আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ইনশাল্লাহ!

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারের ২১ দফার প্রথম দফা ছিল
উত্তর : বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ
উত্তর : মােস্তফা কামাল (১৮ এপ্রিল ১৯৭১)।

প্রশ্ন : মৌর্য বংশের রাজত্বকাল ছিল
উত্তর : ৩২৪-১৮৬ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।

প্রশ্ন : বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন
উত্তর : ফখরুদ্দিন মােবারক শাহ, ১৩৩৮ সালে।

প্রশ্ন : ইউরােপীয় বণিকরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে
উত্তর : ১৫৩৮ সালে।

আরো পড়ুন : বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয়
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : ‘ব্লাসফেমি (Blashphemy) শব্দের অর্থ
উত্তর : ধর্ম নিন্দা বা ঈশ্বর নিন্দা।

প্রশ্ন : প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে অনুরােধ করতে পারেন
উত্তর : সংবিধানের ৫৮(২) নং অনুচ্ছেদ অনুযায়ী।

প্রশ্ন : CRF (Clear Report of Findings) হলাে
উত্তর : আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার একটি পদ্ধতি।

প্রশ্ন : স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়
উত্তর : ২১ নভেম্বর ২০০৪।

প্রশ্ন : চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে
উত্তর : মারমা উপজাতি।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করােনার গণটিকাদান কর্মসূচি শুরু করে
উত্তর : ৭ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন : পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল
উত্তর : ভৈরব।

প্রশ্ন : ‘নবান্ন’ ও ‘পাইন্যার মা’ চিত্রকর্মের চিত্রশিল্পী
উত্তর : জয়নুল আবেদিন।

প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান
উত্তর : চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ মারাঠি ভাষায় অনুবাদ করেন
উত্তর : অপর্ণা ভেলনকার।

প্রশ্ন : বীর মুক্তিযােদ্ধার ইংরেজি প্রতিশব্দ
উত্তর : Heroic Freedom Fighter

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র
উত্তর : সাঙ্গু ভ্যালি (আবিষ্কৃত ১৯৯৬ সালে)।

প্রশ্ন : বাংলাদেশের ৫০তম বাজেটের পরিমাণ
উত্তর : ৬,০৩,৬৮১ কোটি টাকা।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমােদন দেয়
উত্তর : বেক্সিমকো লিমিটেড।

প্রশ্ন : সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়ােগ দেওয়া হয়
উত্তর : ৬৪(১)।

প্রশ্ন : ‘ঈদগাঁও’ উপজেলা অবস্থিত
উত্তর : কক্সবাজার জেলায়।

প্রশ্ন : ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
উত্তর : তৃতীয়।

আরো পড়ুন : বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : বাংলাদেশের অর্থনীতি যে প্রকৃতির
উত্তর : মিশ্র।

প্রশ্ন : গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়
উত্তর : ২০২১ সালে।

প্রশ্ন : মােংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পশুর নদীর তীরে।

প্রশ্ন : দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়
উত্তর : সচিবালয়ে।

প্রশ্ন : ‘ম্যাডােনাে-৪৩’ চিত্রকর্মটি আঁকেন
উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ
উত্তর : ২০২১-২০২৫।

প্রশ্ন : উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগােষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি বিষয়ে সংবিধানের যে অনুচ্ছেদে বলা আছে
উত্তর : ২৩ক।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার
উত্তর : হেনরি এন উইলকটস।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে
উত্তর : কমনওয়েলথ

প্রশ্ন : সবচেয়ে প্রাচীন বাতিঘর আছে
উত্তর : কুতুবদিয়া, কক্সবাজার।

প্রশ্ন : জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন
উত্তর : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রশ্ন : ২০২১ সালের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়
উত্তর : বাংলাদেশ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button