আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলী

বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর

বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্ন ও উত্তর  দেওয়া হলো। আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।চলুন দেখে নেওয়া যাক –

নিভিল ভারত মুসলিম লীগ / সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।

মর্লি-মিন্টো সংস্কার আইন পাশ হয় – ১৯০৯ সালের ২৫ মে ।

মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় -১৯১৯ সালে।

হিন্দু-মুসলিম সম্প্রীতির লক্ষে – ১৯২৩ সালে ‘ বেঙ্গল প্যাক্ট ‘ চুক্তি হয়।

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ’ ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় – ১৮ জুলাই ১৯৪৭ সালে।

চা বোর্ড – চট্টগ্রাম।

চা গবেষণা কেন্দ্র – মৌলভীবাজার।

সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালাখালে।

কম বৃষ্টিপাত নাটোরের লালপুরে।

সর্বোচ্চ তাপমাত্রা -নাটোরের লালপুর।

সর্বনিন্ম তাপমাত্রা -সিলেটের শ্রীমঙ্গল।

বাংলাদেশ ডাক জাদুঘর -ঢাকায় অবস্হিত।

পোস্টাল একাডেমী রয়েছে রাজশাহীতে।

উত্তরা গণভবন -দীর্ঘাপাতিয়ার রাজপ্রসাদ ছিল।

প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ- চাঁপাইনবাবগঞ্জ।

শিখা অনির্বান -ঢাকা সেনানিবাসে।

শিখা চিরন্তন – সোহরাওয়ার্দী উদ্যানে।

বাংলাদেশে নদের সংখ্যা ৪ টি।

‘রায়বেশ নৃত্য ‘ – কামরুল হাসানের শিল্পকর্ম।

শায়েস্তা খার পুত্র উমিদ খাঁ সাত মসজিদ নির্মান করেন- ১৬৮০ সালে।

বাংলাদেশে তৈরি ১ম যাত্রীবাহী জাহাজের নাম -এম ভি বাঙ্গাল।

জাহাজটি তৈরি করছেন – ওয়েষ্টার্ন মেরিন শিপাইয়ার্ড লি :।

ওয়ানগালা – গারোদের উৎসব।

সাংগ্রাই – মারমাদের উৎসব।

বিজু – চাকমাদের উৎসব।

সাংগ্রাং – রাখাইনদের বর্ষবরনের নাম।

চট্টগ্রাম জেলার মিসরাই এবং ফেনী জেলার সোনাগাজী মহুরী সেচ প্রকল্প এলাকায় প্রথম বায়ু বিদুৎ কেন্দ্র অবস্থিত।

বাংলাদেশে ১ম বেসরকারি বিমান সংস্থা- অ্যারোবেঙ্গল এয়ার।

শামশুদ্দীন ইলতুত মিসকে সুলতান- ই – আজম বলা হতো।

জাতিসংঘে নিরাপত্তা পরিষধের ১ম বাংলাদেশি সভাপতি- আনোয়ারুল ইসলাম চৌধুরী(২০০১ এর জুন মাসে)।

ঢাকার তারা মসজিদ নির্মান করেন মির্জা গোলাম পীর।

১৯৫৬ সালের ৪ মার্চ – এ.কে ফজলুল হক বাংলার গভর্নর হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button