আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএসে আসার মতো বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর

বাংলা বিষয় থেকে বিসিএস বা যেকোনো সরকারি বেসরকারি চাকুরি পরীক্ষায় একটা বড় অংশ থাকে।যেকোনো চাকুরী পরীক্ষায় ভালো করতে বাংলা বিষয়ের প্রস্তুতি ভালো নেওয়া উচিত।আজকে বাংলা বিষয় থেকে বিসিএস বা যেকোনো চাকুরি পরীক্ষায় আসার মতো কিছু এক কথার প্রশ্নোত্তর দেওয়া হলো।

কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়- ১৭৫৩ সালে ।

সহজিয়া হল– সহজমান পন্থী অর্থাৎ স্বদেহ কেন্দ্রিক সহজপন্থাইয় সাধন।

সমস্ত সত্যই দেহের মধ্যে অবস্থিত,সেই সত্যই সহজ- মুনির চৌধুরী।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- কবিকাহিনি(১৮৭৮)।

সবুজের অভিযান , ছবি , লঙ্গ , দান কবিতা–বলাকা ক্যাবের অন্তর্ভুক্ত।

১৯১৬ সালের বাংলা নাট্য সাহিত্যের দিকপাল হলেন- মুনীর চৌধুরি।

কবর নাটকটি রচনা হয় ১৯৫৩ সালে।

প্রকাশিত হয় -১৯৬৬।

বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্ধমূলক চরিত্র সৃষ্টিকরী- দ্বিজেন্দ্রলাল রায়।

শুড় বাংলা গানে সর্বপ্রথম ঠুমেরি আমদানি করেন – অতুল প্রসাদ সেন। জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক , ২ য় ধুসর পাণ্ডুলিপি।

বাংলায় মৌলিক স্বরধ্বনি ৭ টি- অ , আ , ই , উ , ও , এ , অ্যা।

বাংলায় যৌগিক স্বরধ্বনি হল -২৫ টি।

অজিন – হরিনের চামড়া।

নিরমক – সাপের খোলস।

বাঘের চামড়া – কৃত্তি।

সংশপ্তক উপন্যাসটি– ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

এর বিষয়বস্তু ছিল– হিন্দু – মুসলিম সম্মলিত জীবনযাপন ও অসাম্প্রদায়িক জীবনবোধ।

উপন্যাস ‘উত্তমপুরুষ ও আমার যত গ্লানি লিখেছেন– রশীদ করিম।

পদ্মা নদীর মাঝি উপন্যাসে অঙ্কিত হয়েছে –ধীব্র জীবন।

অবরোধবাসিনী গ্রন্থে মোট–৪৭ টি ঘটনা রয়েছে।

১৯৩১ সালে কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন–দিনেশরঞ্জন দাস।

১৯২৩ সালে বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা–কবিতা।

১৯৩৫ ও পালমৌ রচনা করেন–সঞ্জীব চট্টপাদ্বায়।

বাংলা সাহিত্তের জননী সাহসিকা নামে পরিচিত–বেগম সুফিয়া কামাল। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা -৫৬ টি ।

মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত নাটক– Bury the Dead( ১৯৩৬ )।

এই নাটক অনুসরণ করে মুনীর চৌধুরী– কবর নাটক রচনা করেন । শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।

প্রসন্ন প্রহর , কবিতা ১৩৭২- সিকন্দার আবু জাফর ।

মেঘনাবধ কাব্যে– ৯ টি সর্ষে রয়েছে।

১৮৬১ সালের গীতাঞ্জলী কাব্যগ্রন্থে– ১৫৭ টি গীতিকবিতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button