আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা সাহিত্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্য বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : “সারদামঙ্গল” কোন যুগের কাব্য গ্রন্থ?
উত্তর : আধুনিক যুগের।

প্রশ্ন : বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : দুর্গেশনন্দিনী।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তর : ১৪টি।

প্রশ্ন : বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?
উত্তর : প্যারীচাঁদ মিত্র।

প্রশ্ন : “নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?
উত্তর : দীনবন্ধু মিত্র।

প্রশ্ন : “নীল দর্পন” কোন ধরনের রচনা ?
উত্তর : নাটক।

প্রশ্ন : “নীল দর্পণ” ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উত্তর : বেতাল পঞ্চবিংশতি।

প্রশ্ন : “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি?
উত্তর : অমিত্রাক্ষর।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য ?
উত্তর : দুই যুগের মিলনকারী।

প্রশ্ন : “ঠক চাচা” চরিত্র টি কোন উপন্যাসের লেখা?
উত্তর : আলালের ঘরে দুলাল।

প্রশ্ন : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তর : দিগদর্শন।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর : চন্দ্রাবতী।

প্রশ্ন : “শকুন্তলা” গ্রন্থটি কার লেখা?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন : “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?
উত্তর : সনেটের প্রবর্তন।

প্রশ্ন : কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : “বিষাদ সিন্ধু” কার রচনা ?
উত্তর : মীর মোশাররফ হোসেন।

প্রশ্ন : “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা ?
উত্তর : উপন্যাস।

প্রশ্ন : “বিষাদ সিন্ধু” কোন যুগের গ্রন্থ?
উত্তর : আধুনিক।

প্রশ্ন : বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?
উত্তর : ভ্রান্তিবিলাস।

প্রশ্ন : বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?
উত্তর : উনিশ শতকে।

প্রশ্ন : “বুড় শালিকের ঘাড়ে রোঁ” কোন জাতীয় শিল্পকর্ম ?
উত্তর : প্রহসন।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : উইলিয়াম কেরি।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে ?
উত্তর : ১৮০১ সালে।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে কে বাংলা ভাষার চর্চা করতেন?
উত্তর : রামরাম বসু।

প্রশ্ন : “সবুজপত্র” কে সম্পাদনা করেন?
উত্তর : প্রমথ চৌধুরী।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে।

প্রশ্ন : বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর : ভারতচন্দ্র।

প্রশ্ন : “বীরবলের হালখাতা” গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তর : প্রবন্ধ।

প্রশ্ন : শামসুর রাহমানের আত্মজীবনী কি?
উত্তর : কালের ধুলোয় লেখা।

প্রশ্ন : রবিন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তর : ১৯১৯ সালে।

প্রশ্ন : কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : বিরহবিলাপ।

প্রশ্ন : “সেজুতি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : “ময়নামতির চর” কাব্যগ্রন্থ টি কে লিখেছেন ?
উত্তর : বন্দে আলী মিয়া।

প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : ঝরা পালক।

প্রশ্ন : ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে?
উত্তর : ১৯২৬সালে।

প্রশ্ন : “The Field of Embroidered Quilt” কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ ?
উত্তর : নকশি কাঁথার মাঠ।

প্রশ্ন : “শকুন্তলা” কে অনুবাদ করেন ?
উত্তর :বিদ্যাসাগর।

প্রশ্ন : “অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।

প্রশ্ন : কে যুগ সন্ধিক্ষণের কবি?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।

প্রশ্ন : চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
উত্তর : মনসামঙ্গল।

প্রশ্ন : কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত ?
উত্তর : মনসা দেবী।

প্রশ্ন : মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর : কানাহরি দত্ত।

প্রশ্ন : “ভাঁড়ুদত্ত” কোন কাব্যের চরিত্র ?
উত্তর : চণ্ডীমঙ্গল।

প্রশ্ন : কোন দুজন আরাকান রাজসভার কবি ?
উত্তর : মহাকবি আলাওল ও দৌলত কাজী।

প্রশ্ন : সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তর : দৌলত কাজী।

প্রশ্ন : “গুল-ই-বকাওলী” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ইজ্জাতুলা।

প্রশ্ন : বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে ?
উত্তর : মধ্যযুগে।

প্রশ্ন : রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি কে?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।

প্রশ্ন : “লাইলী-মজনু” কাব্যটির অনুবাদক কে?
উত্তর : দৌলত উজির বাহরাম খান।

প্রশ্ন : পদাবলীর প্রথম কবি কে ?
উত্তর : বিদ্যাপতি।

প্রশ্ন : “মুর্দা ফকির” চরিত্রটি কোন গ্রন্থের?
উত্তর : কবর।

প্রশ্ন : “এলেবেলে” বইটি কার লেখা?
উত্তর : হুমায়ূন আহমেদ।

প্রশ্ন : প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।

প্রশ্ন : শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য কোনটি?
উত্তর : ইউসুফ-জোলেখা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button