃঙ্গী, শিখরী, পণী।

বিপরীতার্থক শব্দ

  • প্রীতি— ক্রোধ;
  • গৃহী— সন্ন্যাসী;
  • তামসিক—রাজসিক;
  • নিত্য- নৈমিত্তিক;
  • প্রত্যাদেশ— আদেশ;
  • যােজক- প্রণালি;
  • স্নিগ্ধ— রুক্ষ;
  • সুরভি— পুতি;
  • জঙ্গম- স্থাবর।

পারিভাষিক শব্দ

  • Mobile court— ভ্রাম্যমাণ আদালত;
  • Fiction— কথাসাহিত্য;
  • Bookpost— খােলা ডাক;
  • Cease fire— যুদ্ধবিরতি;
  • Deputation— প্রেষণ;
  • Face value— অভিহিত মূল্য;
  • Executive— নির্বাহী;
  • Hospitality— আতিথেয়তা

ধ্বনি ও বর্ণ

  • বাংলা বর্ণমালায় মৌলিক স্বর আছে— সাতটি।
  • ষ্ণ বর্ণটির বিশিষ্টরূপ— ষ+ণ।
  • স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা— চারটি।
  • পদের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে বলে— অন্তর্হতি।

শব্দ ও পদ

  • অর্থগত দিক থেকে ফলাহার শব্দটি— রূঢ় বা রূঢ়ি শব্দ।
  • গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। এখানে ‘নিশীথে’ শব্দটি— বিশেষ্য।
  • ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে’ বাক্যটিতে প্রকাশিত হয়েছে— অভ্যস্ততা।
  • ‘সাপুড়ে সাপ খেলায়’ এখানে খেলায় হলাে— প্রযােজক ক্রিয়া।
  • পর্বত শব্দটি— জাতিবাচক বিশেষ্য।
  • বিভক্তিহীন নাম শব্দকে বলে— প্রাতিপদিক।

সন্ধি

  • শিরঃপীড়া=শিরঃ+পীড়া;
  • ষােড়শ= ষট্+দশ;
  • মরূদ্যান=মরু+উদ্যান;
  • বন্যার্ত= বন্যা+ঋত;
  • প্রাণাধিক = প্রাণ+অধিক;
  • পৃথ্বীশ= পৃথ্বী+ঈশ;
  • রবীন্দ্র = রবি+ইন্দ্র;
  • মন্বন্তর= মনু+অন্তর;
  • কুলটা= কুল+অটা;
  • সংস্কার= সম+কার।

সমাস

  • কোলে ও পিঠে— কোলেপিঠে (অলুক দ্বন্দ্ব);
  • যিনি ঋষি তিনিই কবি— ঋষিকবি (কর্মধারয়);
  • চতুর্দশপদী— চতুর্দশ পদের সমাহার (দ্বিগু সমাস);
  • ধামাধরা— ধামা ধরে যে (উপপদ তৎপুরুষ);
  • সহােদর— সহ উদর যার (বহুব্রীহি)।

প্রত্যয়

  • উক্তি— বচ+তি;
  • গমন— গম+অনট;
  • ঘাতক—হন+অক;
  • বার্ষিক— বর্ষ+ষ্ণিক;
  • বুদ্ধিমান— বুদ্ধি+মতুপ;
  • যশস্বী— যশঃ+বিন;
  • বক্তব্য— বচ+তব্য;
  • ঢালাই— ঢাল+আই;
  • গাইয়ে— গাহ+ইয়ে;
  • রান্না— রাধ+না।

বাংলা সাহিত্য (মান: ২০)

ক. প্রাচীন ও মধ্যযুগ

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের বাঙালি কবি—ভুসুকপা।
  • বিদ্যাপতি ছিলেন-মিথিলার রাজসভার কবি।
  • কড়চা হলাে—শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ।
  • অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা-ভারতচন্দ্র রায়গুণাকর।
  • মঙ্গলকাব্যের আদি কবি হলেন—কানাহরি দত্ত।
  • ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন—মঙ্গলযুগের সর্বশেষ কবি।
  • চৈতন্য জীবনীকাব্যের শ্রেষ্ঠ কবি—কৃষ্ণদাস কবিরাজ।
  • ইউসুফ জুলেখা রােমান্টিক প্রণয়কাব্যের অনুবাদক—শাহ মুহম্মদ সগীর।

খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান)

  • ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন—হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও।
  • বাংলা সাহিত্যে রচিত প্রথম সার্থক নাটক—শর্মিষ্ঠা।
  • আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ী’ উপন্যাসের উপজীব্য—কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, গ্রামের মানুষের দারিদ্র্য।
  • ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ গানটির গীতিকার—গাজী মাজহারুল আনােয়ার।
  • বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের—অগ্নি-বীণা কাব্যের অন্তর্গত।
  • মুনীর চৌধুরীর ‘রুপার কৌটা’—অনূদিত নাটক।
  • ‘জীবনস্মৃতি’ হলাে—রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
  • ১৫ আগস্ট ২০২২ জন্মশতবর্ষ পালিত হয় কালজয়ী কথাসাহিতিক—সৈয়দ ওয়ালীউল্লাহ্।
  • বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা—শামসুর রাহমান।
  • আনােয়ার পাশার উপন্যাস ‘রাইফেল রােটি আওরাত’-এর উপজীব্য—মুক্তিযুদ্ধ।
  • যাযাবর সাহিত্যিক ছদ্মনাম ছিল—বিনয়কৃষ্ণ মুখােপাধ্যায়ের।

অনুশীলন

১. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. বিষের বাঁশি
খ. সিন্ধু-হিন্দোল
গ. সাম্যবাদী
ঘ. নতুন চাঁদ

২. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা?
ক. জীবনানন্দ দাশ
খ. জসীমউদ্দীন।
গ. মধুসূদন দত্ত
ঘ. সুকান্ত ভট্টাচার্য

৩. নিচের কোনটি ভিন্ন?
ক. মানসী
খ. আরােগ্য
গ. নবজাতক
ঘ. চরিত্র পূজা

৪. কোনটি জসীমউদ্দীনের ভ্রমণকাহিনি?
ক. নক্সী কাঁথার মা
খ. যে দেশে মানুষ বড়
গ. ঠাকুর বাড়ির আঙ্গিনায়
ঘ. মাটির কান্না

৫. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র কে সম্পাদনা করেছেন?
ক. ড. আনিসুজ্জামান
খ. ড. আনােয়ার হােসেন।
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. ড. মুনতাসীর মামুন

৬. গিন্নি কোন শ্রেণির শব্দ?
ক. দেশি
খ. বিদেশি
গ. তদ্ভব
ঘ. অর্ধতৎসম

৭. কোনটি অপপ্রয়ােগের দৃষ্টান্ত?
ক. সিঞ্চিত
খ. সিক্ত
গ. উপযুক্ত
ঘ. চাপল্য

৮. কোনটি শুদ্ধ বাক্য?
ক. একথা প্রমানিত হয়েছে
খ. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গ. দৈন্যতা প্রশংসনীয়
ঘ. তাহার জীবন সংশয়ময়

উত্তর : ১. খ, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. খ

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button