আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশে প্রথম কবে জনশুমারি হয়েছিল? ষষ্ঠ জনশুমারি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।

বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম জনশুমারি (আগের আদমশুমারি) অনুষ্ঠিত হয়েছিল।

ষষ্ঠ জনশুমারি : ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়েছে ১৫-২১ জুন ২০২২ পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (বিবিএস) এই জনশুমারি পরিচালনা করেছে। প্রথমবারের মতাে ডিজিটাল পদ্ধতিতে হয়েছে এই জনশুমারি। আগের পাঁচটি জনশুমারির তথ্য খাতা-কলমে সংগ্রহ করা হয়েছিল।

এ ছাড়া এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদেরও শুমারির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও তথ্য সংগ্রহ করা হয়েছে।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button